জাহান্নামঃ ইকবাল হোসাঈন জীবন - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

October 05, 2021

জাহান্নামঃ ইকবাল হোসাঈন জীবন

 


রিলিজ হলো জাহান্নামের আজাব এবং আগুনকে নিয়ে প্রিয় কবি মিনারের অসাধারণ লেখায় এবং আমার সুরে হৃদয়স্পর্শী নাশীদ "জাহান্নাম"। নাশীদটি যদি একজনকেও একটি মন্দ কাজ থেকে দূরে রাখতে সক্ষম হয় এবং আমাদের মনে জাহান্নামের আজাবের ভয়াবহতা মনে করিয়ে দিতে সক্ষম হয় তাহলেই এই সব কষ্ট সফল হবে, ইনশা আল্লাহ। মহান রব সবার পরিশ্রম গুলোকে কবুল করুন, আমীন!! (ইকবাল হোসাঈন জীবন)


দুনিয়ার আগুনে হাত রেখে দেখো

পূনরায় পাপ তুমি করার আগে

অনুভব করে দেখো আগুনের তাপ

ঝলসানো যন্ত্রনা কেমন লাগে।

.

কি করে ভাবছো তুমি জাহান্নামে

কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত

একটুও সইতে কি পারবে তুমি

দুনিয়ার আগুনে রেখে দেখো হাত।

.

যে আগুন ভয়াবহ সত্তর গুণ

যে আগুনে পুড়ে কেউ হবেনা তো খুন

মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার

কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার

লেলিহান সে আগুনে জ্বলবে শুধু

আল্লাহর দয়া ছাড়া পাবেনা নাযাত।।

.

পাপ করে নেই আজও অনুশোচনা

পাপ করা গুণাহ যে তা হয়না মনে

ইবাদাতে নেই কোন খেয়াল তোমার

স্বাভাবিক দিন যায় বেখেয়ালি ক্ষণে।

.

হায়াতের আয়ু তব কমে যায় রোজ

আঁধার কবরে কেউ নিবেনা তো খোঁজ

দুনিয়ার মিছে মায়া চোখে তোমার

মালিকের দয়া তুমি চাওনি ক্ষমার

ঈমানের সাথে যদি মৃত্যু না হয়

পাবেনা রাসূলের কভু শাফায়াত।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।