”যাদে রাহ” বইয়ের সংক্ষিপ্ত কথাঃ
মাওলানা জলিল আহসান নদভী
এ উপমহাদেশের একজন মশহুর আলেমে দ্বীন ও মুহাদ্দিস। হাদিস শাস্রে অসাধারণ
পান্ডিত্তের জন্যই তিনি সমাধিক পরিচিত ও খ্যাতিমান। তিনি মহানবীর অসংখ্য হাদিস মন্থন করে জীবন চলার অতীব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হাদিসের একটি
মূল্যবান গ্রন্থ সঙ্কলন করেছেন।
‘যাদে রাহ্’ হাদীস
শাস্ত্রে তাঁর এক সোনালি সংকলন। ইসলাম ও ইসলামি আন্দোলনের সঠিক ও ব্যাপক ধারণা
লাভ. আত্মশুদ্ধি অর্জন, নৈতিক মানোন্নয়ন এবং ময়দানের
পূর্নাংগ তরবিয়ত ও প্রশিক্ষণের উদ্দেশ্যেই তিনি সংকলন করেছেন এই হাদীস গ্রন্থটি।
তিনি সংকলনটির নাম দিয়েছেন ‘যাদে রাহ্’। ‘যাদে রাহ্’ মানে- পাথেয় বা পথের সম্বল। সত্যিই
গ্রন্থখানি আল্লাহর পথের সৈনিকদের পাথেয়।
সহিহ ও নির্ভরযোগ্য হাদিসের এ গ্রন্থটি মুসলমানদের
জীবন চলার পথকে সহজ ও সাবলীল করতে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করি।আমাদের যাদের
হাদিসের বিশাল ভুবনে বিচরণ করার অবকাশ ও সুযোগ কম তাদের জন্য এটি সত্যিই
গুরুত্বপূর্ণ ও জরুরি প্রয়োজন পূরণকারী একটি হাদিস গ্রন্থ হবে বলে বিবেচনা করি।
যাদে রাহ-হাদীস গ্রন্থটির দুইটি সংস্করণ
রয়েছে। আসাদ বিন হাফিজ সম্পাদিত সংস্করণের পিডিএফ পড়ার জন্য এখানে ক্লিক করুন আর
আব্দুস শহীদ নাসিম সম্পাদিত সংস্করণের পিডিএফ পড়ার জন্য এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।