প্রশ্নোত্তর - রাহে আমল ২য় খন্ড-আল্লামা জলীল আহসান নদভী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

June 03, 2022

প্রশ্নোত্তর - রাহে আমল ২য় খন্ড-আল্লামা জলীল আহসান নদভী

 


রাহে আমল-২য় খন্ডঃ আল্লামা জলীল আহসান নদভী

(১৫৪টি প্রশ্ন)

রাহে আমল-২য় খন্ডঃ শুরু থেকে ১৩৩ পৃষ্টা

০০১. বিদায় হজ্জের ভাষণে রাসুল সা. প্রদত্ত বক্তব্যের বিবরণ অনুযায়ী তিনটি জিনিসকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন, যেমন পবিত্র আজকের দিন, শহর এবং মাস কোন তিনটি জিনিসকে পবিত্র ঘোষণা করেছেন?

০০২. জারীর ইবনে আব্দুল্লাহ রা. রাসূলুল্লাহ সা. এর হাতে তিনটি শর্তে বাইআত গ্রহণ করেন শর্ত তিনটি কি কি?

০০৩. বাইআত শব্দের অর্থ বিক্রি করে দেয়া এর অর্থ কি?

০০৪. প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা অর্থ কি?

০০৫. রাসূল সা. বলেছেন, তোমরা একটি দেহের মতো দেখতে পাবে। কোন কোন ক্ষেত্রে দেহের মতো?

০০৬. মুসলিম জাতির একটি স্বতন্ত্র ও স্থায়ী গুণ কি?

০০৭. রাসূল সা. বলেছেনঃ মুসলমান মুসলমানের জন্য অট্টালিকা স্বরূপ যার একটি অংশ অপর অংশকে শক্তি যুগিয়ে থাকে  এই কথা বলার পর রাসূল সা. কি করলেন?

০০৮. মুসলমান মুসলমানের জন্য অট্টালিকা স্বরূপ-কথাটি চারটি ব্যাখ্যা কি কি?

০০৯. এক মুমিন অন্য মুমিনের আয়না এবং এক মুমিন অন্য মুমিনের ভাই। বিধায় সে কি করবে?

০১০. এক মুমিন অপর মুমিনের জন্য আয়না-এর অর্থ কি? 

০১১. তুমি তোমার ভাইয়ের সাহায্য করো। চাই সে যালিম হোক বা মযলুম। প্রশ্ন হলোঃ মযলুম হলে সাহায্য করবো। কিন্তু যালিম হলে কিভাবে সাহায্য করবো?

০১২. যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন মিটাবে, কোন মুসলিমকে বিপদমুক্ত করবে এবং কোন মুসলিমের দোষ গোপন রাখবে-তার প্রতিদান বা পুরস্কার কি পাবে?

০১৩. যে মহান সত্তার হাতে রাসূল সা. জীবন তার শপথ করে রাসূল সা. বলেছেনঃ কোন ব্যক্তি মুমিন হতে পারবেনা-প্রশ্ন হচ্ছেঃ কখন মুমিন হতে পারবে না?

০১৪. এক মুসলিম অপর মুসলিমের ভাই অতএব মুসলিমের করণীয় কি?

০১৫. কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে ঈর্ষা বোধ করবেন আম্বিয়া ও শহীদনগন সেই সব সৌভাগ্যবান ব্যক্তি কারা?

০১৬. কিয়ামতের দিন আল্লাহর নিকট যাদের মর্যাদা দেখে ঈর্ষা বোধ করবেন আম্বিয়া ও শহীদগন, তারা কিয়ামতের দিন তারা ৪টি অবস্থায় থাকবে, তা কি কি?

০১৭. غِبْطُ  শব্দটি হিংসা দ্বেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে রাহে আমল গ্রন্থে বর্ণিত হাদীসে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

০১৮. কোন ব্যক্তি জন্য তার ভাইয়ের সাথে কতদিনের বেশী সমভাবে সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েয নয় যে, রাস্তায় দেখা হয়ে গেলেও একজন অপরজন হতে মুখ ফিরিয়ে রাখবে? এই দুইজনের মাঝে কে উত্তম?

০১৯. দুজন মুসলমানের মধ্যে মনোমালিন্য দেখা দিলে এ শয়তানী তিক্ততার অবসান ঘটবে কিভাবে?

০২০. রাসূলুল্লাহ সা. বলেছেন তোমরা খারাপ ধারণা পোষণ করা হতে বিরত থেকো  খারাপ ধারণা প্রসূত কথা কি?

০২১. রাসূল সা. খারা ধারণা পোষণ করা হতে বিরত থাকার নির্দেশ দিয়ে আরো ৫টি খারাপ কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন।  তা কি কি?

০২২. যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছো, কিন্তু ঈন এখনো অন্তরে পৌছেনি-তাদের প্রতি রাসূল সা. ৩টি নসিহত করেন তা কি কি?

০২৩. মেরাজে গিয়ে রাসূল সা. দেখলেন একদল লোক, যাদের নখগুলো পিতলের নখের মতো  এ নফ দ্বারা দারা নিজেদের চেহারা ও বুক খামচাচ্ছিলো তাদের অপরাধ কি ছিল? এই অপরাধের অর্থ কি?

০২৪. একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি অধিকার আছে যে কোন ৩টি অধিকার উল্লেখ করুন

০২৫. আস্সালামু আলাইকুম-এটা কেবল শব্দের উচ্চারণ নয়, তাহলে এটা কি?

০২৬. শুভেচ্ছা ও কল্যাণ কামনার অর্থ কি?

০২৭. তাশমীত শব্দের অর্থ কি? তাশমীতের জবাবে আমরা আরবীতে কি বলবো?

০২৮. ইয়ার হামুকাল্লাহ শব্দের মাধ্যমে আমরা ৩টি দোয়া করি। তা কি কি?

০২৯. রাসূল সা. এর নির্দেশ হচ্ছেঃ সৎ ও ভালো কোন লোকের দোষ-ত্রুট হলে ক্ষমা করে দিতে হবে। কিন্তু এই নির্দেশটি হুদুদ সংক্রান্ত ব্যাপারে নয় তাহলে হুদুদ মানে কি? উদাহরণ সহ উল্লেখ করুন

০৩০. শরীয়ত কর্তৃক নির্ধারিত শাস্তি সমূহকে কি বলা হয়?

০৩১. রাসূল সা. কিয়ামতের দিন আল্লাহর আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করবেন?

০৩২. রাসূল সা. একটি রুগ্ন উটের নিকট দিয়ে যাওয়ার সময় কি নসিহত করেছেন?

০৩৩. তোমরা যখন উর্বর ও শস্য-শ্যামল এলাকা ভ্রমণ করবে, তখন ভূমি হতে উটকে তার হক প্রদান করবে। ভূমি হতে উটকে তার হক প্রদান করা মানে কি?

০৩৪. পশু জবাই করার সময় করণীয় ও বর্জনীয় বিষয় শাদ্দাদ ইবনে আউস রা. বর্ণিত হাদিসের আলোকে উল্লেখ করুন

০৩৫. কোন জিনিস হত্যার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে? পাখীর হক কি?

০৩৬. আমোদ প্রমোদের উদ্দেশ্যে শিকার করা ইসলামে নিষিদ্ধ। আমোদ-প্রমোদের উদ্দেশ্যে শিকার করার অর্থ কি?

০৩৭. সাহাবাদের কর্তৃক পিপড়ার ঘর পুড়িয়ে দেয়ার প্রেক্ষিতে আল্লাহর রাসূল সা. কি বললেন?

০৩৮. এক ব্যক্তি কূপ হতে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার কাজটি অত্যন্ত পছন্দ করে তার সকল গুনাহ মাফ করে দিলেন। সেই লোকটি কুপ থেকে কিভাবে পানি সংগ্রহ করেছিল?

০৩৯. যার অন্তরে কনা পরিমাণও অহংকার থাকবে, তার পরিণাম কি?

০৪০. মানুষ চায় তার কাপড়-চোপড় জুতা-মোজা সুন্দর হোক। তাহলে এটাও কি অহংকারের অন্তর্ভূক্ত। এ মানসিকতার পোষণকারীও কি জান্নাত হতে বঞ্চিত থাকবে? এমন প্রশ্নের জবাবে রাসূল সা. কি বলেছেন?

০৪১. যার অন্তরে কনা পরিমাণও অহংকার থাকবে তাহলে অহংকারের অর্থ কি?

০৪২. ‘আলজাযারীইউশব্দের অর্থ কি?

০৪৩. ‘আলজাযারীইউকোন ধরণের ব্যক্তিকে বলা হয়?

০৪৪. কিয়ামতের দিন আল্লাহ কোন ব্যক্তির প্রতি তাকাবেন না?

০৪৫. রাসূল সা. বলেছেনঃ তোমরা যা ইচ্ছা খাও এবং যা ইচ্ছা করো সাথে তিনি আরো দুইটি জিনিস না করার জন্য বলেছেন, তা কি?

০৪৬. এমন একটি কাজ যা জেনে শুনে করা রাসূল সা. বলেছেন এই কাজ করার ফলে সে নিঃসন্দেহে দ্বীন হতে বেরিয়ে গেল কাজটা কি?

০৪৭. জেনে শুনে কোন অত্যাচারী ও যালিমকে সাহায্য-সহযোগিতা করা কিসের পরিপন্থী কাজ?

০৪৮. কিয়ামতের দিন সালাত, সওম এবং যাকাত সহ আল্লাহর দরবারে এমন ব্যক্তি হাজির হবে যেম গলি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কারো মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, কাউকে হত্যা করেছে বা অন্যায় ভাবে প্রহার করেছে-এমন ধরণের ব্যক্তি আল্লাহর রাসূল কি বলেছেন?

০৪৯. মযলুম আল্লাহর নিকট তার অধিকার কামনা করে থাকে আর আল্লাহ কোন হকদারকে তার অধিকার হতে বঞ্চিত করেন না বিধায় রাসূল সা. এর নসিহত কি?

০৫০. সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে পরাজিত করতে পারে। তাহলে শক্তিশালী কে?

০৫১. ক্রোধ কিসের ফল? ক্রোধের উদ্রেক হলে কি করতে হবে?

০৫২. ক্রোধ শয়তানী কুমন্ত্রণার ফল। কিন্তু কোন ক্ষেত্রে ক্রোধের অগ্নিশিখা প্রজ্জলিত না হওয়া ঈমানের দূর্বলতার পরিচায়ক?

০৫৩. দাড়ানো অবস্থায় যদি কোন ব্যক্তির মধ্যে ক্রোধের উদ্রেক হয়, তাহলে তার করণীয় কি? এরপরও যদি রাগ না কমে, তাহলে কি করবে?

০৫৪. আল্লাহর কাছে কোন বান্দা অধিক প্রিয়? এই প্রশ্ন কে কাকে করেছিলেন? উত্তরে কি বলা হয়েছিল?

০৫৫. যে ব্যক্তি নিজের জিহবাকে সংযত রাখবে, যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং যে ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, তাদের সকলের জন্য রয়েছে পৃথক পৃথক প্রতিদান তা কি কি?

০৫৬. তিন বস্তু মুমিনের চরিত্রিক গুণাবলীর অন্তর্ভূক্ত। তা কি কি?

০৫৭. বিনিময় যদি প্রচু ধন-সম্পত্তিও লাভ হয়, তবুও আল্লাহর রাসূল সা. পছন্দ করেন না-এমন কাজ কি?

০৫৮. চারটি অভ্যাস বা খাসলাত যার মাঝে আছে, সে পাক্কা মুনাফিক সেই চারটি অভ্যাস কি কি?

০৫৯. সবচেয়ে মারাত্মক বিশ্বাসঘাতকতা বা খিয়ানত কি?

০৬০. ছোট সন্তানদের কিছু দেবার বাহানা করে ঢেকে আনার পর যদি তাকে কিছু না দেয়া হয়, তাহলে তার পরিণাম কি?

০৬১. ধ্বংস ও বিফলতা কোন ব্যক্তির জন্য?

০৬২. কোন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সা. জান্নাতের সাধারণ কক্ষসমূহের একটির দায়িত্ব গ্রহণ করেছেন?

০৬৩. কোন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সা. জান্নাতের মধ্যস্তরের একটি পক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন?

০৬৪. কোন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সা. জান্নাতের উঁচু স্তরে একটি পক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন?

০৬৫. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যে জিনিসটি অধিক ভারী হবে তা কি?

০৬৬. আল্লাহর কার প্রতি শত্রুতা পোষণ করেন?

০৬৭. উত্তম চরিত্রের ব্যাখ্যা করত গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেছেন?

০৬৮. কোন ধরনের আচরণ দূমুখো নীতির অন্তর্ভূক্ত?

০৬৯. কার মুখে কিয়ামতের দিন আগুনের দু’ঠি জিহবা থাকবে?

০৭০. গীবত কাকে বলে? রাসূল সা. এর ভাষায় জবাব দিন

০৭১. তুমি যা বলো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই সেটা গীবত বা পরনিন্দ। আর যদি তা না থাকে, তাহলে তা কি? শরীয়তে তাকে কি বলে?

০৭২. গীবত ব্যাভিচার হতে অধক জঘণ্য কি করে হতে পারে?

০৭৩. অপরের কুৎসা বর্ণা করার অপরাধে ক্ষতিপুরণের উপায় কি কি?

০৭৪. স্বগোত্রীয় লোকদের প্রতি ভালবাসা পোষণ করা জাতীয়তাবাদের অন্তর্ভূক্ত নয় তাহলে জাতীয়তাবাদ কি?

০৭৫. কোন উট কুয়ায় পতিত হচ্ছে আর এক ব্যক্তি তার লেজ ধরে আছে। ফলে সেও উটের সাথে কুয়ায় পতিত হলো-এই উদাহরণটি কার বেলায় প্রযোজ্য?

০৭৬. রাসূল সা. বলেছেন, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়  যে মানুষকে ডাকে, যুদ্ধ করে, মৃত্যুবরণ করে প্রশ্ন হচ্ছে, কিসের দিকে ডাকে, কিসের জন্য যুদ্ধ করে এবং কিসের উপর মৃত্যুবরণ করে?

০৭৭. রাসূল সা. তিনবার বললেনঃ আফসূস! তুমি তোমার ভাইয়ের গলা কেটি ফেললে লোকটি কি করেছিল?

০৭৮. কখন আল্লাহ ক্রোধান্বিত হন আর এ কারণে আরশ প্রকম্পিত হয়ে উঠে?

০৭৯. রাসূল সা. ফজরের নামাযের পর দাড়িয়ে তিনবার ঘোষনা করলেন দুইটি কাজের কথা-যা সমপর্যায়ের গোনাহ কাজ দুইটি কি কি?

০৮০. কোন ব্যক্তি যখন তার ভাইয়ের সাথে ওয়াদা করে এবং তা পালনের নিয়তও করে কিন্তু শেষ পর্যন্ত তা পালনে সক্ষম না হয় তাহলে তার হুকুম কি?

০৮১. নাম্মামুন-শব্দের অর্থ কি? তার পরিণাম কি?

০৮২. রাসুল সা. দুটো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ উভয় কবরবাসীর উপর আযাব হচ্ছে। ঐ কবর দুটো বাসিন্দার অপরাধ কি কি ছিল?

০৮৩. রাসূল সা. বলেছেনঃ তোমরা নিজেদেরকে হিংসা হতে রক্ষা করো কারণ হিংসা কি করে?

০৮৪. একজন অপরিচিত মহিলার উপর হঠাৎ দৃষ্টিপাত হলে রাসূল সা. এর নসিহত অনুযায়ী কি করতে হবে?

০৮৫. بُعْثْتُ لِأُتَمِّمَ حُسْنَ الأَخْلاَقِ  অর্থ কি? রাহে আমল বইয়ের আলোকে লিখুন

০৮৬. উত্তম চরিত্রে ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেছেন?

০৮৭. মুয়ায বিন জাবাল রা.কে ইয়ামানের প্রেরণের সময় রাসূল সা. সর্বশেষ উপদেশ কি দিয়েছিলেন?

০৮৮. আশাজ্জকে উদ্দেশ্য করে রাসূল সা. বলেছিলেনঃ নিঃসন্দেহে তোমার মধ্যে এমন দূ’টি প্রশংসনীয় সৌন্দর্য বিদ্যমান যা আল্লাহর নিকট খুবই প্রিয়।  সৌন্দর্য দুটি কি কি?

০৮৯. আবদুল কায়েস গোত্রের লোকজন মদীনায় পৌছে রাসূল সা. এর সাক্ষাতে দৌড়ে আসে। ধুলাবালি তখনও তাদের চোখেমুখে। তারা গোসল না করে, আসবাবপত্র না গুছিয়ে রাসূলের খেদমতে উপস্থিত হয়। কিন্তু তাদের নেতা এভাবে আসেননি। তাহলে তিনি কিভাবে আসেন?

০৯০. সাদাসিদের জীবন যাপন করা মুমিনের বৈশিষ্ট্য ও গুনাবলীর অন্তর্ভূক্ত এই সম্পর্কে আল্লাহর রাসূল সা. কি বলেছেন?

০৯১. আল্লাহ যখন তোমাকে ধন-সম্পদ দান করেছেণ তখন তার নেয়ামত নিদর্শনও তোমার শরীরে প্রকাশ পাওয়া উচিত একথার ব্যাখ্যা কি?

০৯২. এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.কে জিজ্ঞেস করেছিল, ইসলামের কোন কাজটি উত্তম? রাসুলুল্রাহ সা. বললেনঃ গবীর-মিসকীনদেরকে খাবার দেয়া। সাথে রাসূল সা. আরেকটি কাজ বললেন, তা কি?

০৯৩. তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না তোমরা মুমিন হবে রাসূলুল্লাহ সা. কথা অনুযায়ী মুমিন হতে হলে কি করতে হবে?

০৯৪. এমন কাজ, যা করলে একে অপরকে ভালবাসবে। কাজটি কি?

০৯৫. কোন দুইটি জিনিসের হেফাজতের জামিন হলে রাসূল সা. জান্নাতের জামিন হবেন?

০৯৬. মানব দেহের অত্যন্ত দূর্বল ও বিপদজ্জনক অঙ্গ। যার মাধ্যমে আক্রমন রচনা করতে শয়তানের বেশ সুবিধা। যার মাধ্যমে সর্বাধিক গোনাহ সংঘটিত হয়। এই অঙ্গ দূ’টির নাম কি?

০৯৭. মানুষ তার মুখ হতে এমন কথা প্রকাশ করে যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে থাকে এভাবে মানুষ আল্লাহর অসন্তুষ্টিজনক কথাও বেপরোয়াভাবে মুখ থেকে বের করে বসে, যা তাকে জাহান্নামের দিকে ঠেলে দেয় এই উক্তির উদ্দেশ্য কি?

০৯৮. এ ব্যক্তি আমাদেরকে বলেন, আল্লাহর ইবদাত করো। তাঁর ক্ষমতা ও আনুগত্যে কাউকে শরীক করো না। তেমাাদরে পূর্বপুরুষদের যে আদীদা-বিশ্বাস ছিলো এবং সে অনুযায়ী তারা যে সমস্ত কাজকর্ম করতে তা পরিত্যাগ করো তিনি আমাদেরকে সালাত কায়ৈম করতে, সত্য কথা বলতে, পবিত্র জীবন যাপন করতে এবং আত্মীয় স্বজনের হক আদায় করতে নির্দেশ দেন এই কথামালা কে বলেছিলেন? কার প্রশ্নের জবাবে বলেছিলেন?

৯৯. রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট রাসূল সা. এর দ্বীনের দাওয়াত সম্বলিত পত্র যখন পৌছে, তখন তিনি কোথায় অবস্থান করছিলেন?

১০০. আপনি কে? . নবী কি? . কি দায়িত্ব সহকারে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেনএই তিনটি প্রশ্ন রাসূল সা. কে কে করেছিলেন? জবাবে রাসূল সা. কি কি জবাব দিয়েছিলেন?

১০১. কি দায়িত্ব সহকারে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন-এমন প্রশ্নের জবাবে রাসূল সা. এর উত্তর কি ছিল?

১০২. আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্কের সঠিক ভিত্তি কি?

১০৩. মানুষের মধ্যে সম্পর্কের সঠিক ভিত্তি কি?

১০৪. নবী-রাসূলগনের দাওয়াতের ভিত্তি দু’টি কি কি?

১০৫. ইরানের সেনাপতির ভূল ধারণা অপনোদন করতে গিয়ে মুগিরা ইবনে শো’বা কি বলেছিলেন?

১০৬. সে দ্বীন কি? তার পরিচয় দাও। এমন প্রশ্নের জবাবে মুগিরা রা. কি বলেছিলেন?

১০৭. আল্লাহর কসম এ দ্বীনকে তিনি বিজয়ী করবেনই এমন কি কোন সফরকারী সানআ থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমন করবে অথচ আল্রাহ ছাড় পথিমধ্যে আর কারুরই ভয় থাকবে না……….. কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো এই কথাটি কাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল সা. বলেছিলেন?

১০৮. সানআ ও হাজরা মাউত জায়গা দূটি কোথায় অবস্থিত?

১০৯. তিন ব্যক্তি যদি কোন জঙ্গলেও বসবাস করে তবুও তাদের মধ্যে কিভাবে অবস্থান করা জায়েয নয়?

১১০. নেকড়ে বকরীর দল হতে বিচ্ছিন্ন ও একা চলাচলকারী বকরীকে শিকার করে নেয়  মানুষের জন্য নেকড়ে স্বরূপ কি?

১১১. যে ব্যক্তি জান্নাতের মাঝখানে নিজের ঘর বানাতে চায়, তাকে কি করতে হবে?

১১২. আল জামায়াত বলতে কোন ধরণের অবস্থা বুঝায়?

১১৩. আল জামায়াত না থাকলে কি করতে হবে?

১১৪. রক্ষক ও দায়িত্বশীল অর্থ কি?

১১৫. যে ব্যক্তি মুসলামদের যাবতীয় সামষ্টিক ব্যাপারে দায়িত্বশীল হবার পরও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তার পরিণাম কি?

১১৬. যে দায়িত্বশীল মুসলমানদের জন্য কল্যাণকার কিছু করেনি, নিজের কল্যাণের জন্য যেভাবে প্রচেষ্টা চালিয়েছে অপরের কল্যাণার্থে তা করেনি, কিয়ামতের দিন তার শাস্তি কি হবে?

১১৭. তার উপর আল্লাহর অভিসম্পাত আল্লাহর তার কোন দান দক্ষিণা গ্রহণ করবেন না অবশেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে-কে সে?

১১৮. হযরত উমর রা. লোকদের উদ্দেশ্যে বলেন, তাদের প্রতি উনার হক রয়েছে। তা কি?

১১৯. আল্লাহর কাছে নেতার কোন গুণ অধিক প্রিয় আর কোন দোষ অধিক অপছন্দনীয়?

১২০. আসসামউ ওয়াততাআতু শব্দের অর্থ কি?

১২১. দায়িত্বশীল ব্যক্তির কথা শুনা ও মানা মুসলিম ব্যক্তির জন্য অবশ্যই কর্তব্য, সে হুকুম তার পছন্দমতো হোক বা না হোক। তবে এতে একটি শর্ত রয়েছে। শর্তটি কি?

১২২. শুভেচ্ছা ও কল্যাণ কমানার নাম কি? শুভেচ্ছা ও কল্যাণ কামনা করার জন্য?

১২৩. নসীহাত শব্দটি কোন কোন শব্দের বিপরীত অর্থে ব্যবহৃত হয়?

১২৪. মুসলমানদের সামষ্টিক কাজের দায়িত্বশীলদের জন্য কল্যাণ কামনা অর্থ কি?

১২৫. এক ব্যক্তি এক সম্মেলনে হযরত উমর রা. এর বক্তব্যের বিরোধিতা করলে এক ব্যক্তি আমীরের প্রতি খেয়াল করে তাকে বিরত রাখতে চাইলে হযরত উমর রা. তাকে কি বলেছিলেন?

১২৬. উমর রা. বলেছেনঃ উমরের নিকট না আছে কোন কৌশল আর না আছে কোন শক্তি যদি কোন শক্তি থেকেই থাকে তাহলে তা কি?

১২৭. আগামীতে আপনারা এরূপ চিঠি লেখা হতে বিরত থাকবেন না কেননা আমি সর্বদা আপনাদের এরূপ কল্যাণকর চিঠির মুখাপেক্ষী এই কথা কে কার চিঠির জবাবে লিখেছিলেন?

১২৮. কে ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করলো?

১২৯. বিদআতী কে?

১৩০. মুনাফিককে নেতা বলে অভিহিত করার পরিণাম কি?

১৩১. মুনাফিককে নেতা বলো না-একথা অর্থ কি?

১৩২. কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে বা সেবা করতে যাওয়া যাবে না?

১৩৩. বনী ইসরাঈল যখন আল্লাহর নাফরমানীর কাজ করতে শুরু করলো। আলেম সম্প্রদানয় তাদেরকে এ কাজ হতে বিরত থাকতে বললো। তারা বিরত হলো না। তার আলেম সম্প্রদায় তাদেরকে বয়কট করার পরিবর্তে একে একে কি করলো?

১৩৪. কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নাড়ীভূড়ি আগুনের মাঝেই বেরিয়ে আসবে।  পশু যেমন ঘানির চারিদিকে ঘুরাফেরা করে, সে ঐ নাড়িভুড়ি সহ আগুনের মাঝে তেমনভাবে চলাফেরা করবে। কি অপরাধের কারণে তাকে এমন শাস্তি দেয়া হবে?

১৩৫. নবী সা. মিরাজে গিয়ে দেখলেন, কিছু লোক যাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হচ্ছিল। তারা কারা?

১৩৬. মানুষ কামনা করে লোকেরা তাকে উত্তম লোক হিসেবে স্মরণ করুক। সেজন্য করণীয় কি?

১৩৭. আপনি আমাকে কি কাজ করার নির্দেশ দিচ্ছেন-হারমালা রা. এর জিজ্ঞাসার জবাবে রাসূল সা. দুইটি কাজ করতে বললেন। তা কি কি?

১৩৮. ইবনে আব্বাস রা. বলেছেনঃ যদি তুমি মনে করো যে কুরআনের তিনটি আয়াত কর্তৃক তোমার অপমানিত হবার কোন আশংকা নেই তাহলে অবশ্যই তুমি দ্বীনের দাওয়াতের কাজ করবে।  আয়াত তিনটির অনুবাদ কি কি?

১৩৯. ইবনে আব্বাস রা. এর মতে যে কুরআনের তিনটি আয়াতের উপর আমল করতে পারেনা, সে অপরের নিকট দ্বনের দাওয়াত  তথা আমর বিল মারুফ এবং নাহী আনিল মুনকারের কাজ করার আগে কি করা উচিত?

১৪০. জ্ঞান দুই প্রকার। তা কি কি এবং কোন প্রকারের জ্ঞান কি কাজে আসে?

১৪১. আল্লাহ যাকে বিশেষ কল্যাণ দান করতে চান, তাকে কি দান করেন?

১৪২. কোন বস্তু সকল কল্যাণের উৎস?

১৪৩. কার জন্য আল্লাহ জান্নাতের রাস্তু সুগম করে দেন?

১৪৪. যে সব লোক আল্লাহর ঘর সমূহের যে কোন একটিতে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ এবং পর্যালোচনা করেন, তাদের উপহার কি বা তাদেরকে কি প্রদান করা হয় কিংবা তাদের মর্যাদা কি?

১৪৫. রাসূল সা. মসজিদে এসে দেখলেন দুই দল লোক দুই ধরণের আমল করছে। তিনি দুই দলের কাজকেই ভাল কাজ বা নেক কাজ আখ্যায়িত করে তিনি যে দল অপর দল হতে উত্তম সে দলের সাথে বসে গেলেন।  সেই দল কি কাজ করতেছিল?

১৪৬. আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. সপ্তাহে একদিন মানুষকে ওয়ায নসিহত করতেন। প্রতিদিন করতেন না-মানুষ বিরক্ত হবে মনে করে।  তিনি সপ্তাহে কোন দিন ওয়ায করতেন?

১৪৭. আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর নসিহত অনুযায়ী সাপ্তাহে সর্বোচ্চ কয়দিন নসিহত করা যায়?

১৪৮. মানুষের সর্বোত্তম মাল যার প্রতি তার আন্তরিক টান আছে তা গ্রহণ করো না-এই নির্দেশ কে কাকে কখন দিয়েছিলেন?

১৪৯. যাকাত আদায়কারী রাসূল সা. এর নির্দেশ অনুযায়ী যাকাত গ্রহণ করতে এক ব্যক্তির নিকট থেকে বৃদ্ধ, বাচ্চাহীন এবং ত্রুটিযুক্ত কয়েকটি উট বেছে নিলেন।  এই অবস্থা দেখে যাকাত প্রদানকারী ব্যক্তি কি বললেন?

১৫০. রাসূল সা. যখন কোন কথা বলতেন, তখন প্রয়োজন বোধে তিনবার কেন বলতেন?

১৫১. লোকের সামনে কোন ধরণের জিনিস উপস্থাপন করা দাওয়াত বিফল করে তোলার নামান্তর?

১৫২. রাসূলুল্লাহ সা. এর বক্তৃতা ও বর্ণনার বৈশিষ্ট কি ছিল?

১৫৩. মনের অবস্থার বিরুদ্ধে কিছু শুনাতে গেলে সে অন্ধ হয়ে যায় এবং একথা কবুল করতে অস্বীকৃতি জানায়। তাই কথা বলতে কি লক্ষ রেখে কথা বলতে হবে?

১৫৪. আলী রা. এর বর্ণনা অনুযায়ী সবচেয়ে বিজ্ঞ আলেমের তিনটি বৈশিষ্ট কি কি?

 📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুনটেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।