ভূমিকাঃ
“পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মহামূল্যবান বলে মনে করবে।
১. বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে।
২. রুগ্ন হয়ে পড়ার পূর্বে তোমার সুস্থতাকে।
৩. দরিদ্র হয়ে যাবার পূর্বে তোমার স্বচ্ছলতাকে।
৪. ব্যস্ত হয়ে পড়ার পূর্বে তোমার অবসর সময়কে। এবং
৫. মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকালকে।”
§ আল্লাহর রাসূল সা. অন্য হাদীসে জানিয়েছেন যে, ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান কিয়ামতের দিন পা নাড়াতে পারবেনা।
لاَ تَزُولُ قدمَا ابنِ آدمَ حتى يُسئَلَ عن خمسٍ عن عُمْرِهِ فيما أَفْنَاهُ
وعن شَبَابِهِ فيما أَبْلاَهُ وعن مالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وفيما اَنْفَقَهُ
وما عَمِلَ فيما عَلِمَ.
“কিয়ামতের দিন আদম সন্তানের পা একবিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট
এই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে।
১. নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত
করেছে?
২. যৌবনের শক্তি সামর্থ কোথায় ব্যয়
করেছে?
৩. অন-সম্পদ কোথা হতে উপার্জন করেছে?
৪. কোথায় তা ব্যয় করেছে। এবং
৫. সে (দ্বীনের) যতটুকু জ্ঞানার্জন
করেছে, সে অনুযায়ী কতটুকু আমল করেছে? (তিরমিযি)
§ কবি ফররুখ বলেছেনঃ নহে সমাপ্ত কর্ম মোদের-অবসর কোথা বিশ্রামের, উজ্জল হয়ে ফুটেনি আজো-সুবিমল জ্যোতি তাওহীদের।
§ ব্যস্ততা রহমত। কারণ অলস মস্তিস্ক শয়তানের আডডা খানা।
§ ব্যস্ততাকে হজম করে সত্য ও সুন্দরের প্রচার ও প্রসারের যে জিম্মাদারী
আমরা গ্রহণ করেছি, তাকে তার কাংখিত মনজিলে পৌছানোর জন্য সিদ্ধান্ত
নিতে হবে। এ ক্ষেত্রে কোন ‘যদি’ আশ্রয় নেয়া যাবেনা।
فلا تقل: لو إني فعلت كذا وكذا. ولكن قل: قدر الله، وما شاء فعل. فإن
لو تفتح عمل الشيطان
§ একজন দায়িত্বশীলকে
প্রশ্ন এবং তার জবাবঃ কাজকে বলুন আমার নামায আছে। ব্যস্ততাকে বলুন আমার সাংগঠনিক কাজ
আছে।
§ সত্য ও কল্যাণের পথে আহবানের এ সংগ্রামে সর্বশেষ সময় পর্যন্ত
দৃঢ়পদে ঠিকে থাকার সিদ্ধান্তে অনড় থাকতে হবে।
আলোচনার উদ্দেশ্যঃ
§ আমাদের সাংগঠনিক কাজ আছে।
§ আমাদের সীমাহীন ব্যস্ততা আছে।
§ এই সীমাহীন ব্যস্ততার কারণে সাংগঠনিক কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে।
§ আমরা ব্যস্ততাকে ইচ্ছা করে নিয়ে আসিনি যে ইচ্ছা করলেই তা থেকে
মুক্তি পেয়ে যাবো।
§ ব্যস্ততাকে বাস্তবে উপেক্ষা করা সম্ভব হচ্ছে না, বিধায় ব্যস্ততা সাংগঠনিক কাজে বাঁধা হয়ে দাড়িয়েছে।
§ আমাদের আলোচ্য ব্যস্ততাকে বন্ধ করে নয় বরং ব্যস্ততা আর সাংগঠনিক
কাজকে কিভাবে সমন্বয় করবো।
§ আমাদের আলোচনা ধারাবাহিকতাঃ
১. আমাদের সাংগঠনিক কাজ সমূহ কি কি?
২. আমাদের ব্যস্ততা কি কি?
৩. আমরা কিভাবে এই দূইটির মাঝে সমন্বয় করবো?
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।