মুক্তি পেল কাতার প্রবাসীদের গানঃ আল্লামা সাঈদীর মুক্তি চাই
কোথায় তোমার ঈমানের দাবী, কোথায় সালতানাত,
মনে কি পড়েনা ওমর আলী, হামজার শাহাদাত।
আবার তোমাকে আনতেই হবে মুক্তির পারাবার,
একতার ঘরে মশাল জ্বালাও, ছাড়ো আজ হুঙ্কার।।
সাঈদীকে ফের কোরানের মাঠে, ফিরিয়ে আনতে চাই,
ফিরিয়ে আনতে চাই।
সাঈদীর মুক্তি চাই।।
কুরআনের পাখি নিভৃতে কাঁদে, জুলুমের কারাগারে,
বন্ধী পাখির মুক্তি প্রহর, বাংলার ঘরে ঘরে।
কোটি জনতার আকুতি কবুল, কর হে পরওয়ার...
প্রান্তে প্রান্তে ইসলামেরই, দাওয়াতের সুর তুলি,
প্রিয় সাঈদী অম্লান এক, কুরআননের বুলবুলি।
দিন চলে যায় মাস চলে যায়, ছেলে খুঁজে তার বাবা,
সবার দাবী প্রিয় রাহবার, জানাবে মারহাবা।
মুক্তির দাবী ঘরে ঘরে আজ, আল্লাহু আকবার।।
কথাঃ
তাসনীম
যায়েদ।
সুরঃ
শেখ
মুহাম্মদ ওয়ালী উল্লাহ।
শিল্পীঃ
মেহতাজ, রুহুল আমীন,
নুরুদ্দীন, শরিফ রাজ
এবং
মাহবুব রিয়াজ।
অভিনয়ঃ
সাঈদী পুত্র মাসুদ সাঈদী, শাহাদাত হোসেন, ফারহান রাকিব, তাহমীদ, রিয়াজ, ফারহান, মীর্জা ইব্রাহীম, মেহেদী, নুরুল আলম, মুহিব,
শান্ত এবং আব্দুল্লাহ আল মাসুম।
সংগীত পরিচালকঃ মেহতাজ
মাহবুব।
ক্যামরাঃ ইশরাক
ফারহান ফারাবী।
স্পন্সরঃ কাওছার
আহমদ মারুফ ও মোহাম্মদ কালাম।
কৃতজ্ঞতাঃ মাওলানা
রশীদ চৌধুরী, মাওলানা রিজাউল করীম,
মাওলানা
নজরুল ইসলাম, গিয়াস কামাল সাজু, মাহমুদ ফয়সাল।
পরিচালকঃ রাকিব
ফরাজী।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।