বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন মাহে রামাদ্বান উদযাপনের জন্য কর্মীদের প্রতি
লিখিত নির্দেশনা প্রদান করেছে। ফযিলতপূর্ণ মহিমান্বিত মাহে রামাদানে আত্মশুদ্ধি ও
আত্মগঠনের লক্ষ্যে দুই ধরণের করনীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
১. অধ্যয়ন মূলক।
২. অনুশীলনমুলক।
অধ্যয়নমূলকঃ
১. আল কুরআন অধ্যয়নঃ
- তাফহীমুল কুরআন ১৮তম
খণ্ড
- তাফহীমুল কুরআন ১৯তম
খণ্ড
- সুরা আল বাকারা-১৮৩ ও
১৮৫ আয়াত
- সম্ভব হলে পুরো কুরআন
অন্তত একবার অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করা।
২. আল হাদিস অধ্যয়নঃ
- তাহারাত, সালাত, সিয়াম, জিহাদ, আখেরাত ও চরিত্র গঠন সংক্রান্ত অধ্যায়।
৩. ইসলামী সাহিত্য অধ্যয়নঃ
- নামাজ-রোযার হাকিকত
- যাকাতের হাকিকত
- হেদায়াত
- ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী
- ইনফাক ফি সাবিলিল্লাহ।
৪. তা'লিমুল কুরআনঃ সহীহ তেলাওয়াত শিক্ষার ব্যবস্থাকে পারিবারিকভাবে, মসজিদভিত্তিক, পাড়া-মহল্লা কেন্দ্রিক ব্যাপক রূপ দেয়ার চেষ্টা করা।
৫. মুখস্ত করণঃ মৌলিক বিষয়ে বাছাইকৃত আয়াত ও হাদিসসমূহ মুখস্থ করা।
অনুশীলনমূলকঃ
১.
মাহে রামাদানে পরিবার-পরিজন ও পাড়া-প্রতিবেশীকে নিয়ে ভাবগম্ভীর পরিবেশে
যথাযথভাবে সিয়াম পালন করা।
২.
জামায়াতের সাথে ফরয সালাত ও তারাবীহ আদায় করা। শেষ দশকে এতেকাফ পালনের চেষ্টা
করা।
৩.
কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে তিলাওয়াতে কুরআনের দুর্লভ
সুযোগ কাজে লাগানো।
৪.
আল্লাহর গযব থেকে রক্ষা ও তাঁর সাহায্য লাভে কাতর কণ্ঠে দোয়া করা।
৫.
আমীরে জামায়াত সহ নেতৃবৃন্দ ও সকল মজলুম মানুষের মুক্তির জন্য এ সময়ে বেশি বেশি
আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো।
৬.
সদস্য (রুকন), কর্মী, সহযোগী বৃদ্ধির কাজ এ মাসে অন্য মাসের
তুলনায় ব্যক্তিকে অধিক সাওয়াবের অধিকারী করবে, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় এবং অধিক পুরস্কার লাভের আশায় এ
ক্ষেত্রে দায়িত্ব পালনে যত্নশীল হওয়া।
৭.
পারিবারিকভাবে বা পারিবারিক ইউনিটের উদ্যোগে পরিস্থিতির আলোকে পাড়া-প্রতিবেশী ও
বন্ধু-বান্ধবদের নিয়ে ইফতারের আয়োজন করা।
৮.
পরিস্থিতির আলোকে সাংগঠনিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা ।
৯.
বেশি বেশি দান-সাদাকাহ করা । এ ক্ষেত্রে মজলুম ভাই-বোন ও নিকট আত্মীয়দের প্রতি
খেয়াল রাখা। যেমন,
ইয়াতীমের লালন পালন, ঋণগ্রস্তদের সহযোগিতা
ইত্যাদি ।
১০.
হিংসা-বিদ্বেষ,
হানাহানি, জিঘাংসা ও নৈরাজ্যের বিষ ছড়ানোর
মোকাবিলায় ঐক্য, ভ্রাতৃত্ব,সম্প্রীতি
ও সৌহার্দ্যের জান্নাতি আবহ তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করা ।
১১.
সুদ, ঘুষ,
মদ, জুয়াসহ যাবতীয় ধ্বংসাত্মক পাপাচার থেকে
বাঁচার জন্য জনসচেতনতা তৈরি করা।
রামাদ্বান ও রোযা বিষয়ে বইয়ের জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।