হায়াতুস সাহাবা রাঃ মুহাম্মদ ইউসুফ কান্ধলভী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

November 08, 2021

হায়াতুস সাহাবা রাঃ মুহাম্মদ ইউসুফ কান্ধলভী

https://amarpriyobanglaboi.blogspot.com/

রিভিউ লেখকঃ নুসাইবা বিনতে নূর

অনুবাদঃ মাওলানা মোহাম্মদ যুবায়ের

‘হায়াতুস সাহাবাহ” প্রথম খণ্ড

আল্লাহ ও তাহাঁর রাসূলের প্রতি দাওয়াত প্রদান (প্রায় ১৭৮ টি ঘটনা)

বাইয়াত (প্রায় ৩২ টি ঘটনা)

আল্লাহর জন্য কষ্ট সহ্য করা (প্রায় ৬১ টি ঘটনা)

হিজরত (প্রায় ২০টি ঘটনা)

নুসরাত (প্রায় ৩০টি ঘটনা)

হায়াতুস সাহাবাহ দ্বিতীয় খণ্ড

জিহাদ (প্রায় ২১০ টি ঘটনা)

ঐক্যমত (প্রায় ১৮৩ টি ঘটনা)

হায়াতুস সাহাবাহ তৃতীয় খণ্ড

সাহাবা (রাঃ) দের আল্লাহর রাস্তায় খরচ করা (প্রায় ১৯৬টি ঘটনা)

সাহাবা (রাঃ) দের নফসের খাহেশাত কে পরিত্যাগ করা (প্রায় ৩৭৮টি ঘটনা)

হায়াতুস সাহাবাহ চতুর্থ খণ্ড

সাহাবা (রাঃ)দের স্বভাব চরিত্র (প্রায় ৩১২টি ঘটনা)

ঈমান বিল গায়েব (প্রায় ১১২টি ঘটনা)

নামাযের জন্য সাহাবা রাঃ দের একত্রিত হওয়া (প্রায় ১২৪টি ঘটনা)

এলেমের প্রতি সাহাবা রাঃ এর আগ্রহ ও উৎসাহ দান (প্রায় ২০১টি ঘটনা)

হায়াতুস সাহাবাহ পঞ্চম খণ্ড

যিকিরের প্রতি উৎসাহ (প্রায় ১০৫টি ঘটনা)

দোয়ার আদব (প্রায় ৭৩টি ঘটনা)

বয়ান (প্রায় ৫৮টি ঘটনা)

নসীয়তসমূহ (প্রায় ২১টি ঘটনা)

গায়েবী সাহায্য (প্রায় ১৭৫টি ঘটনা)

মনের বিপরীত বিষয়ে কষ্ট সহ্য করা (প্রায় ৩৮টি ঘটনা)


হায়াতুস সাহাবাহ মূলত আরবি ভাষায় রচিত বই। বইয়ের শুরুটা হয়েছে শ্রেষ্ঠ বাণী “কিতাবুল্লাহ” এর অসংখ্য আয়াত দ্বারা। সাহাবা (রাঃ) গণের সম্পর্কে মহান আল্লাহর এর নাজিলকৃত আয়াতগুলো নিঃসন্দেহে অন্তর প্রশান্তকারী এবং আল্লাহ সুবহানাল্লহ তা’লা এর পক্ষ থেকে তাদের (রাঃ) প্রাপ্ত সুসংবাদগুলো মু’মিনদের অন্তরে জান্নাতের আকাংখা গুলোকে পৌছে দেবে চূড়ান্ত সীমায়, ইনশাআল্লাহ্‌।

এরপরই বইটিতে রয়েছে রাসুল সাঃ ও তাঁর হাতে গড়া সাহাবা রাঃ দের আলোচনা। নবীউল্লাহ, রাসুলুল্লাহ, হাবীবুল্লাহ মুহাম্মাদ সাঃ এর শারীরিক গঠন সম্পর্কিত হাদীস। 

উমার রাঃ এর তোলপাড় করা ইসলাম গ্রহণের ঘটনা, বিভিন্ন গোত্রদ্বয়ের প্রতি ইসলামের দাওয়াত দেয়ার পরিণতি, আসহাবে সুফফারদের কাপড়ের অভাব, খন্দকের যুদ্ধে শীত, ক্ষুধা ও ভয়- ভীতি সহ্য করা, অমানুষিক নির্যাতন সহ্য করে পাহাড় সমান ঈমান নিয়ে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নেয়া, মৃত্যু পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফেরত না যাওয়া, আহলুল বাইতের হিজরত, আল্লাহ সুবহানাল্লাহ তা’লার দ্বীনের প্রসারের খাতিরে রাসুলুল্লাহ সাঃ এর মেয়ে যায়নাব রাঃ এর আঘাত সহ্য করা এবং গর্ভপাত হবার পরও ধৈর্য ধারণ, সমুদ্রও তাঁদের বাধ্য হওয়া।

বইটা পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন, ডুবে যাবেন, চলে যাবেন সেই সাড়ে ১৪০০ বছর আগের ধূলিময় আরবে। কাফেরদের অত্যাচারের ঘটনা পড়তে পড়তে কখনো শিরায় শিরায় ফিনকি দেবে শহীদ হবার আকাংখা করা রক্ত বিন্দুগুলো অপরদিকে আল্লাহর তরবারি (খালিদ ইবন ওয়ালিদ) এর বীরত্বগাথা ঘটনাগুলো এফোঁড়ওফোঁড় করে দেবে হৃদয়! এরাই তাঁরা, যাদের উপর রাজি হয়ে গেছেন দো-জাহানের রব্ব।

প্রতিটি মুসলিম যারা নিজেকে আল্লাহ্‌ ভীরু ও সুন্নতের অনুসারি দাবী করে থাকি তাদের জন্য সাহাবাদের চেনার ও জানার কোনো বিকল্প নেই। তাঁদের জানার জন্য সর্বোত্তম বইএর সিরিজ “হায়াতুস সাহাবাহ”। হাজারো হৃদয় আলোড়নকারী বইটির মূল্যসীমা একদম হাতের নাগালের মধ্যেই রয়েছে। সুন্দর প্রচ্ছদ ও মজবুত বাইন্ডিং বইটির মর্যাদা কিছুটা যেন বাড়িয়েই দিয়েছে। রাব্বে করীমের দরবারে ফরিয়াদ জানাই, শুধু একজন পাঠক হিসেবে নয় সাহাবীওয়ালা ঈমান,আমল সম্পন্ন মানুষ হিসেবে কবুল করে নিক, বিচারের মাঠে তাদের পাশে একটু জায়গা করে দিক। আমিন।

একটি ছোট্ট অভিযোগ ও জবাবঃ

হায়াতুস সাহাবাহ ঈমানবর্ধক বই বটে, কিন্তু এতে কতিপয় জঈফ বর্ণনা রয়েছে।

এটি কোনো ফীক্বহের গ্রন্থ বা শরীয়তের মৌলিক বিষয়ের উপর রচিত কিতাব নয়। জীবন কাহিনী বা বর্ণনামূলক বইয়ে জঈফ বর্ণনা দূষণীয় নয়। জঈফ বর্ণনা মানে কোনো কেচ্ছা কাহিনী নয়। রাবির দুর্বলতার কারণে হাদিসটিকে জঈফ বলা হয়। অন্যথায় রাসুল সাঃ এর কোনো কথাই জঈফ হতে পারেনা।

যারা সহি, জঈফ এর সংজ্ঞা না জেনেই লাখো পোড় খাওয়া অন্তরের হেদায়েত লাভের উৎস এই বিশ্ববিখ্যাত কিতাবের ব্যাপারে অভিযোগ করে তাদের প্রতি দোয়া রইল।

 

‘হায়াতুস সাহাবাহ”

প্রথম খণ্ড       দ্বিতীয় খণ্ড      তৃতীয় খণ্ড      চতুর্থখণ্ড       পঞ্চম খণ্ড

 


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।