প্রেরণার বাতিঘরঃ শহীদ আবদুল মালেক স্মরণিকা
প্রকাশনায়ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
প্রেরণার বাতিঘরঃ শহীদ আবদুল মালেক স্মরণিকা পিডিএফ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শহীদ আবদুল মালেক নিকষ কালিমা ভরা আকাশে এক
ধ্রুব তারার নাম। মালেকের সার্থীরা তাঁর সম্পর্কে বলেন, “আমরা সাহাবীদের দেখিনি কিন্তু আবদুল মালেক ভাইয়ের
অনাড়ম্বর জীবন যাপনের দিকে তাকালে সাহাবীদের প্রতিচ্ছবি আমাদের সামনে ভেসে উঠতো।”
আলহামদুলিল্লাহ সেই কীর্তিমান পুরুষের জীবন ও কর্ম নিয়ে এই স্মরণিকা প্রেরণার
বাতিঘর আমাদের বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। মালেক ভাই ছিলেন তুখোড় মেধাবী
ছাত্রনেতা। তাঁর শাহাদাতও হয়েছে মেধা বিকাশের সঠিক পন্থা আবিষ্কার করা তথা ইসলামী
শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে। শহীদ আবদুল মালেক ১৯৬৯ এর ২ আগস্ট ঢাকা
বিশ্ববিদ্যালয়ে নিপা আয়োজিত মুক্ত আলোচনা সভায় Milton প্রদত্ত শিক্ষার সংজ্ঞাটির বিশ্লেষণ করে বলেন, 'Harmonious
development of body, mind and soul
কখনো
কোন আদর্শের ভিত্তি ছাড়া হতে পারে না।'
এই
উন্নয়ন যে আদর্শের উপর ভিত্তি করে হবে সে অনুযায়ী শিক্ষিত সমাজ সংশ্লিষ্ট
আদর্শেরই প্রতিফলন ঘটায়। Oxford
Dictionary প্রদত্ত
অর্থানুযায়ী শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানার্জন করা। আমরা মনে করি একটি সভ্য
জাতি গঠনের জন্য সেই জাতির শিক্ষার ভিত্তি ইসলামী মূল্যবোধের উপর গড়ে ওঠা উচিত।
তা না হলে মানুষের সমাজ হয়ে যায় Brutal Society. আমাদের সমাজের মানিক, বাঁধন-রাসেল, অফিসগামী
কর্মকর্তার দিগম্বর হয়ে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে নামাজী
ছাত্রদের নির্যাতন তার-ই বাস্তব প্রমাণ। এ কথাগুলোই বলতেন শহীদ আবদুল মালেক তাঁর
কথায় ও লেখনীতে। মালেক ভাইয়ের সেদিনের সেই দুঃসাহসী ঘোষণা আজো ইথারে ভাসছে ।
তিনি বলেছিলেন, 'আমার প্রিয় ক্যাম্পাসের
ছাত্রদেরকে ইসলামের দিকে আমার ডান হাত দিয়ে ডাকবো, ইসলামের
শত্রুরা যদি আমার ডান হাতটি কেটে ফেলে তাহলে বাম হাত দিয়ে ডাকবো। ওরা যদি আমার
বাম হাত কেটে ফেলে দুটো পা নিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইসলামের সুমহান
আদর্শের দিকে ডাকবো। ওরা যদি আমার দুটো পাও কেটে ফেলে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও
এই ক্যাম্পাসের প্রতিটি ছেলেকে ইসলামের দিকে ডাকবো। ওরা যদি আমার চলার গতিকেও
স্তব্ধ করে দেয় তাহলে আমার যে দুটি চোখ বেঁচে থাকবে সে চোখ দুটি দিয়ে হলেও
ছাত্রদেরকে ইসলামের প্রতি ডাকবো। আমার চোখ দুটিকেও যদি ওরা উপড়ে ফেলে তাহলে
হৃদয়ের যে চোখ রয়েছে তা দিয়ে হলেও আমি আমার জীবনের শেষ গন্তব্য জান্নাতের দিকে
তাকিয়ে থাকবো।” শহীদ মালেকের রেখে যাওয়া সে কাজ আমার, সে
কাজ আমাদের সকলের। সচেতন ছাত্রসমাজের প্রতি আমার আকুল আবেদন, আসুন
মালেক ভাইয়ের সেই অকুতভয় বিপ্লবী ঘােষণার সাথে কণ্ঠ মিলাই-তিনি বলেছিলেন, বিশ্বের
সমস্ত শক্তি আল্লাহর দেয়া জীবন বিধানকে পৃখিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে।
আমরা মুসলমান যুবকেরা বেঁচে থাকতে তা হতে পারে না।
মু: জাহিদুর রহমান
সভাপতি,
বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ।
শহীদ আব্দুল মালিক : প্রেরণায় ভাস্বর এক কিংবদন্তীঃ আতিকুর রহমান
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।