প্রশ্নোত্তরঃ তাফহীমুল কুরআন-সূরা আয যুখরুফ
০১. সূরা আয যুখরুফের সমসাময়িক সূরা গুলো কি কি?
০২. মক্কার কাফেররা দিন-রাত তাদের বৈঠক সমূহে কি বিষয়য়ে পরামর্শ করতেছিল?
০৩. সূরা যুখরুফে অত্যন্ত জোরালো ভাবে কিসের সমালোচনা করা হয়েছে?
০৪. মক্কার কাফেররা ফেরেশতাদেরকে আল্লাহর কি মনে করতো?
০৫. ফেরেশতাদেরকে কাফিররা কি বলে মনে করতো?
০৬. “তিনিতো বলেছিলেন-আমার রবও আল্লাহ তোমাদের রবও আল্লাহ। তোমরা তাঁহারই ইবাদত করো।” এখানে তিনি বলতে কে?
০৭. আসমানের বাদশাহ যদি এই জমিনের বাদশাহর নিকট কোন দূত পাঠাতেন, তাহলে তাকে সোনার কংকন পরাইয়া ফেরেশতাদের একটি বাহিনীর পাহারাদারীতে পাঠাইতেন।” –এ উক্তি কার এবং কাহাকে লক্ষ্য করে বলা হয়েছিল?
০৮. শাফায়াত কে কার জন্য করতে পারবে?০৯. উম্মুল কিতাব অর্থ কি?
১০. كتاب مكنون অর্থ কি?
১১. সফরে যাওয়ার সময় কি স্মরণ করা উচিত?
১২. “আমরা ইহাকে আরবী ভাষার কিতাব বানাইয়াছি, যেন তোমরা ইহা বুঝিতে পারো”-কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন?
১৩. কুরআনের বিভিন্ন জায়গায় জমীনকে বিছানা বলা হয়েছে। কিন্তু সুরা যুখরুফে জমীনকে কি বলা হয়েছে?
১৪. “এই লোকেরা তার বান্দাদের মধ্য হতে কতককে তাঁর অংশ মনে করে লয়েছে” এখানে অংশ মনে করা অর্থ কি?
১৫. নবী করীম সা. দু‘হাতে দু‘টি জিনিস নিয়ে বললেনঃ এ দু‘টি জিনিস পোষাকে ব্যবহার করা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম”-জিনিস দু‘টি কি কি?
১৬. রেশম ও স্বর্ণ কার জন্য ব্যবহার হালাল আর কার জন্য হারাম?
১৭. “উসামা যদি কন্যা হতো, তা হলে আমরা তাকে অলংকার পরাতাম, উসামা মেয়ে হলে আমরা তাকে ভাল ভাল কাপড় পরাতাম।”–এ উক্তি কার?
১৮. “অলংকার পরায় দোষ নাই, যদি উহার যাকাত আদায় করা হয়”-কে বলেছেন?
১৯. “হেদায়াতের পথ হতে যখনি পদস্খলন ঘটে, তখনি এ কালেমা-এই বানী তাদেরকে হেদায়াত দানের জন্য বর্তমান থাকে” -কোন কালেমা?
২০. আরব দেশে কুরাইশ বংশের প্রাধান্য ও সরদারী চলতো কি কারণ?
২১. “এই কুরআন দুইটি বড় শহরের বড় লোকদের মধ্য হতে কারো উপর নাযিল হলো না কেন?” শহর দু’টি কি কি?
২২. খোদায়ী ব্যবস্থায় একটি স্থায়ী নিয়মের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে-নিয়মটি কি?
২৩. রব-এর রহমত বলতে কি বুঝানো হয়েছে?
২৪. রহমতের যিকির এর কি কি অর্থ হতে পারে?
২৫. “তোমার বর্তমান থাকা না থাকায় প্রকৃত ব্যাপারে কোন পার্থক্য সুচিত হবেনা” -একথাটি কে কাকে বলেছেন?
২৬. আল্লাহর “কুদরতের নমুনা” বলতে কি বুঝানো হয়েছে?
২৭. “কোন বিষয়ে তোমাদের পরস্পরের মাঝে মতবিরোধ দেখা দিলে এটাকে আল্লাহ ও রাসূলের নিকট পেশ করো” - ইহার অর্থ কি?
২৮. “আমরা মুসাকে আমাদের নিদর্শনাদি সহ ফিরাউন ও তাহার রাজবর্গের নিকট পাঠাইলাম” –এখানে নিদর্শণ বলতে কি বুঝানো হয়েছে?
২৯. তারা চিৎকার করে বলবেঃ “হে মালিক! তোমাদের রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দিক, তবেই ভাল” এখানে হে মালিক বলে কাকে বুঝানো হয়েছে?
৩০. “তুমি যদি ঘটনাটিকে নিজের চোখে দিবালোকের মতো দেখে থাকো, তবে তুমি সাক্ষ্য দাও, অন্যথায় ইহা ত্যাগ করো”-কে বলেছেন?
৩১. হযরত ঈসা আ. যে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, সে নিদর্শনকে কি বলে তার জাতির সামনে তুলে ধরেছেন?
৩২. “আমরা চাইলে তোমাদের থেকে ফিরিশতা পয়দা করতে পারি” এই কথাটির অন্য তরজমা কি হতে পারে?
৩৩. “তিনি একাই আসমানেরও ইলাহ, জমিনে ও ইলাহ এবং তিনিই বিচক্ষণ ও মহাজ্ঞানী” – তিনি কে?
৩৪. আল্লাহর দরবারে ঈমানদার ব্যক্তি কে হবে?
৩৫. জীব জন্তুর উপর বসার সময় আল্লাহ্র ইহসানরে কথা স্মরণ করে কি পড়তে বললনে?
৩৬. রেশমী কাপড় এবং স্বর্ণের অলংকার পরিধান আমার উম্মতরে পুরুষদের জন্য হারাম। হাদিসটি বর্ণনাকারী কে?
৩৭. উমর (রা.) আবু মুসা আশআরীকে কি লিখিয়ে পাঠিয়েছেন?
৩৮. কোন আশঙ্কার কারণে আল্লাহ্ কাফেরদের ঘরের ছাদ, সিড়ি, দরজা সমূহ, সবই স্বর্ণ রৌপ্যের বানিয়ে দেননি?
উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর জানার জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।