মুহাম্মদ নজরুল ইসলাম::
দ্বীনের পথে চলার জন্য উপযোগী এ্যাপ সমূহ নেট দুনিয়ায় ছড়িয়ে আছে। কিছু সংখ্যক ভাই তাদের
পরিশ্রমের মাধ্যমে দ্বীনের নানাবিধ বিষয়ে এ্যাপ তৈরী করে আমাদের দ্বীন চর্চাটাকে সহজ
করে দিয়েছেন। আল্লাহ সুবাহানাহু ওয়াতায়ালা তাদের এই পরিশ্রমকে ইবাদত হিসাবে কবুল করুন।
আজ
যে এ্যাপটি নিয়ে কথা বলবো তার নামঃ তাহফিজুল কুরআন-تحفيظ القرآن - Tahfiz কুরআন মুখস্ত করার জন্য এই এ্যাপটি অত্যন্ত উপকারী
ও উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে। বেশ কিছুদিন থেকে এই এ্যাপটি ব্যবহার করে আমি এই
রিভিউটি লিখছি। আমার বিবেচনায় যারা নিজে ড্রাইভ করে কর্মস্থলে যান, অথবা যারা গাড়ীতে
করে ১৫ মিনিট বা আধা ঘন্টা সময় নিয়ে কর্মস্থলে যেতে হয় প্রতিদিন, তাদের সময়টাকে কাজে
লাগিয়ে কুরআন মুখস্ত করণে এ্যাপটি খুবই উপযোগী বলে মনে হবে।
কি আছে এই এ্যাপে:
১. কুরআনের
প্রতিটি আয়াত একটি একটি করে মোবাইলের স্ক্রীনে ভেসে উঠবে, সাথে থাকবে তার তিলাওয়াতের
আওয়াজ।
২. মসজিদুল
হারাম মক্কা ও মাদীনার ইমাম সাহেবান আব্দুর রহমান সুদাইস, সাউদ আল শুরাইম এবং আল হুজাইফী
সহ পৃথিবীর প্রসিদ্ধ মোট ৩৮ জন ক্বারীর তিলাওয়াত। আপনার পছন্দনীয় ক্বারীকে সিলেক্ট
করে প্লে করলে আপনি মোবাইল স্ক্রীনে কুরআনের আয়াত দেখার সাথে সাথে তাদের তেলাওয়াত শুনতে
পারবেন।
৩. সূরা
ক্রম। কুরআনের ধারাবাহিকতা অনুযায়ী আপনি কোন সূরার তেলাওয়াত শুনতে চান, সে সূরাকে সিলেক্ট
করতে পারবেন।
৪. আয়াত
নির্বাচন। পুরো সুরা না শুনে কত নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত শুনতে চান, তাও সিলেকশনের
সুযোগ রয়েছে এই এ্যাপটিতে।
৫. পূণরাবৃত্তি।
আপনি যতটি আয়াত সিলেক্ট করবেন, তা কতবার করে শুনতে চান, তাও সিলেক্ট করার সুযোগ থাকবে।
মনে করুন, আপনি ১০ সিলেক্ট করলেন। তাহলে একই আয়াত আপনাকে ১০বার তেলাওয়াত করে শুনানোর
পর অপর আয়াতের তেলাওয়াত শুনাবে। আপনি পুণরাবৃত্তি না করে শোনার সুযোগ যেমন আছে, একটি
আয়াত ১ হাজার বার পূণরাবৃত্তি করে শুনারও সুযোগ রয়েছে এই এ্যাপটিতে।
৬. অপেক্ষার
সময়। আপনি একটি আয়াত তেলাওয়াত শুনার পর কতক্ষণ পর দ্বিতীয় আয়াত তেলাওয়াত শুরু হবে তা
সিলেক্ট করার অপসন রয়েছে এই এ্যাপটিতে। যদি আপনি কোন অপেক্ষার প্রহর না চান, তাহলে
সরাসরি তিলাওয়াত হতেই থাকবে। আবার আপনি অপেক্ষার প্রহর মেনে শুনতে চাইলে আপনাকে ৩টি
অপসন দেবে। ক. যতক্ষণ তিলাওয়াত হয়েছে, তার অর্ধেক সময়। খ. যতক্ষণ তিলাওয়াত হয়েছে ঠিক
ততটুকু সময়। এবং গ. যতক্ষণ তিলাওয়াত হয়েছে তার দেড়গুন সময়। আপনি যে কোন অপসনকে সিলেক্ট
করার সুযোগ রয়েছে এ্যাপটিতে।
৭. সম্পূর্ণ
পূণরাবৃত্তি। আপনি যদি প্রতিটা আয়াত বারবার পূণরাবৃত্তি না চান, বরং আপনি মনে করলেন
৫টি আয়াত একসাথে তিলাওয়াত হবে। তার পর আবার অটোমেটিক দ্বিতীয়বার শুরু হবে। এই ভাবে
কয়েকবার চলবে। তাহলে সে সুযোগটাও রয়েছে এই এ্যাপে। আপনি নির্দিষ্ট আয়াত সমূহকে সিলেক্ট
করে পুরো আয়াত গুলো কতবার পূণরাবৃত্তি হবে, তা নির্ধারণ করলেই আপনাকে সেই সিলেক্টকৃত
আয়াত গুলো ধারাবাহিক ভাবে বারবার শুনাবে।
কিভাবে ডাউনলোড করবেন:
PLAY STORE থেকে এ্যাপটি অত্যন্ত সহজে ডাউনলোড করে একটিভ করা যায়। মাত্র
৩.১ এমবি সাইজের এ্যাপটি ডাউনলোড করতে আরবীতে تحفيظ القرآن الكريم অথবা ইংরেজীতে
Tahfiz লিখুন। এতেই স্ক্রীনে এ্যাপটি ভেসে উঠবে। তা ছাড়া
এখানে ক্লিক করেও আপনি ইনস্টল করতে পারেন।
শেষ কথা:
এই এ্যাপটির সুবিধা অফলাইনে পাওয়া যায়না। বিধায়, আপনি যা পড়বেন, তা ওয়াইফাইতে থাকা অবস্থায়ই সিলেক্ট করে ডাউনলোড করে নিতে হবে। একবার ডাউনলোড করে নিলে তারপর অফলাইনে তা দেখা ও শুনা যাবে। আমি ব্যক্তিগত ভাবে কুরআনের ২টি রুকু সিলেক্ট করে ৫বার পূণরাবৃত্তির অপসন দিয়ে ছিলাম। আমার অফিসে যাওয়ার পথে তা ৫বার শুনা যায়। আসা যাওয়ার পথে শুনতে শুনতে এই আয়াত গুলো আমার মুখস্ত হয়ে গেছে। অতএব, আপনিও চেক করে দেখতে পারেন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।