কুরবানী কুরবানী কুরবানী কুরবান
কুরবানী কুরবানী কুরবানী কুরবান,
আল্লাহ কাছে বান্দার বড়া ইমতিহান।
ইসমাঈল চলেছেন তার পিতার সাথে,
আল্লাহর আদেশে কুরবানী হতে।
শয়তান এসে ওয়াসওয়াস দিল কানে,
ছুড়লেন পাথর তারা সে শয়তানে।
মুমিনের কাছে পরাজিত শয়তান।।
কুরবানী কুরবানী কুরবানী কুরবান,
আল্লাহ কাছে বান্দার বড়া ইমতিহান।
ইব্রাহীমের সুন্নাত অনুসরণে,
হযরত মুহাম্মদ তার উম্মত সনে।
জারি রাখিলেন সেই সে কুরবানী,
মুছাতে দিলের কালিমা গ্লানি।
তাই আজও তামামী আমরা মুসলমান।।
কুরবানী কুরবানী কুরবানী কুরবান,
আল্লাহ কাছে বান্দার বড়া ইমতিহান।
লহু গোশত যায়না তার আল্লাহর কাছে,
আল্লাহ দেখেন তার দিলে কি আছে।
দিলের পশু কুরবানী হলেই পরে,
আল্লাহর করূণার ঝরণা ঝরে।
চারিদিকে বহে আজ খুশীর তুফান।।
কুরবানী কুরবানী কুরবানী কুরবান,
আল্লাহ কাছে বান্দার বড়া ইমতিহান।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।