ভূমিকা
যেহেতু মহান আল্লাহ তা’য়ালা ব্যতীত কোন ইলাহ নাই এবং নিখিল বিশ্বের
সর্বত্র আল্লাহ তা’য়ালার প্রবর্তিত আইনসমূহ একমাত্র তাহারই
বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দান করিতেছে;
যেহেতু আল্লাহ তা’য়ালা মানুষকে
তাঁহার প্রতিনিধিত্বের জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকেই
মানুষের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করিয়া দিয়াছেন;
যেহেতু আল্লাহ তা’য়ালা সত্যের
নির্দেশনাসহ যুগে যুগে নবী-রাসূলগণকে প্রেরণ করিয়াছেন;
যেহেতু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তা’য়ালার সর্বশেষ নবী ও
রাসূল এবং আল্লাহ তা’য়ালার প্রেরিত আল-কুরআন ও বিশ্বনবীর সুন্নাহই
হইতেছে বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ;
যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয় বরং মৃত্যুর পরও রহিয়াছে
মানুষের জন্য এক অনন্ত জীবন যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভাল ও মন্দ কাজের
পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার
যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে;
যেহেতু আল্লাহ তা’য়ালার
সন্তুষ্টি অর্জন করিয়া জাহান্নামের আযাব হইতে নাজাত এবং জান্নাতের অনন্ত সুখ ও
অনাবিল শান্তি লাভের মধ্যেই মানব জীবনের প্রকৃত সাফল্য নিহিত;
যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ
সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের
মর্যাদা লাভ করিয়াছে;
সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ
গঠনের মহান উদ্দেশ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত
হইল।
বিস্তারিত জানতে ডাউনলোড করুন পিডিএফ ফাইল থেকেঃ গঠনতন্ত্র পিডিএফ লিঙ্ক
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।