দারসুল কুরআন - সূরা আন-নাহলঃ আয়াত ৮৯
আল কুরআন দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তির শ্রেষ্ঠ পথনির্দেশনাঃ
হাফেজ মুহাম্মাদ রাশেদুল ইসলাম
﴿وَيَوْمَ
نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا
بِكَ شَهِيدًا عَلَىٰ هَٰؤُلَاءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا
لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ﴾
সরল অনুবাদঃ
(হে মুহাম্মাদ! এদেরকে সেই দিন সম্পর্কে
হুঁশিয়ার করে দাও) যেদিন আমি প্রত্যেক উম্মাতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে
একজন সাক্ষী দাঁড় করিয়ে দেবো, যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য
দেবে এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য আমি তোমাকে নিয়ে আসবো। (আর এ সাক্ষ্যের
প্রস্তুতি হিসেবে) আমি এ কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যা
সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে এবং যা সঠিক পথনির্দেশনা, রহমত
ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির নত করে দিয়েছে। (সূরা নাহল : ৮৯)
গুরুত্বপূর্ণ শব্দসমূহের অর্থঃ
يَوۡمَ (দিন/কিয়ামতের
দিন/শেষ বিচারের দিন), نَبۡعَثُ (আমরা উঠাবো/দাঁড় করিয়ে দেবো), اُمَّةٍ (উম্মাহ/সম্প্রদায়), شَهِيۡدًا (একজন সাক্ষী), اَنۡفُسِهِمۡ (তাদের নিজেদের), نَزَّلۡنَا (আমরা নাজিল করেছি), الۡكِتٰبَ (কিতাব/কুরআন), تِبۡيَانًا (সুস্পষ্ট বর্ণনা করা), هُدًى (হিদায়াত/পথনির্দেশনা), رَحۡمَةً (রহমত/অনুগ্রহ), بُشۡرٰى (সুসংবাদ/বিচার শেষে
জান্নাতের পুরস্কারের ঘোষণা), مُسۡلِمِيۡنَ (আত্মসমর্পনকারীগণ/আনুগত্যের শির নতকারীগণ)।
মৌলিক ৩টি শব্দঃ
১. يَوۡمَ (দিন/কিয়ামতের দিন/শেষ বিচারের দিন)। ২. شَهِيۡدًا (একজন সাক্ষী)।
৩. الۡكِتٰبَ (কিতাব/কুরআন)।
সূরা ও আয়াত সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ সূরার নাম : নাহল
(মৌমাছি) পারা নম্বর : ১৪ (অত্র পারার শেষ সূরা মনজিল : ৩ (অত্র মনজিলের শেষ সূরা)
কুরআনুল কারীমে সূরাটির অবস্থান : ১৬ সূরায় মোট রুকু সংখ্যা : ১৬ আমাদের আলোচ্য
আয়াতটি যে রুকুতে : ১২ সূরায় মোট আয়াত সংখ্যা : ১২৮ আলোচ্য আয়াত নম্বর : ৮৯ সিজদাহ
সংখ্যা : ১টি (৫০ নং আয়াত) অবতীর্ণের সময় : হিজরতের পূর্বে (মাক্কী) পূর্ববর্তী
সূরা : সূরা আল হিজর (১৫ নম্বর) পরবর্তী সূরা : সূরা বনি ইসরাঈল/আল ইসরা (১৭
নম্বর)
বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুন।
আরো দারসুল কুরআনের এর জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।