দারসে হাদীস - হযরত উমর রা. বর্ণিত নিয়াত সংক্রান্ত প্রসিদ্ধ হাদীস - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 25, 2022

দারসে হাদীস - হযরত উমর রা. বর্ণিত নিয়াত সংক্রান্ত প্রসিদ্ধ হাদীস

عَنْ عَلْقَمَةَ بْنِ ِ وَقَّاصٍ اللَّيْثِيِّ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ يَقُولُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

হাদীসটির সরল অনুবাদঃ

আলকামাহ ইবন ওয়াক্কাস আললাইসী রা.থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি উমার ইবনুল খাত্তাব রা.কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সা. বলছেনঃ নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়াতের উপরই নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তাই প্রাপ্ত হয় যা সে নিয়াত করেছে। কাজেই কারো হিজরাত যদি হয় আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তাহলে সে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাবে। আর কারো হিজরাত যদি হয় দুনিয়ার কোন সুখ-সুবিধা প্রাপ্তির জন্য অথবা কোন নারীকে বিবাহের জন্য, তাহলে তার সে উদ্দেশ্যই অর্জন হবে যে উদ্দেশ্যে সে হিজরাত করলো।

দারসুল হাদীসের বিস্তারিত পিডিএফ-এর জন্য এখানে ক্লিক করুন।

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।