ব‌ই নোটঃ ইসলামী আন্দোলন ও সংগঠন - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 09, 2021

ব‌ই নোটঃ ইসলামী আন্দোলন ও সংগঠন

 

বইটি মূলত বক্তৃতা। জেলা পর্যায়ের দায়িত্বশীলদের এক শিক্ষা শিবিরে মাওলানা নিজামী "আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব" বিষয়ে আলোচনা পেশ করেন। শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী অনেকেই আলোচনাটি বই আকারে প্রকাশের জন্য প্রস্তাব করেন। পরবর্তীতে বইটি তিনি রচনা করেন।

⏭ বইটিতে সাতটি অধ্যায় রয়েছে। যথাঃ-

১. ইসলামী আন্দোলন ও সংগঠন,
২. ইসলামী আন্দোলনের শরয়ী মর্যাদা,
৩. ইসলামী আন্দোলনের সাফল্য,
৪. ইসলামী সংগঠন,
৫. আনুগত্য,
৬. পরামর্শ এবং
৭. সমালোচনা ও আত্ম-সমালোচনা।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন অথবা বইয়ের প্রচ্ছদ ছবিতে ক্লিক করুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।