প্রশ্নোত্তর - তাফহীমুল কুরআন-সূরা আল আরাফঃ আয়াত ১০০ থেকে শেষ পর্যন্ত - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

June 11, 2022

প্রশ্নোত্তর - তাফহীমুল কুরআন-সূরা আল আরাফঃ আয়াত ১০০ থেকে শেষ পর্যন্ত


তাফহীমুল কুরআন-সূরা আল আরাফ ১০০ থেকে ১৭৯ নম্বর আয়াত। মোট ১০০টি প্রশ্ন। আপনি আমি কয়টি প্রশ্নের উত্তর জানি?

1. যে ব্যক্তি নিজের চোখ বন্ধ করে নয় এবং যে ব্যক্তি নিজে শুনতে চায় না-আল্লাহর অমোঘ প্রাকৃতিক আইন অনুযায়ী তারা কি এবং কি করতে পারে না?

2. দিলে মোহর মারার অর্থ কি?

3. তিন ধরণের অংগীকার ভংগ করাকে ফাসেকী বলা হয়  এই তিনটি অঙ্গিকার কি কি?

4. মুসাকে আল্লাহর নিদর্শনসমূহ সহকারে কার কার কাছে পাঠানো হয়?

5. যে জাতি আল্লাহর পয়গান পাওয়ার পর তা প্রত্যাখ্যান করে, তাদের অনিবার্য পরিণতি কি?

6. মূসা, ফেরাউন ও বনি ইসরাঈলের কাহিনী বর্ণিত হয়েছে এর মধ্যে কাদেরকে কতিপয় গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া হয়েছে?

7. সত্যের সমগ্র ইতিহাস কি সাক্ষ্য দেয়?

8. যে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয়, তার পিছনে কোন কোন শক্তি থাকে?

9. যারা নবী সা. এর প্রতি ঈমান এনেছিল তাদেরকে দুই ধরণের শিক্ষা দেয়া হয়েছে৷ তা কি কি?

10. "নিদর্শনসমূহের সাথে জুলুম করে" মানে কি?

11. ফেরাউন শব্দের অর্থ কি?

12. কুরআনে হযরত মুসার ঘটনা বর্ণনা প্রসেংগে দুজন ফেরাউনের কথা বলা হয়েছে তাদের পরিচয় কি?

13. ইসরাঈলী ইতিহাসের হিসাব অনুযায়ী হযরত মুসা আ. কত খৃষ্টাব্দে ইনতেকাল করেন?

14. হযরত মুসা আ.কে দুটি জিনিসের দাওয়াত সহকারে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল তা কি কি?

15. “তুমি যদি কোন প্রমাণ এনে থাকো এবং নিজের দাবীর ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তা পেশ করো৷” ফেরাউনের এই বক্তব্যের প্রেক্ষিতে মুসা আ. দুইটি প্রমাণ পেশ করলেন, তা কি কি কুরআন থেকে উল্লেখ করুন।

16. যাকে কুরআনের পরিভাষায় আয়াত ও কালাম শাস্ত্রবিদদের পরিভাষায় মুজিযা বলা হয়ে থাকে-তা কোন জিনিস?

17. নিশ্চয়ই এ ব্যক্তি একজন অত্যন্ত দক্ষ যাদুকর-একথা কারা কাদেরকে বললো?

18. ফেরাউনের রাজত্বের সীমা কতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল?

19. কোন ব্যক্তির নিজেকে বিশ্ব প্রভু আল্লাহর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করার অবশ্যম্ভাবী পরিণতি কি দাঁড়ায়?

20.হযরত মূসার মুখ থেকে রিসালাতের দাবী শুনার সাথে সাথেই ফেরাউন ও তার রাষ্ট্র পরিচালকবর্গের মনে কোন ধরণের পরিবর্তনের আশংকা দেখা দেয়?

21. যদি আমরা বিজয়ী বই, তাহলে অবশি এর প্রতিদান পাবো তো? একথা কে কাদেরকে বলেছিল?

22. তারা বলতে লাগলোঃ আমরা ঈমান আনলাম বিশ্বজাহানের রবের প্রতি  এই তারা বলতে কারা? আর এই বর কার রব?

23. মুসা আ. এর বিরুদ্ধে যাদু প্রদর্শন করতে আসা যাদুকররা প্রতিযোগিতায় পরাজিত হবার পর সম্মিলিতভাবে কি সিদ্ধান্ত দিল?

24. মুসা আ. এর কাছে পরাজিত হওয়ার পর যাদুকররা যখন আল্লাহর প্রতি ঈমান আনলো, তখন তাদেকে সতর্ক করে ফেরাউন কি ঘোষনা করলো এবং এর জবাবে যাদুকররা কি বলেছিল? কুরআনের আলোকে জবাব দিন

25. যাদুকররা যাদু বিদ্যায় পরাজিত হয়ে ঈমান গ্রহণের পর ফেরাউনকে তার জাতির প্রধানরা কি বলে উত্তেজিত করেছিল? আর ফেরাউন তার জবাবে কি বলেছিল?

26. মুসা আ. এর জন্মের পূর্বে এবং নবুয়াত লাভের পর এই উভয় যুগের ফেরাউনদের বনী ইসরাঈলের প্রতি নির্যাতনের একটা কমন পদ্ধতি ছিল তা কি ছিল এবং এর উদ্দেশ্য কি ছিল?

27. ১৮৯৬ সালে মিসরের ধ্বংসাবশেষ খনন করে যে শিলালিপে পাওয়া যায়, তাতে যে ফিরাউনের কৃতিত্ব ও বিজয় ধারা বর্ণনা করা হয়েছে, সেই ফিরাউনের নাম কি?

28. “আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো৷ এ পৃথীবী তো আল্লাহরই৷ তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এর উত্তরাধিকারী করেন৷ আর যারা তাঁকে ভয় করে কাজ করে চুড়ান্ত সাফল্য তাদের জন্যে নির্ধারিত৷” একথা গুলো কে কাকে বলেছিলেন?

29. ফেরাউনের লোকদেরকে কয়েক বছর দূর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করা হয় কি উদ্দেশ্যে?

30. ফেরাউনের লোকদের উপর দুর্যোগ পাঠাতে পাঁচ ধরণের বস্তু প্রেরণ করা হয়, তা কি কি?

31. قُمَّلَ শব্দের কি কি অর্থ হতে পারে? সূরা আল আরাফে এই শব্দ ব্যবহারের কারণ কি?

32. তার পূর্ব ও পশ্চিম অংশকে তাদেরই করতালগত করে দিয়েছিলাম-বলতে কি বুঝানো হয়েছে?

33. হযরত মুসা আ. এর প্রথম খলিফার নাম কি?

34. মুসা আ. এর প্রথম খলিফা বনী ইসরাঈলীদের সাধারণ সমাবেশে প্রদত্ত তার শেষ ভাষণে মোট ৬টি পয়েন্টের উল্লেখ করেন তা কি কি?

35. বনি ইসরাঈল মুসা আ. এর অধীনে কত বছর শিক্ষা ও অনুশীলন লাভ করে এবং কত বছর তার খফিলা ইউশার অধীনে শিক্ষা ও অনুশীলন লাভ করে?

36. মুসা আ. সিনাই পাহাড়ে কতদিন ছিলেন? কি কারণে সেখানে এতো দিন অবস্থান করতে হয়?

37. মুসা আ. সিনাই পাহাড়ে গমনের সময় বনী ইসরাঈলকে যে জায়গায় রেখে যান, তা বর্তমান মানচিত্রে কি নামে পরিচিত?

38. আল রাহা প্রান্তরের পরিচয় কি?

39 .সিনাইয়ের উঁচু পর্বত এর উচ্চতা কতটুকু?

40. মুসা আ. যখন সিনাই পাহাড়ে গেলেন তখন কাকে তার প্রতিনিধি নিযুক্ত করে গেলেন? ঐ ব্যক্তির সাথে তার সম্পর্ক কি ছিল?

41. পাক পবিত্র তোমার সত্তা আমি তোমার কাছে তাওবা করছি এবং আমিউ সর্বপ্রথম মুমিন-এই দোয়া কে করেছিলেন এবং কখন করেছিলেন?

42. আমি সমস্ত লোকদের ওপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুওয়াতের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো৷ কাজেই আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো-এই কথা গুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?

43. মুসা আ.কে দুটি ফলকে লিখে দেয়া হলো কি লিখে দেয়া হলো?

44. ফলকে নির্দেশ লিখে দেয়ার পর মুসা আ.কে কি বলা হলো?

45. “তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যের অনুসরণ করার হুকুম দাও৷”  এর মানে কি?

46. “শীঘ্রই আমি তোমাদের দেখাবো ফাসেকদের গৃহ৷” এর মানে কি?

47. কোন প্রকার অধিকার ছাড়াই যারা পৃথিবীতে বড়াই করে বেড়ায়-মানে কি?

48. "বড়র আসন গ্রহণ করা" বা "বড়াই করে বেড়ানো" বাকাংশটি কুরআন মজিদে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

49. “আমার নিদর্শনসমূহকে যারাই মিথ্যা বলছে এবং আখেরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে” এখানে ব্যর্থ হয়ে গেছে অর্থ কি?

50. আল্লাহর দরবারে মানুষের সমস্ত প্রচেষ্টা ও কর্ম সফল হওয়া নির্ভর করে দুটি বিষয়ের উপর৷ তা কি কি?

51. কোন শর্ত দুটি পূর্ণ না হলে অনিবার্যভাবেই সমস্ত কৃতকর্ম পণ্ড বা বৃথা হয়ে যাবে?

52. মুসা আ. এর অনুপস্থিতে তার জাতির লোকেরা নিজেদের অলংকার দিয়ে কি তৈরী করেছিল?

53. বনী ইসরাঈলের কার্যকলাপে কারণে কোন কোন নবী নিজের জাতিকে এক ব্যভিচারী নারীর সাথে তুলনা করেছেন সেই ব্যভিচারী নারী বৈশিষ্ট কি?

54. একজন নবী, যিনি বনী ইসরাঈলের ফরমায়েশ অনুযায়ী তাদেরকে একটি সোনা বাছুর বানিয়ে দিলেন  বাছুরটি দেখে বনী ইসরাঈলীরা বলে উঠলো, হে বনী ইসরাঈল! এ তো তোমাদের খোদা-কুরআন মজীদ একাধিক স্থানে এটাকে মিথ্যা বর্ণনা বলে প্রতিবাদ করেছে প্রশ্ন হচ্ছেঃ কোন সে নবী, যার ব্যাপারে এই মিথ্যা বর্ণনা করা হয়েছে? প্রকৃতপক্ষে এই বাছুর কে বানিয়েছিল?

55. বনী ইসরাঈরীরা যাদেরকে আল্লাহর নবী বলে মানে তাদের মধ্য থেকে কাউকে কি না করে ছাড়েনি?

56. বনী ইসরাঈল যথন নৈতিক ও ধর্মীয় অধঃপতনের শিকার হলো এবং তাদের সাধারণ মানুষ থেকে শুরু করে কারা কারা গোমরাহী ও চরিত্রহীনতার সয়লাবে ভেসে গেলো?

57. হে আমার রব! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার অনুগ্রহের মধ্যে আমাদের দাখিল করে নাও, তুমি সবচাইতে বেশী অনুগ্রহকারী৷ এই দোয়া কে করেছিলেন?

58. মুসা আ. ৭০জনের জাতীয় প্রতিনিধি দল নিয়ে আল্লাহর সমীপে হাজির হওয়ার উদ্দেশ্য কি ছিল?

59. পরীক্ষা মাঝে মাঝে আসতে থাকে, এটা আল্লাহর একটি কর্ম কৌশল৷ পরীক্ষা নামক কর্ম কৌশলের মাধ্যমে কি করা হয়?

60. প্রমাণিত সত্য যে, পরীক্ষায় কারোর সফলকাম বা অসফল হওয়া আসলে কিসের উপর নির্ভর করে?

61. কাজেই তা আমি এমন লোকদের নামে লিখবো যারা নাফরমানী থেকে দূরে থাকবে, যাকাত দেবে এবং আমার আয়াতের প্রতি ঈমান আনবে৷-কি লিখা হবে?

62. (আজ তারাই এ রহমতের অংশীদার) যারা এ প্রেরিত উম্মী নবীর আনুগত্য করে-এখানে উম্মী নবী বলতে কার কোন নবীর কথা বলা হচ্ছে এবং এই দাওয়াত কাদের উদ্দেশ্য করে প্রদান করা হচ্ছে?

63. বনী ইসরাঈলীরা নিজেদের ছাড়া দুনিয়অর অন্য জাতিদেরকে কি বলতো?

64. তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে-একথা দ্বারা কি বুঝানো হয়েছে?

65. قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا হে মুহাম্মাদ ! বলে দাও ,হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য সেই আল্লাহর রসূল হিসেবে এসেছি  কুরআনে এরপর সেই আল্লাহর কর্তৃত্বাধীন চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা কি কি?

66. ﴿وَمِن قَوْمِ مُوسَىٰ أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ﴾ অধিকাংশ অনুবাদক এই আয়াতের অনুবাদ কিভাবে করেছেন, আর মাওলানা মওদূদী এই আয়াতের অনুবাদ কিভাবে করেছেন?

67. বনী ইসরাঈল জাতির আদম শুমারী কখন সম্পন্ন হয়?

68. “আর তার জাতিকে আমি বারোটি পরিবারে বিভক্ত করে তাদেরকে স্বতন্ত্র গোত্রের রূপ দিয়েছিলাম৷এখানে কোন ১২টি পরিবার বুঝানো হয়েছে?

69. মুসা আ. বনী ইসরাঈলকে ১২টি গোত্রে বিন্যাস্ত করার পর প্রত্যেকটি দলে একজন সরদার নিযুক্ত করেন এই সরদারদের দায়িত্ব কি ছিল?

70. হযরত ইয়াকুব আ. এর দ্বাদশতম পুত্রের নাম কি? হযরত মুসা আ. এর জন্ম কোন বংশে হয়েছিল?

71. আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের উপর তিনটি বিশেষ অনুগ্রহ করেন তা কি কি?

72. হিত্তাতুন ,হিত্তাতুন বলতে বলতে যাও এবং শহরের দরজা দিয়ে সিজদানত হয়ে প্রবেশ করতে থাকো-এই নির্দেশটি কাদেরকে দেয়া হয়েছিল?

73. আয়লা বা আয়লাত বা আয়লুত নাম জায়গাটির পরিচয় দেয়ার জন্য পাঁচটি উল্লেখ্য কথা রয়েছে যে কোন ৩টি বলুন

74. সাবত শব্দের অর্থ কি? বনী ইসরাঈলের জন্য এই সাবতে তিনটি বিষয় নিষিদ্ধ ছিল তা কি কি এবং এই নিষেধাজ্ঞা লংঘনের শাস্তি কি ছিল?

75. এ তিনটি দললে মধ্যে থেকে একমাত্র তৃতীয় দলটিকেই বাচিয়ে নেয়া হয়েছিল। বনী ইসরাঈলের জনপদের এই তিন ধরণের লোক কারা ছিল?

76. তায়াজ্জানা শব্দের অর্থ কি?

77. তারা দুনিয়ার ন্যায়-ইনসাফ,সত্য-সততার পতাকাবহী এবং কল্যাণ ও সুকৃতির অগ্রপথিক ও পদপ্রদর্শক হবার পরিবর্তে কি হয়ে রইল?

78. وَالدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ এই আয়াতের একটি অনুবাদ হলোঃ ১৩০  আখারাতের আবাস তো আল্লাহর ভয়ে ভীত লোকদেরই জন্য ভালআরেকটি অনুবাদ কি হতে পারে?

79. আল্লাহর ভয়ে ভীত লোকদের জন্যে তো আখেরাতের আবাসই ভাল- একথার মর্ম কি?

80. আল্লাহ বলেনঃ নিসন্দেহে এহেন সৎকর্মশীল লোকেদের কর্মফল আমি নষ্ট করবো না৷ কোন দুইটি কাজ করলে আল্লাহ কর্মফল নষ্ট করবেন না?

81. বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদরে বংশধরদের বের করার পর তাদের নিজেদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ কি প্রশ্ন করেছিলেন? আর জবাবে কি বলা হয়েছিল?

82. বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদরে বংশধরদের বের করার পর তাদের নিজেদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, তার দুইটি উদ্দেশ্য ছিল একটি উদ্দেশ্য হলোঃ যাতে কিয়ামতের দিন বনী আদম না বলে সে, আমরা তো একথা জানতাম নাঅপর উদ্দেশ্যটি কি?

83. সৃষ্টির সুচনা লগ্নে আল্লাহর সামনে আমি কি তোমাদের রব নই? তার জবাবে মানুষ বলেছিলঃ হ্যাঁ  এই অংগীকারের কথা আমাদের চেতনা ও স্মৃতিপটে থেকে উধাও হয়ে গেছে তাকে কেমন করে আমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে গণ্য করা যেতে পারে?

84. সভ্যতা, সংস্কৃতি, নৈতিক ও ব্যবহারিক জীবনের সকল বিভাগে মানুষ আজ পর্যন্ত যা কিছুর উদ্ভব ঘটিয়েছিল তা সবই আসলে কোথায় প্রচ্ছন্ন ভাবে বিরাজিত ছিল?

85. কোন শিক্ষা, অনুশীলন, পরিবেশের প্রভাব ও আভ্যন্তরীন চেষ্টা-সাধনার বলে কোনক্রমেই সৃষ্টি করা সম্ভব নয় এটি একটি জাজ্বল্যমান সত্য৷ তা কোন জিনিস?

86. নবীগণ, আসমানী কিতাবসমূহ ও তাদের আনুগত্যকারী সত্যের আহবায়কদের সবাই যে দায়িত্বই পালন করে এসেছেন৷ কুরআনে তাদেকে, তাদের কাজকে ৪টি শব্দাবলীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা কি কি?

87. নবীগণ, কিতাবসমূহ ও সত্যের আহবায়কগণ মানুষের মধ্যে কোন নতুন জিনিস সৃষ্টি করেন না তাহলে তারা কি কি করেন?

88. মূর্খতা, অজ্ঞতা, ইন্দ্রিয় লিপ্সা, স্বার্থপ্রীতি এবং মানুষ ও জিনের বংশদ্ভুত শয়তানদের বিভ্রান্তিকর শিক্ষা ও প্ররোচনা জ্ঞানকে কি করে এবং কি করার প্রচেষ্টা চালিয়েছে?

89. মূর্খতা, অজ্ঞতা, ইন্দ্রিয় লিপ্সা, স্বার্থপ্রীতি এবং মানুষ ও জিনের বংশদ্ভুত শয়তানদের বিভ্রান্তিকর শিক্ষা ও প্ররোচনা জ্ঞানকে সবসময় দাবিয়ে রাখার, বিপথগামী ও বিকৃত করার প্রচেষ্টা চালিয়েছে৷ এর ফল কি হয়েছে?

90. বিভ্রান্তি ও ভ্রষ্টতার সমুদয় শক্তির সম্মিলিত প্রচেষ্টা সত্তেও কোন জিনিস মানুষের হৃদয়পটে কোন না কোন পর্যায়ে অক্ষুণ্ন থেকেছে?

91. সেদিন অপরাধীরা একথা বলবে না, আমরা মুর্খ ছিলাম অজ্ঞ ছিলাম, আমরা গাফেল ছিলামতাহলে তারা কি কথা বলতে বাধ্য হবে?

92. দেখো, এভাবে আমি নিদর্শনসমূহ সুষ্পষ্টভাবে পেশ করে থাকি-একথার অর্থ কি?

93. আর এ জন্য করে থাকি যাতে তারা ফিরে আসে- একথার অর্থ কি?

94. আল্লাহ ও তাঁর রসূলের উৎকৃষ্টতম নৈতিক মানও এ ক্ষেত্রে প্রনিধানযোগ্য-এই প্রনিধানযোগ্য বিষয়টা কি?

95. আর হে মুহাম্মাদ! এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো যাকে আমি দান করেছিলাম আমার আয়াতের জ্ঞান৷ কিন্তু সে তা যথাযথভাবে মেনে চলা থেকে দূরে সরে যায়৷ এখানে সেই ব্যক্তি বলতে বিভিন্ন মুফাস্সির তিনজন ব্যক্তির নাম উল্লেখ করছেন। সেই ব্যক্তিগন কারা?

96. কুকুরের স্বভাব কি? মাত্র দুইটি শব্দের মাধ্যমে উল্লেখ করুন

97. দুনিয়া পূজারী ব্যক্তি যখন জ্ঞান ও ঈমানের বাঁধন ছিড়ে ফেলে প্রবৃত্তির অন্ধ লালসার কাছে আত্মসমর্পন করে এগিয়ে চলতে থাকে, তখন তার অবস্থা কেমন হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না?

98. আল্লাহ যাকে সুপথ দেখান এবং যাকে আল্লাহর নিজের পথনির্দেশনা থেকে বঞ্চিত করেন-এই দুই পক্ষের পরিণতি কি কি হয়ে থাকে?

99. আর এটি একটি অকাট্য সত্য যে, বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি৷ ঐসব জিন আর মানুষের পাঁচটি বৈশিষ্ট কি কি?

100. মানুষ আল্লাহর নাম স্থির করার ব্যাপারে যে ভুল করে থাকে কেন?

101.  'ইলহাদ' শব্দের অর্থ কি?

102. "ভাল ভাল নাম" বলতে কোন ধরণের নাম বুঝায়?

103. কিসের ভিত্তিতে মানুষ নিজের ভাষায় কোন জিনিসের নাম রাখে?

104. ধারণা ও কল্পনায় গলদ থাকলে তা কিসের মাধ্যমে ফুটে উঠে?

105. কিসের ভিত্তিতে মানুষের সম্পর্ক বিভিন্ন জিনিসের সাথে গড়ে উঠে?

106. মানুষ আল্লাহর নাম স্থির করার ব্যাপারে যে ভুল করে থাকে, তা কিসের ফলশ্রুতিতে হয়?

107. তাদের ভাই তাদেরকে যা কিছু বুঝাচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্যবস্থা ও আল্লাহর সৃষ্টিলোকের প্রতিটি অনুকণিকা তারই সত্যতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে৷ এখানে তাদের ভাই বলতে কাকে বুঝানো হয়েছে?

108. তাদের ভাই তাদেরকে যা কিছু বুঝাচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্যবস্থা ও আল্লাহর সৃষ্টিলোকের প্রতিটি অনুকণিকা তারই সত্যতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে৷ এখানে তাদের ভাই তাদেরকে চারটি বিষয় বুঝাচ্ছেন, তা কি কি?

109. আল্লাহ যাকে পথনির্দশনা থেকে বঞ্চিত করেন তার জন্যে আর কি নেই?

110. তারা তোমাকে জিজ্ঞেস করছে, কিয়ামত কবে ও কখন হবে? এর উত্তর কি?

111. কিয়ামতের সঠিক তারিখ একমাত্র কে বলতে পারে?

112. রাসূল যদি গায়েবের খবর রাখতেন, তাহলে মাওলানা মওদূদীর ভাষায় দুইটি ফায়দা হতো তা কি কি?

113. মানুষ আল্লাহর কাছে দোয়া করেঃ যদি তুমি আমাদের একটি ভাল সন্তান দাও তাহলে আমরা তোমার শোকরগুজারী করবো  কিন্তু যখন আল্লাহ তাদেরকে একটি সুস্থ -নিখুঁত সন্তান দান করেন,তখন তারা কি করে?

114. গর্ভবস্থায়, সুস্থ, সবল ও নিখুঁত অবয়বধারী শিশু ভুমিষ্ঠ হবার ব্যাপারে আল্লাহর ওপরই পূর্ণ ভারসা করা হয়৷ কিন্তু সেই আশা পূর্ণ হয়ে যদি চাঁদের মত ফুটফূটে সুন্দর শিশু ভূমিষ্ঠ হয়, তাহলেও জাহেলী কর্মকাণ্ড নবতর রূপ নিয়ে আত্মাপ্রকাশ করে৷ তা কিভাবে?

115. শিশুকে এমন সব নামে অভিহিত করা হয় যেন মনে হয় সে আল্লাহর নয়, বরং অন্য কারোর অনুগ্রহের ফল৷ উদাহরণ হিসাবে তাফহীমুল কুরআনের আলোকে ৫টি নাম অর্থসহ উল্লেখ করুন।

116. আবদুল হারেস অর্থ কি?

117. বিখ্যাত কাব্যগ্রন্থ ‘মুসাদ্দাস’ এর লেখকের নাম কি?

118. তাদের পক্ষে কাউকে সঠিক পথ দেখানো এবং নিজেদের অনুগামী ও পূজারীদেরকে পথের সন্ধান দেয়া তো দূরের কথা, তারা তো কোন পথপ্রদর্থকের অনুসরণ করারও যোগ্যতা রাখে না৷ এমন কি কোন আহবানকারীর আহবানের জবাব দেবার ক্ষমতাও তাদের নেই৷ এই অবস্থা কার?

119. শিরক আশ্রিত ধর্মগুলোয় তিনটি জিনিস আলাদা আলাদা পাওয়া যায়  তা কি কি?

120. আমার সহায় ও সাহায্যকারী সেই আল্লাহ যিনি কিতাব নাযিল করেছেন এবং তিনি সৎ লোকদের সহায়তা করে থাকেন৷ একথাটা কিসের জবাব?

121. মুশরিকরা নবী সা.কে কি কথা বলে হুমকী দিতো?

122. আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা নবী সা. কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন ও সৎকাজের উপদেশ দিতে থাকার আদেশ দেয়ার সাথে সাথে আরো একটি কাজ করতে নিষেধ করছেন তা কি?

123. প্রকৃতপক্ষে যারা মুক্তাকী, তাদেরকে যদি কখনো শয়তানের প্রভাবে অসৎ চিন্তা স্পর্শও করে যায় তাহলে তারা তখনই কি করে এবং কি দেখতে পায়?

124. ইসলামের আহবায়কের জন্যে যে গুণগুলো সবচেয়ে বেশী প্রয়োজনীয় সেগুলোর মধ্যে প্রথমটি কি?

125. ইসলামের আহবায়কের কাজের জন্য বিষতুল্য ৪টি বিষয় কি কি?

126. রাসূল সা. বলেছেন, তাঁর রব তাঁকে হুকুম দিয়েছেন ৪টি বিষয়। তা কি কি?

127. রাসূল সা. ইসলামের কাজে নিজের পক্ষ থেকে যাদেরকে পাঠাতেন, তাদেরকে যে বিষয়গুলো মেনে চলার নির্দেশ দিতেন, তা কি?

128. আল্লাহ নিজে নবী সা. এর গুণের প্রশংসা করে কি বলেছেন, কুরআনের আয়াতের আলোকে তাফহীমুল কুরআনের ভাষায় বাংলাতে জবাব দিন।

129. সত্যের দাওয়াতের সাফল্যের মূলমন্ত্র কি?

130. সত্যের এ দাওয়াতের ক্ষেত্রে যেখানে একদিকে ন্যায় ও কল্যাণ অনুসন্ধানীদেরকে সৎকাজের দিকে উদ্ধুদ্ধ করা জরুরী, সেখানে মূর্খরা যতই সংঘর্ষ ও বিরোধ সৃষ্টি করার চেষ্টাই করুক কি না করা অপরিহার্য?

131. ইসলামের আহবায়কের উচিত একমাত্র কাদেরকে সম্বোধন করা?

132. যখন কোন ব্যক্তি নিরেট মূর্খের মত ব্যবহার শুরু করে দেয় তর্ক বিতর্ক গোয়ার্তুমি, ঝগড়-ঝাটি ও গালিগালাজের পর্যায়ে মেনে আসে তখন আহবায়কের কি করা উচিত?

133. যখন কোন ব্যক্তি নিরেট মূর্খের মত ব্যবহার শুরু করে দেয় তর্ক বিতর্ক গোয়ার্তুমি, ঝগড়-ঝাটি ও গালিগালাজের পর্যায়ে মেনে আসে তখন আহবায়কের তার প্রতিদ্বন্দ্বীর ভুমিকায় অবতীর্ণ হতে অস্বীকার করা উচিত কেন?

134. সত্যের আহবায়ক যখনই বিরোধিদের জুলুম, নির্যাতন ও অনিষ্টকর কার্যকলাপ এবং তাদের মূর্খতা প্রসূত অভিযোগ-আপত্তির কারণে মানসিক উত্তেজনা অনুভব করতে তখনই তার কি বুঝে নেয়া উচিত?

135. আহবায়কের মনের দুয়ারে শয়তানের আবেদন অধিকাংশ সময় কোন ধরণের মোড়কে আবৃত হয়ে আসে?

136. হে নবী! যখন তুমি তাদের সামনে কোন নিদর্শন (অর্থাৎ মুজিযা) পেশ করো না তখন তারা বলে, তুমি নিজের জন্য কোন নিদর্শন বেছে নাওনি কেন? কাফের এ প্রশ্নের এ প্রশ্নের মধ্যে একটি সুস্পষ্ট বিদ্রুপর ভাব ফুটে উঠেছিল তাদের কথাটা অর্থ কি ছিল?

137. মুজিজার পরিবর্তে আল্লাহ তার রাসূলের কাছে কি পাঠিয়েছেন? এর মধ্যে কি আছে?

138. মুজিজার পরিবর্তে আল্লাহ যে কুরআন পাঠিয়েছেন, তার প্রধানতম বৈশিষ্ট কি?

139. যখন কুরআন, তোমাদের সামনে পড়া হয়, তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থাকো-এই কথা দ্বারা কি নির্দেশ প্রদান করা হয়েছে?

140. যখন কুরআন, তোমাদের সামনে পড়া হয়, তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে৷- এ আয়াত থেকে পরোক্ষভাবে কি বিধান পাওয়া যায়?

141. নামাযের মধ্যে ইমাম যখন কুরআন তেলাওয়াত করতে থাকেন তখন মুকতাদীদের কি করা উচিত?

142. নামাযের মধ্যে ইমাম যখন কুরআন তেলাওয়াত করতে থাকেন তখন মুকতাদীদের নীরবে শোনা উচিত৷-বিষয়ে ইমাম আবু হানিফা রাহ. ও তার সাথীদের মত কি?

143. নামাযের মধ্যে ইমাম যখন কুরআন তেলাওয়াত করতে থাকেন তখন মুকতাদীদের নীরবে শোনা উচিত৷-বিষয়ে চার ইমামের ৩টি মত কি?

144. হে নবী! তোমার রবকে স্মারণ করো সকাল-সাঁঝে-এখানে স্মরণ করা মানে কি?

145. হে নবী! তোমার রবকে স্মারণ করো সকাল-সাঁঝে-এখানে সকাল সাঁঝে মানে কি?

146. দুনিয়ায় যা কিছু গোমরাহী ছড়িয়েছে এবং মানুষের নৈতিক চরিত্রে ও কর্মকাণ্ডে যে বিপর্যয়ই সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ কি?

147. যে ব্যক্তি নিজেও সঠিক পথে চলতে চায় এবং দুনিয়ার অন্যান্য মানুষকেও তদনুসারে চালাতে চায়, তাকে কি করতে হবে?

148. শ্রেষ্ঠত্বের অহংকার করা ও রবের বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নেয়া কার কাজ এবং এর ফল কি?

149. আল্লাহর সমানে ঝুঁকে পড়া এবং তাঁর বন্দেগীতে অবিচল থাকা-কোন ধরণের কাজ? এই কাজে লাভ কি?

150. মহিমা ঘোষণা করে-মানে কি?

151. কুরআন মজিদের মোট কতটি স্থানে সিজদার আয়াত এসেছে? সিজদার আয়াত পড়লে বা শুনলে বিধান কি?

152. সিজদার আয়াত পড়লে সিজদা করা সম্পর্কে ইমাম আবু হানিফার মতামত কি?

153. সিজদার আয়াত তেলাওয়াত করে বা শুনে সিজদা করার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রা. এর আমল সম্পর্কে ইমাম বুখারী রাহি. কি লিখেছেন?

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।