তাযকিয়াতুন নাফসঃ ড. আমদ আলী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

August 29, 2021

তাযকিয়াতুন নাফসঃ ড. আমদ আলী

 


নাবী ও রাসূলগণের প্রতি মহান আল্লাহ প্রদত্ত একটি চিরায়ত কর্মসূচী ছিল ‘তাযকিয়াতুন নাফস’ বা আত্মশুদ্ধি। তাঁদের কাজই ছিল মানুষকে মহান আল্লাহর পথে ডাকা এবং তাঁদের আত্মশুদ্ধির ব্যবস্থা করা। আর এই আত্মশুদ্ধির কাজটি তাঁরা করতেন মহান আল্লাহর কিতাব তথা তাঁরই দেয়া হিদায়াত এবং তাঁরই দেখানো পদ্ধতিতে। তাই এক্ষেত্রে যার যার ইচ্ছামত মনগড়া পদ্ধতি বানিয়ে নিয়ে তা অনুসরণ করার কোন সুযোগ নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আহমদ আলী এ বিষয়ে কলম ধরেছেন। বিভিন্ন ‘ইবাদাত ও মু’আমালাতের বেলায় তাযকিয়াতুন নাফস’ এর প্রকৃত রূপ ও দাবী কী লেখক তা দালিলিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন।


বইটির পিডিএফ পড়ার জন্য এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।