বাংলাদেশের
রাজনীতে নানা কারণে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ একটি বহুল আলোচিত সংগঠন। প্রতিষ্ঠাকাল
থেকেই এ রাজনৈতিক দলটির বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কিন্তু এ সংগঠনটি
সম্পর্কে এখন পর্যন্ত বিশেষ কোন গবেষণা হয়নি। জামায়াতের ‘অন্ধ বিরোধী’ অথবা ‘অন্ধ সমর্থক’
পাঠক সমাজকে সামনে রেখেই অধিকাংশ রচনা রচিত হয়েছে বলে ধারণা করা হয়। ডঃ হাসান মোহাম্মদের
পি.এইচ.ডি. থিসিসের ওপর ভিত্তি করে রচিত এ গ্রন্থে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে,
সংগঠন ও আদর্শ তথা জামায়াত রাজনীতি সম্পর্কে নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপনের চেষ্টা করা
হয়েছে। এখানে উল্লেখ্য যে, অধ্যাপক হাসান ব্যতীত ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ সম্পর্কে
পি.এইচ.ডি. পর্যায়ে আর কেউ গবেষণা করেননি।
বাংলাদেশ
ও মুসলিম বিশ্বের রাজনীতি সম্পর্কে আগ্রহী ছাত্র, শিক্ষক, গবেষক রাজনৈতিক নেতা-কর্মী
ও রাজনীতি উৎসাহী পাঠকের নিকট জামায়াত রাজনীতির বিভিন্ন দিক ও বাংলাদেশের রাজনৈতিক
উন্নয়নের গতিধারা সম্পর্কে ধারণা লাভে এ গ্রন্থটি প্রয়োজনীয় বিবেচিত হবে বলে আমাদের
বিশ্বাস।
জামায়াতে ইসলামী বাংলাদেশ-নেতৃত্ব সংগঠন ও আদর্শ
বইটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।