বাংলা আমার কন্ঠ ধ্বনি বাংলাদেশেই বাসঃ মাহমুদ ফয়সল - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 20, 2021

বাংলা আমার কন্ঠ ধ্বনি বাংলাদেশেই বাসঃ মাহমুদ ফয়সল

 


বাংলা আমার কন্ঠ ধ্বনি
বাংলাদেশেই বাস,
বাংলা আমার মা জননী
প্রাণের বায়ু, শ্বাস।
উড়িয়ে দিলাম নীল আকাশে একটা প্রেমের চিঠি,
"ভালোবাসি এই বাংলাকে, বাংলা প্রাণের ভিটি।"
,,
সবুজ-শ্যামল প্রেম কোলাহল
চর পেরিয়ে ঘাটে,
ষড়ঋতু তে রূপ ঝরে তার
লাল সবুজের হাটে।
দখিন বাতাস কানে কানে
শনশনে গান গায়,
সেই গানেতে এই বাঙালীর
মন জুড়িয়ে যায়।
আর কোথাও পাই নাতো হায় এমন পরশ প্রীতি!
,,
যতই কাঁপুক ঝড়-তুফানে
ভাঙা জীবন তরী,
পিছলে পড়ে উঠি আবার
প্রেমের নোঙর ধরি।
এই যে ধূলির চাদর মাখা
আমার সারা গায়ে,
ক্যামনে ভুলি ভালোবাসা
দমকা হাওয়ার দায়ে।
বংলাতে মোর বেড়ে ওঠা,এখানে হাজার স্মৃতি।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।