দ্বীন কায়েমের পথে যদি
থাকো
কারো কথায় হৃদয় ভেঙো
নাকো।।
বললো কে কী কান পেতো না
তাতে
ভার করো না হৃদয় কারো
ঘাতে
সকল ব্যথা সইতে হবে
সকল ভারই বইতে হবে
আসবে নেমে ভীষণ
দুর্বিপাকও।।
তোমার যদি আকাশ না হয় মন
কোথায় তবে ঠাঁই পাবে
দুশমন?
ভালোবেসে কাছে টানো আগে
এবার গোলাপ ফোটাও
হৃদয়বাগে
নবীর প্রিয় শিক্ষা নিয়ে
উন্নত সেই দীক্ষা নিয়ে
পথ হারাদের আপন করে
ডাকো।।
কথাঃ নুরুজ্জামান শাহ
সুরঃ সাইফুল্লাহ মানছুর
শিল্পীঃ মাহবুব রিয়াজ, ফারহান রাকিব, শাহাদাত রাকিব
সহ-শিল্পীঃ মাহবুব আনান, আল রুমান, হাফেজ
মাসুম
অভিনয়ঃ ফারুক আহমেদ, হাসিবুর রহমান, নাজমুল ইসলাম, নাজমুল
হুদা, সাদ্দাম হোসাইন, মোজাম্মেল হক
অডিও মাষ্টারঃ আহমেদ রাসেল
ডিওপিঃ সজল শরিফ
লাইটঃ মিরন
পোস্টার ডিজাইনঃ সাইমুন শাওন
স্পন্সরঃ কাউছার আহমেদ মারুফ
বিশেষ ধন্যবাদঃ মাসুদ সাঈদী
উৎসর্গঃ সাজিদ
ডিরেক্টরঃ হাসিবুর রহমান হাসিব
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।