সুন্নাত নয় শুধু-দাওয়াতের মেহমান
সুন্নাত নয় শুধু-দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু-খাওয়া শেষে মধু পান।
আরো কিছু সুন্নাত-আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
সুন্নাত শুধু নয়, মজলুম সহায়ন,
সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ।
সুন্নাত শুধু নয়-নির্জন ধ্যানে যাওয়া,
আরো সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া।
মুহাব্বাতে তার, সূদিনের সাথী তুমি, 2
দূর্দিনেও তার পাশে থাকো কি?
আরো কিছু সুন্নাত-আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
সুন্নাত কুরআনের সমাজ বিনির্মানে-বৈরী সকল পথ মাড়িয়ে চলা,
সুন্নাত দাওয়াতে দ্বীনের পাশাপাশি-ইসলাম রক্ষায় হাতে তলওয়ার তুলা।
সুন্নাত শুধু নয়-নমনীয় আলাপান,
সুন্নাত প্রয়োজনে-হুংকার গর্জন।
সুন্নাত শুধু নয়-মেষ চরাতে যাওয়া,
আরো সুন্নাত হলো-রাষ্ট্র নয়ক হওয়া।
মুহাব্বাতে তার-খালিদ উমর আলী,2
আবু বকরের মতো-পাশে থাকো কি?
আরো কিছু সুন্নাত-আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
সুন্নাত নয় শুধু-দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু-খাওয়া শেষে মধু পান।
আরো কিছু সুন্নাত-আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?
আরো কিছু সুন্নাত-আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মান কি? 2
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।