অনুবাদঃ
আর তাদের
কর্মপদ্ধতি এমন হয় যে, তারা আল্লাহকে
প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে প্রদানকৃত প্রতিশ্রুতি মজবুত করে
বাঁধার পর ভেঙে ফেলে না।
তাদের
নীতি হয়,
আল্লাহ যেসব সম্পর্ক ও বন্ধন অক্ষুন্ন রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুন্ন রাখে, নিজেদের রবকে ভয়
করে এবং তাদের থেকে কড়া হিসাব না নেওয়া হয় এই ভয়ে সন্ত্রস্ত থাকে।
তাদের
অবস্থা হয় এই যে, নিজেদের রবের
সন্তুষ্টির জন্য তারা সবর করে, নামাজ কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো
দিয়ে মন্দ দূরীভূত করে। আখেরাতের গৃহ হচ্ছে তাদের জন্যই। অর্থাৎ এমন সব বাগান যা
হবে তাদের চিরস্থায়ী আবাস। (সূরা রাদ : ২০-২২)
দারসুল কুরআনের বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
সূরা রাদ এর ৮ও ৯ নং আয়াতের দারস আছে?
ReplyDeleteএখানে চেক করুনঃ https://www.amarpriyobanglaboi.com/p/blog-page_34.html
Delete