প্রশ্নোত্তর - ইসলামের শক্তির উৎস-সাইয়েদ আবুল আ’লা মওদূদী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

December 01, 2021

প্রশ্নোত্তর - ইসলামের শক্তির উৎস-সাইয়েদ আবুল আ’লা মওদূদী


০১. ইসলামে বইখানার রচয়িতা কে? কত বছর বয়সে তিনি বইটি লিখেন?

উত্তরঃ সাইয়েদ আবুল আ’লা মওদূদী; ২২ বছর বয়সে।

০২. সাইয়েদ আবুল আ’লা মওদূদী রচিত প্রথম গ্রন্থ কোনটি এবং প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

উত্তরঃ প্রথম রচিতঃ ইসলামে শক্তির উৎস আর প্রথম প্রকাশিতঃ আল জিহাদ ফিল ইসলাম।

০৩. কোন গ্রন্থে মাওলানা মওদূদী রাহ. ইসলামের জিহাদ নীতির বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দিয়ে ইসলামের প্রতি আরোপিত অপবাদ প্রক্ষালনের অত্যন্ত চমৎকার ও ফসল প্রয়াস পান?

উত্তরঃ আল জিহাদ ফিল ইসলাম

০৪. ইসলামের শক্তির উৎস” গ্রন্থখানির লেখকের একটি বৈশিষ্ট্য অত্যন্ত বিস্ময়করভাবে পাঠকদের নজরে পড়বে। সেটি কি?

উত্তরঃ লেখকের অপূর্ব চিন্তাগত সাদৃশ্য।

০৫. ১৯২৫ সালে ভারত বর্ষে মুসলমাদের সংখ্যা কত ছিল?

উত্তরঃ ৭ কেটি।

০৬. আজ মুসলমানদের মধ্যে যতগুলো দুর্বলতা দেখা দিয়েছে সেসব কি জন্য দেখা দিয়েছে?

উত্তরঃ তাদের মধ্য থেকে ইসলামের প্রাণশক্তি বেরিয়ে গেছে।

০৭. ইসলাম মূলতঃ একটি প্রচারমূলক ধর্ম। তাবলীগ বা প্রচারের উপরতই এর ভিত্তি প্রতিষ্ঠিত। প্রচারের বলেই তার অগ্রগতি ও বিকাশ সাধিত হয়েছে এবং প্রচারের উপরই তার অস্তিত্ব নির্ভরশীল-এ উক্তিটি কার?

উত্তরঃ অধ্যাপক মাক্স মুলার

০৮. বস্তুত ইসলামের শিক্ষা ও উপদেশাবলী অনুশীলন করলে কি স্পষ্ট হয়ে উঠে?

উত্তরঃ ইসলাম মানেই সত্যের প্রতি আহবান জানানো এবং মুসলমানের জীবনের উদ্দেশ্য সৎকাজে আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করা ছাড়া আর কিছু নয়।

০৯. কুরআনে মুসলমানদের বলা হয়েছেঃ তোমাদের দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি করে সৃষ্টি করা হয়েছেসেই সাথে বলা হয়েছে, মুসলমানদের ৩টি কাজ। তা কি কি?

উত্তরঃ ১. সৎকাজের নির্দেশ দান২. অসৎকাজ থেকে বিরত রাখা। ৩. আল্লাহর প্রতি ঈমান রাখা।

১১. মানুষকে নির্দেশ দেয়া হয়েছে যেন, তারা তাদের প্রতিপালকের দিকে মানুষকে আহবান করে। কিসের সাথে আহবান করবে?

উত্তরঃ কুশলতা ও সদুপদেশ সহকারে।

১২. সাহাবায়ে কেরারেম উঠাবসা, চলাফেরা-প্রতিটি কাজেরই মূল লক্ষ্য কি ছিল?

উত্তরঃ আল্লাহর প্রতি মানুষকে আহবান জানানো এবং আল্লাহর বান্দাদেরকে সিরাতুল মুস্তাকীমের দিকে চালিত করা।

১৩. সওদাগর ও ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী কাজকর্ম ও লেনদেনের সময়, পর্যটকরা তাদের পর্যটনের ভেতর দিয়ে, কয়েদীরা জেলখানার অভ্যন্তরে, চাকুরেরা অফিসে এবং কৃষকরা খেত-খামারে বসেই এ পবিত্র দায়িত্ব পালন করতো। কোন সে দায়িত্ব?

উত্তরঃ ইসলাম নামক নিয়ামতকে মানুষের নিকট পৌছানোর ঈমানী দায়িত্ব।

১৪. ইসলামের শত্রুরা বলে থাকে যে, ইসলাম শুধু তরবারীর সাহায্যে ছড়িয়েছে। কিন্তু ইতিহাস কি সাক্ষী দেয়?

উত্তরঃ ইতিহাস সাক্ষী যে, ইসলাম কেবল তাবলীগ বা প্রচারের সাহায্যে বিস্তার লাভ করেছে।

১৫. ইসলামের সামরিক বিজয় বলে অভিহিত করা চলে এমন তিনটি স্থানের নাম লিখুন-যা এখন ইসলামের দখলে নেই।

উত্তরঃ স্পেন, সিসিলি, গ্রীস।

১৬. মধ্য আফ্রিকা, জাভা, সুমাত্র, চীন, মালয়-কোন ধরণের অস্র দ্বারা জয় করা হয়েছিল?

উত্তরঃ ইসলাম প্রচারের অস্র দ্বারা।

১৭. ইসলাম প্রচার ও প্রসারের মূলে তিনটি জিনিস অত্যাবশ্যকীয় কার্যকারণ হিসেবে বর্তমান। তা কি কি?

উত্তরঃ ১. ইসলামের সহজ ও সরল আকীদা-বিশ্বাস ও তার চিত্তাকর্ষক ইবাদাত। ২. মুসলমানদের জীবনে ইসলামের শিক্ষা,  উপদেশ ও অনুশাসনের বিস্ময়কর প্রভাব। ৩. মুসলমানদের জীবনে ইসলামের প্রচার মুখী চরিত্র।

১৮. কোন জিনিসি বিবেক ও বুদ্ধিবৃত্তিক আহবান জানায়?

উত্তরঃ ইসলামের সহজ ও সরল আকীদা-বিশ্বাস ও তার চিত্তাকর্ষক ইবাদাত।

১৯. আবেগ ও উদ্দীপনাকে জাগ্রত করে ও প্রেরণা জোগায় কোন বস্তু?

উত্তরঃ মুসলমানদের জীবনে ইসলামের শিক্ষা,  উপদেশ ও অনুশাসনের বিস্ময়কর প্রভাব।

২০. কোন বস্তু একজন স্নেহময় নেতা ও মুরুব্বীর মত ভ্রান্ত ও পথভ্রষ্ট লোকদেরকে সঠিক পথে পরিচালিত করে?

উত্তরঃ মুসলমানদের জীবনে ইসলামের প্রচার মুখী চরিত্র।

২১. ইসলামী আকায়েদ সহজ ও হৃদয়গ্রাহী। এর ভিতর কি কি নাই?

উত্তরঃ ১. দার্শনিক জটিলতা২. কুসংস্কার ও অলীক কল্পনার অবকাশ৩. অবাস্তব কথাবার্তার কোনো স্থান।

২২. ইসলামী আকীদাসমূহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি?

উত্তরঃ এর বক্তব্য স্পষ্ট ও দ্ব্যর্থহীন এবং তাতে কোনো রকমের দ্বিধা-দ্বন্দের অবকাশ মাত্র নেই।

২৩. পৃথিবীতে এমন কোনো জাতি নেই যার নিকট আল্লাহ প্রেরণ করেননি, তা কি?

উত্তরঃ হেদায়েতকারী

২৪. ইসলাম প্রচারকদের প্রচারকার্যে ব্যাপক সাফল্যের কারণ কি?

উত্তরঃ কারণ এই যে তাঁরা এমন কোনো বক্তব্য পেশ করে না যা গ্রহণ করতে সাধারণ বিবেক-বুদ্ধি অক্ষম বা বিমুখ।

২৫. এত সহজ ও স্পষ্ট যে আকীদা, যে আকীদা দার্শনিক জটিলতা থেকে এতটা মুক্ত এবং সাধারণ বিবেক-বুদ্ধির পক্ষে এতটা অনায়াসে অনুধাবনযোগ্য, তাতে মানব জাতির মন-মগজে বশীভূত করার এক অভাবনীয় ও বিস্ময়কর শক্তি থাকার কথা এবং বাস্তবিকপক্ষে তার সে শক্তি আছে” এটি কার উক্তি?

উত্তরঃ দার্শনিক অধ্যাপক মন্টেইট

২৬. এমন এক ইবাদত, যার জন্য না কোনো পাদ্রী-পুরোহিতের প্রয়োজন থাকে, না থাকে কোনো মন্দির-গীর্জার বাধ্যবাধকতা। ইবাদতটির নাম কি?

উত্তরঃ নামায।

২৭. Mankind and Church নামক গ্রন্থের লেখক কে?

উত্তরঃ পাদ্রী লেফরদের

২৮. আাকয়েদ ও ইবাদতের পর যে জিনিসটি নিজের  কার্যকর প্রভাবের বলে ইসলামের প্রচার-প্রসারে সবচেয়ে বেশী ক্রিয়াশীল, তা কি?

উত্তরঃ মুসলমানদের ইসলামী জীবন।

 

সাইয়েদ আবুল আ’লা মওদূদী রাহ. এর প্রথম রচিত গ্রন্থ ইসলামের শক্তির উৎস।

মূল বইটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

মাওলানা মওদূদীর সকল বই পড়ার জন্য এখানে ক্লিক করুন।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।