পারস্পরিক সম্পর্ক ভাল রাখার জন্য খ্যাতিমান ৪জন ব্যক্তির ৪টি মূল্যবান উক্তি - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 02, 2021

পারস্পরিক সম্পর্ক ভাল রাখার জন্য খ্যাতিমান ৪জন ব্যক্তির ৪টি মূল্যবান উক্তি


একঃ 

এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ(রা.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।" তিনি বললেন, "সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুকতাতে আমার কি?"

দুইঃ 

এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে।" তিনি বললেন, "শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না?"

তিনঃ 

এক লোক ইমাম শাফেয়ী (রহ.)-কে বলল, "অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে।" জবাবে তিনি বললেন, "যদি তুমি সত্যবাদী হওতবে তুমি চুগলখোরআর যদি মিথ্যাবাদী হওতবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক।" একথা শুনে লোকটি লজ্জা পেল এবং
চলে গেল।

চারঃ 

এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, "অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে।" তিনি বললেন, "দেখলোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিলকিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে।"

ফেইসবুক থেকে সংগৃহীত

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।