আল কুরআনুল করিম-বাংলা ভাষায় কুরআনুল করিমের সহজ তরজমাঃ এইচ এম শফিকুর রহমান
লন্ডন প্রবাসী বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ এইচ এম শফিকুর রহমান কুরআনুল করিমের এই তরজমাটি সম্পাদন করেছেন দীর্ঘ ৪ বছর সময় নিয়ে।
বাংলা ভাষায় কুরআনের তরজমার অভাব নাই। তাহলে কেন এই তরজমা। এই তরজমা গ্রন্থটির ব্যতিক্রম নিম্নোক্ত কারণেঃ
১. কুরআনের আয়াতের বিভিন্ন শব্দের সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখা প্রদান করা হয়েছে।
২. শুরুতে সূচী পত্রের মাধ্যমে কোন সূরা কোন পৃষ্টায় রয়েছে, তার বর্ণনা প্রদান করা হয়েছে।
৩. কুরআন খতমের দোয়া শেষ দিকে উল্লেখ করা হয়েছে।
৪. এই তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর লিখতে যে সব গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে, তার বিবরণ পেশ করা হয়েছে।
৫. কুরআনের ৩০ পারার কোন পারায় কোন সূরা রয়েছে, তার তালিকা প্রদান করা হয়েছে।
৬. কুরআনের ৭ মনজিল কোথা থেকে শুরু এবং কোথায় শেষ তার বিবরণ প্রদান করা হয়েছে।
৭. শুরুতে ভূমিকা হিসাবে ২৭ পৃষ্ঠা ব্যাপী কুরআন এবং কুরআন অধ্যয়নে সহায়ক বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।
৮. প্রতিটি সূরার তরজমা শুরুর আগে সূরার নামকরণ, শানে নুযুল এবং সংক্ষিপ্ত পরিচিতি মূলক বক্তব্য যুক্ত করা হয়েছে।
৯. নির্ঘন্ট শিরোনামে একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। যেখানে বিভিন্ন বিষয় উল্লেখ করে সেই বিষয়ে কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে বক্তব্য রয়েছে, তা উল্লেখ করা হয়েছে ৪০ পৃষ্ঠা ব্যাপী।
১০. সবশেষে অনুবাদকের সংক্ষিপ্ত জীবনী পেশ করা হয়েছে।
আল কুরআনের এই তরজমা গ্রন্থটির পিডিএফ পড়া বা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।