নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 02, 2021

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন

 

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন,

 

সাহস এটে বুকের মাঝে,

সতর্কতায় সকাল সাজে,

গজব হতে নাজাত পেতে

রবকে সবাই ডাকুন।

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন।

 

জীবন ঘাতি করোনাকে, করলে হেলা ফেলা,

রুগ ব্যাধিতে ডুবতে পারে, এই জীবনের বেলা

কুসুম গরম পানি খাবে, একটু পরে পরে,

চিকিৎসকের কাছে যাবে, ধরলে শর্দি জ্বরে,

হাচির সময় কাশির সময়-মুখটা ঢেকে রাখুন।

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন।

 

হাতের সাথে হাত মিলানো, এখন সবার মানা,

কানের সাথে মুখ মিলোলেও, ভাইরাস দেবে হানা,

বাইরে যদি যাওয়াই লাগে, মাস্কটা নিবেন পরে,

গাড়ী ঘোড়ায় চড়বোনা কেউ, রেলিং হাতল ধরে,

বাহিরে থেকে ঘরে ফিরে, হাতে সাবান মাখুন।

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন।

 

ভাল ঘরটা ধুবেন, ধুবেন কাপড় জামা,

এই কটাদিন ভূলে রবেন, সকল খালু মামা।

থাকলে ঘরে বিদায় দিবেন,  কাজের চাচি খালা,

প্রয়োজনে নিজেই ধোবেন, নিজের বাটি থালা।

নিজের সাথে দেশও জাতি, নিরাপদে রাখুন,

নিজের ঘরে লক ডাউনে-নিরাপদে থাকুন।

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।