একঃ
এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ(রা.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।" তিনি বললেন, "সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি?"
দুইঃ
এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে।" তিনি বললেন, "শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না?"
তিনঃ
এক লোক ইমাম শাফেয়ী (রহ.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে।" জবাবে তিনি বললেন, "যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি চুগলখোর, আর যদি মিথ্যাবাদী হও, তবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক।" একথা শুনে লোকটি লজ্জা পেল এবং
চলে গেল।
চারঃ
এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, "অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে।" তিনি বললেন, "দেখ, লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে।"
ফেইসবুক থেকে সংগৃহীত
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।