দারসুল কুরআনঃ সূরা আল জুমুয়াঃ আয়াত ০৯-১০
হালাল উপার্জন ও আল্লাহর স্মরণঃ হাফেজ মুহাম্মাদ রাশেদুল ইসলাম
﴿يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ
فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ
إِن كُنتُمْ تَعْلَمُونَ﴾
﴿فَإِذَا
قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ﴾
সরল অনুবাদঃ
৯) হে
লোক সকল,
যারা ঈমান এনেছো, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত
হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমরা অনুধাবন করতে।
১০) তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূ-পৃষ্ঠে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। (সূরা জুমআ : ৯-১০)
সূরা ও আয়াত সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণঃ
সূরার নাম : জুমআ, পারা নম্বর : ২৮, কুরআনুল কারিমে সূরাটির অবস্থান : ৬২, সূরায় মোট রুকু সংখ্যা : ২, আমাদের আলোচ্য
আয়াতগুলো যে রুকুতে : ২য়, সূরায় মোট আয়াত
সংখ্যা : ১১, আলোচ্য আয়াত নম্বর : ৯-১০, অবতীর্ণের সময় : হিজরতের পরে (মাদানি), পূর্ববর্তী সূরা : সূরা সফ (৬১ নম্বর), পরবর্তী সূরা : সূরা মুনাফিকুন (৬৩ নম্বর)
বিস্তারিত
পড়ার জন্য এখানে ক্লিক করুন।
আরো দারসুল কুরআনের এর জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।