আল কুরআন-সহজ বাংলা অনুবাদঃ মাওলানা আব্দুস শহীদ নাসিম - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

March 10, 2021

আল কুরআন-সহজ বাংলা অনুবাদঃ মাওলানা আব্দুস শহীদ নাসিম

কুরআনের অনুবাদ-https://muhammadnazrulislam.info/archives/2352

মাওলানা আবদুস শহীদ না‌সিম কর্তৃক অনূ‌দিত কুরআন ম‌জি‌দের এই অনুবাদ‌ গ্রন্থ‌টির বৈ‌শিষ্ট্য হ‌লোঃ

## এই অনুবা‌দে প্র‌তি‌টি সূরার শুরু‌তে সেই সূরার আয়াত‌ ভিত্তিক আ‌লোচ্য বিষয় উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে। ফ‌লে সূরা‌টি পড়‌তে শুরু করার আ‌গেই আপ‌নি জে‌নে নি‌তে পার‌বেন সূরা‌টি‌তে কী কী বিষ‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে এবং কো‌ন আয়াত থে‌কে কোন আয়া‌ত পর্যন্ত কী বিষ‌য়ে আ‌লোচনা করা হ‌য়ে‌ছে।

এছাড়াও গ্র‌ন্থের শুরুর দি‌কে আ‌রো যেসব অতীব গুরুত্বপূর্ণ বিষয় সং‌যোজন করা হ‌য়ে‌ছে সেগু‌লো হ‌লোঃ

- আল কুরআ‌নের সং‌ক্ষিপ্ত বিষয় নি‌র্দে‌শিকা। কোন বিষয়‌টি কুরআ‌নের কোন সূরার কোন আয়া‌তে আলো‌চিত হ‌য়ে‌ছে তাও উল্লেখ করা হ‌য়ে‌ছে।

- বাংলা ভাষায় প্রচ‌লিত কুরআ‌নের গুরুত্বপূর্ণ প‌রিভাষাগু‌লোর অর্থ ও মর্মার্থ উ‌ল্লেখ ক‌রে এক‌টি প‌রিভাষা‌কোষ সং‌যোজন করা হ‌য়ে‌ছে।

- আল কুরআ‌নে ব‌র্ণিত কুরআ‌নের ৭২ টি নাম রেফা‌রেন্সসহ উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

- আল কুরআন সম্প‌র্কিত ক‌য়েক‌টি গুরুত্বপূর্ণ তথ্য সং‌যোজন করা হ‌য়ে‌ছে।

- 'জানার জ‌ন্যে কুরআন পড়ুন মানার জ‌ন্যে কুরআন পড়ুন' এই শ্লোগান‌টি‌কে সাম‌নে রে‌খেই করা হ‌য়ে‌ছে এই অনুবাদ‌টি।

- অনুবা‌দে অর্থ গ্রহ‌ণের ক্ষে‌ত্রে বৈজ্ঞা‌নিক বি‌শ্লেষণ ও আ‌বিস্কারসমূহকে সাম‌নে রাখা হ‌য়ে‌ছে এবং বিশুদ্ধ তফ‌সির গ্রন্থসমূ‌হের অনুসরণ করা হ‌য়ে‌ছে।

- অনুবা‌দে সহজ সরল ও প্রাঞ্জল (Lucid) বাংলা ভাষা ব্যবহার করা হ‌য়ে‌ছে।

- অনুবা‌দে আধু‌নিক বাংলা বানানরী‌তি ব্যবহার করা হ‌য়ে‌ছে।

- কুরআ‌নের যেসব শব্দ ও প‌রিভাষা বাংলা ভাষায় চালু আ‌ছে, সেগু‌লোর অনুবাদ না ক‌রে সেগু‌লো হুবহু ব্যবহার করা হ‌য়ে‌ছে।

- ‌যেসব স্থা‌নে মহান আল্লাহ নি‌জের জ‌ন্যে সম্মান ও মর্যাদাব্যাঞ্জক বহুবচন (Royal Plural) ব্যবহার ক‌রে‌ছেন, সেসব ক্ষে‌ত্রে আল্লাহর বাণীর হুবহু অনুবাদ করা হ‌য়ে‌ছে। যেমনঃ 'আমরা এই কুরআন না‌জিল ক‌রে‌ছি........'

- এই অনুবাদ‌টি করা হ‌য়ে‌ছে- যারা কুরআন বুঝ‌তে চান এবং মহান আল্লাহ পাক আমা‌দের জ‌ন্যে কী আদেশ, উপ‌দেশ ও নি‌র্দেশ দি‌য়ে‌ছেন তা জান‌তে চান-তা‌দের জ‌ন্যে, তা‌দের প্র‌য়োজন‌কে সাম‌নে রে‌খে।

- পাঠ‌কদের সু‌বিধা‌র্থে অনুবাদ কুরআন‌টি বি‌ভিন্ন সাইজ ও ‌বি‌ভিন্ন র‌ঙে প্রকাশ করা হ‌য়ে‌ছে।

অনন্য এই অনুবাদ গ্রন্থটির পিডিএফ পড়ার জন্য এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।