ভাইবোন
কথাঃ আবু তাহের বেলাল, সূরঃ সাইফুল্লাহ মানছুর
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল,
দুদিনের এই খেলা ঘরে নেই যে তোমার তুল।
তুই যে আমার খুব আদরের প্রাণের ছোটবোন,
বাবা মায়ের চোখের মণি সাত রাজারই ধন।
সুরে সুরে আমরা দুজন গড়বো নূতন আলোর ভূবন
ভালোবেসে ভেঙে দেবো
পথের সকল ভুলরে, মনের যতো ভুল।।
•
তোরই মতো সোহাগীবোন নেইরে কোথাও আর
কপাল যে তার অনেক ভালো ভাইটি এমন যার,
বোন ছাড়াতো কেউ বুঝে না ভাইয়ের দুঃখ ভার
বাবা মায়ের মনের গাঙের আমরা দুটি কূল।।
তুই কী যাবি আমায় ছেড়ে অনেক অনেক দুর
বলোতো ভাই ভুলবে কিনা আমার গানের সুর,
গলায় গলায় ভাব আমাদের খুনসুঁটিও ঢের-
শাসন করো তাই তোমাতে শ্রদ্ধা যে ভরপুর। ...
•
তোকে নিয়ে গর্ব করুক দেশের সকল লোক
তোমায় দেখে প্রতিবেশির দুচোখ শীতল হোক,
ঘুঁচুক প্রাণের শোক বিরহ কষ্ট ভয়ানক-
স্বদেশ প্রেমে মুখর রবো
নড়বো না একচুল।।
----------
* গান : আমার চোখে ভাইয়া তুমি * কণ্ঠঃ জাইমা নূর ও যায়িদ রুসাফি * কথাঃ আবু তাহের বেলাল * সুরঃ সাইফুল্লাহ মানছুর * সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন * সম্পাদনাঃ রাসেল * রেকর্ডঃ ইনোভেশন স্টুডিও * গ্রাফিক্সঃ এম এ তাওহীদ * সংগীত ও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী * লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
--------------------------
বাংলাদেশে অন্যতম সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর ও তাঁর ভাই যায়িদ রুসাফির যৌথ কন্ঠে এই প্রথম গাইলো ভাইবোনের গান। ভাইবোনের সম্পর্ক চিরন্তন। ছোট সময়ে ছোটখাটো খুনসুটি লেগে থাকলেও বয়স বাড়ার সাথে সাথে এই মধুর সম্পর্ক হৃদয় থেকে অনুভব করা যায়। জীবনের প্রয়োজনে যখন আমরা ছড়িয়ে ছিটিয়ে যাই তখন এই শূন্যতা অনুভব হয় অতীত স্মৃতি হৃদয়ে ভাসে বারবার। দেশের জনপ্রিয় গীতিকার আবু তাহের বেলাল সে কথাগুলোই গানে ফুটিয়ে তুলেছেন সুন্দর ভাবে। সূর দিয়েছেন সাইফুল্লাহ মানছুর। ভাইবোনের ভালবাসা আল্লাহ্ আপার দান। আল্লাহ্ আমাদের উপর রহম করুন। ................................. কিছু সুন্দর গানের লিঙ্কঃ * https://www.youtube.com/watch?v=PLA2M... * https://www.youtube.com/watch?v=LbV5Z... * https://www.youtube.com/watch?v=RSqQ_... ........................
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।