আলোচনা - দ্বিধাহীন নির্ভেজাল আনুগত্যই সাফল্যের চাবিকাঠি - আতিকুর রাহমান - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 08, 2022

আলোচনা - দ্বিধাহীন নির্ভেজাল আনুগত্যই সাফল্যের চাবিকাঠি - আতিকুর রাহমান

 


ভূমিকা
ইসলামী সংগঠনের শৃঙ্খলার মূল উপাদান হচ্ছে আনুগত্য।আনুগত্যই সংগঠনের চালিকা শক্তি বা প্রানশক্তির ভুমিকা পালন করে থাকে।যে সংগঠনে আনুগত্য নেই,সে সংগঠনে শৃংখলা নেই।আর শৃঙ্খলা যদি না থাকে,তাহলে সংগঠনে বহু লোকের ভিড় জমলেও এর কোন মূল্য হয়না।যেমনি মূল্য নেই প্রাণহীন একটি সুন্দর সুঠাম দেহের।ইসলামী রাষ্ট্র পরিচালনা বা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ইসলামী আইন ও সংবিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত সংগঠনের যে সকল লোককে ইসলামী নেতৃত্বের বিশিষ্ট গুণাবলীর পরিপ্রেক্ষিতে উন্নত মানের ইলম ও তাকওয়ার অধিকারী হবার কারণে নেতৃত্বের পদে নির্বাচন করা হয়সৎকর্মসমূহে তাঁদের আনুগত্য করা শরীয়তের অত্যধিক গুরুত্বপূর্ণ ফরজ ও ওয়াজিবসমূহের অর্ন্তভুক্ত।
আনুগত্য কি ?
আনুগত্য শব্দটি বাংলা।এর আরবী হচ্ছে এতায়াত;এ্রর বিপরীত হল মাছিয়াত বা এছইয়ান।যার দ্বারা নাফরমানী করা,হুকুম অমান্য করা বুঝায়।আনুগত্য শব্দটি অনুগত হওয়া,মান্য করা,মেনে চলা,স্বতঃস্ফুর্ত অনুসরণ,আদেশ-নিষেধ পালন করা,অক্ষরে অক্ষরে পালন করা,মাথা পেতে নেয়া,কথা মত চলা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়।
এছাড়া আনুগত্য শব্দটি তিনটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়-
১. সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া
২. কুরবানী করা।যেমন-মতের কুরবানী,অর্থের কুরবানী,সময়ের কুরবানী,শ্রমের কুরবানী,আরাম-আয়েশের কুরবানী।কুরবানী করার মানসিকতা থাকলেই সঠিকভাবে আনুগত্য করা যায়।
৩. উচ্চতর শক্তি বা ব্যক্তির আদেশ মানা।
পরিভাষায় আল্লাহ ও রাসূল (সা) কে নিরঙ্কুশ মেনে নিয়ে ইসলামী সংগঠনের যাবতীয় মারূফ কাজে নিজের মতামতকে কুরবানী করে দিয়ে সন্তুষ্টি চিত্তে আল্লাহ ও রাসূলের নির্দেশ মেনে চলাকে আনুগত্য বলে।প্রকৃত আনুগত্য বা প্রকৃত এতায়াত হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে চলা।
আনুগত্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
১. আনুগত্য করা ফরজ,ইহা আল্লাহর নির্দেশ।
আল্লাহ বলেন  হে ঈমানদারগণ!আনুগত্য কর আল্লাহর,আনুগত্য কর রাসূলের এবং সেসব লোকেরও যারা তোমাদের মধ্যে সামগ্রিক দায়িত্বসম্পন্ন,অতঃপর তোমাদের মধ্যে যদি কোন ব্যাপারে মতবিরোধের সৃষ্টি হয় তবে তা আল্লাহর ও রাসূলের দিকে ফিরিয়ে দাও,যদি তোমরা প্রকৃতই  আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাক।এটাই সঠিক কর্মনীতি এবং পরিণতির দিক দিয়েও এটাই উত্তম।(সূরা আন নিসাঃ৫৯)।
এ তিন ধরণের আনুগত্য হচ্ছে ওয়াজিব। এর মধ্য থেকে কোন একটির আনুগত্য পরিহার করলে মুসলমান ক্ষতির সম্মুখীন হয়।
২. আনুগত্য আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়।
আল কোরআনের ঘোষণা হচ্ছে-হে নবী!আপনি বলে দিন,তোমরা যদি আল্লাহর প্রতি ভালবাসা পোষণ কর তবে আমার আনুগত্য কর,তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন,আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়ালু।(সূরা আলে ইমরানঃ৩১)
৩. আনুগত্য আল্লাহর নেয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গী বানায়।
আল্লাহ বলেন-যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে ঐ সব লোকদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন।(সূরা নিসাঃ৬৯)
৪. আনুগত্য ঈমানের অপরিহার্য দাবি।
আল কোরানের ঘোষণা হচ্ছে-ঈমানদার লোকদের বক্তব্য তো এই যে,যখন তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে ডাকা হবে এজন্য যে,রাসূল (সা)তাদের মামলা মুকাদ্দামার ফায়সালা করে দিবেন,তখন তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম।(সূরা নূরঃ৫১)
৫. আনুগত্য হেদায়াত প্রাপ্তির পূর্বশর্ত।
আল্লাহ বলেন-যদি তোমরা রাসূলের আনুগত্য কর তাহলে হেদায়াত প্রাপ্ত হবে।আর রাসূলের দায়িত্ব হল শুধুমাত্র দীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া।(সুরা নুরঃ৫৪)
৪. আনুগত্য মুমিনের সফলতার হাতিয়ার।
আল্লাহর ঘোষণা-ঐসব লোকেরাই সফলকাম যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং তাঁর নাফরমানী থেকে দূরে থাকে।(সূরা নূরঃ৫২)
৬. আনুগত্য হচ্ছে জান্নাত প্রাপ্তির অন্যতম উপায়।
হযরত আবু হুরায়রা (রা) হতে বর্নিত,রাসূল (সা) বলেছেন-যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো,আর যে ব্যক্তি আমার বিরোধিতা করলো সে আমাকে অস্বীকার করলো।(বুখারী)
৭. আমীরের আনুগত্যের মাধ্যমে আল্লাহ ও রাসূলের আনুগত্য পরিপূর্ণ হয়।
হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হাদীসে রাসূল (সা) বলেছেনযে আমার এতায়াত বা আনুগত্য করল,সে আল্লাহরই আনুগত্য করল।আর যে আমার হুকুম আমান্য করল,সে আল্লাহর হকুমই আমান্য করল।অনুরূপভাবে যে আমীরের আনুগত্য করল,সে আমারই আনুগত্য করল।আর যে আমীরের আদেশ অমান্য করল,সে প্রকৃতপক্ষে আমারই আদেশ অমান্য করল।(বুখারী ও মুসলিম)।
৮. আনুগত্য সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তি।
হযরত ওমর ফারুক (রা) বলেনসংগঠন ব্যতীত ইসলাম নেই,আর নেতৃত্ব ব্যতীত সংগঠন নেই এবং আনুগত্য ব্যতীত নেতৃত্ব নেই।(আসার)
হযরত হারিছ আল আশয়ারী (রা) হতে বর্ণিত হাদীসে রাসূল (সা)আমাদেরকে যে ৫ টি কাজের নির্দেশ দিয়েছেন সেখানে জামায়াতবদ্ধ বা ইসলামী সংগঠনে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নেতার কথা শুনা ও আনুগত্য করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।(আহমদ,তিরমিযী)
৯. জাহেলিয়াতের মৃত্যুরূপ থেকে বাঁচার জন্য নেতৃত্বের আনুগত্য আবশ্যক।
হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত,তিনি বলেন,আমি রাসূল (সা) কে বলতে শুনেছি,যে ব্যক্তি আমীরের আনুগত্যকে অস্বীকার করতঃ ইসলামী সংগঠন পরিত্যাগ করল এবং সে অবস্থায় মারা গেল,সে জাহেলিয়াতে আচ্ছন্ন অবস্থায় মৃত্যু বরণ করল।(মুসলিম)
১০. শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচার জন্য।
রাসূল (সা) বলেছেন-দলছুট একটি বকরীকে স্বীকার একটি বাঘের জন্য যেমন সহজ তেমনি সহজ সংগঠনের বাহিরে থাকা একজন মোমিনকে নিজের স্বীকারে পরিণত করা।
আনুগত্যের ব্যাপারে কোরআন ও হাদীসের সংক্ষিপ্ত এই আলোচনা থেকে এ কথা প্রতীয়মান হয় যেইসলামী দল ও সংগঠনের পরিচালক ও নেতৃবৃন্দ সাধারণ দুনিয়াপরস্ত রাজনৈতিক দলসমূহের সভাপতিসহ-সভাপতি ও তাঁদের উপদেষ্টাগণের সমপর্যায়ভুক্ত নন। বরং এখানে পরিচালকবৃন্দ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যগন একটি বিশেষ দ্বীনি শরীয়তভিত্তিক মর্যাদার অধিকারী। তাঁদের অধিকার ও কর্তব্যসমূহও সাময়িক সুযোগ-সুবিধার ভিত্তিতে নয় বরং দ্বীন ও শরিয়তের ভিত্তিতে নির্ধারিত। এ কারনে তাঁদের আনুগত্যের ব্যাপারটি ঠিক সাধারন রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের আনুগত্যের সমপর্যায়ভুক্ত নয়।
আনুগত্যের ভিত্তি
আনুগত্যের ভিত্তি হল ঈমান।এ প্রসঙ্গে আল্লাহ বলেন  হে ঈমানদারগণ!আনুগত্য কর আল্লাহর,আনুগত্য কর রাসূলের এবং সেসব লোকেরও যারা তোমাদের মধ্যে সামগ্রিক দায়িত্বসম্পন্ন।(সূরা নিসাঃ৫৯)
যার ঈমান যত পরিচ্ছন্ন ও নির্ভেজাল তার আনুগত্য তত পরিচ্ছন্ন ও নির্ভেজাল।অন্য কথায়,যার আনুগত্য যত পরিচ্ছন্ন ও মজবুত বুঝতে হবে তার ঈমান ততটা সুন্দর ও মজবুত।ঈমানের মজবুতির উপরই মূলত আনুগত্যের মজবুতি নির্ভর করে।
আনুগত্যের নিয়ম
১. আনুগত্য হতে হবে মনের ষোলআনা ভক্তি-শ্রদ্ধা,পূর্ণ আন্তরিকতা,নিষ্ঠা ও স্বতঃস্ফুর্ত প্রেরণা সহকারে।
আনুগত্যে বিষয়টির সাথে স্বতঃস্ফুর্ততা ওৎপোত ভাবে জড়িত।বিপদে পড়ে বা পরিস্থিতির কারণে মনের বিরুদ্ধে আনুগত্য করা উচিত নয়।আল কোরআনে রাসূল (সা)কে উদ্দেশ্য করে আল্লাহ বলেন-যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল।আর যে ব্যক্তি তা হতে মুখ ফিরাল,তা যাই হোক না কেন,আমি আপনাকে তাদের উপর পাহারাদার বানিয়ে প্রেরণ করিনি।(সূরা আন নিসাঃ৮০)।
২. কোন প্রকারের কৃত্রিমতা বা দ্বিধা-দ্বন্ধ,সংকোচ-সংশয়ের কোন ছাপ বা পরশ এতে থাকতে পারবেনা।
আল্লাহ বলেন-আপনার রবের কসম!তারা কখনও ঈমানদার হতে পারবেনা যতক্ষণ না তাদের পারস্পরিক ঝগড়া-বিবাদ,মামলা-মুকাদ্দামার ব্যাপারে একমাত্র আপনাকেই ফায়সালা দানকারী হিসেবে গ্রহণ করবে,অতঃপর আপনার দেয়া সিদ্ধান্তের প্রতি তাদের মনে দ্বিধা-সংশয় থাকবেনা এবং ঐ সিদ্ধান্ত  সর্বোত্তম উপায়ে মাথা পেতে নেবে।(সূরা আন নিসাঃ৬৫)।
মনে রাখতে হবে আনুগত্যের ক্ষেত্রে কৃত্রিমতা মুনাফিকের পর্যায়ে পড়ে যেতে পারে।আল্লাহ বলেন-বলে দিন হে নবী!কসম খেয়ে আনুগত্য প্রমাণের তো কোন প্রয়োজন নেই।আনুগত্যের ব্যাপারটা তো খুবই পরিচিত ব্যাপার।সন্দেহ নেই,আল্লাহ তোমাদের আমল সম্পর্কে আবগত আছেন। (সূরা নূরঃ৫৩)।
৩. ব্যক্তির পরিবর্তনে কারনে আনুগত্য ব্যবস্থাকে মেনে চলার ক্ষেত্রে কোন প্রকার পরিবর্তন আসতে পারেনা।
কোন আন্দোলনের ব্যাপকতর অবস্থায় দায়িত্ব গ্রহণকারী একটি বড় দলের ব্যক্তিবর্গের মধ্যে কতক উচ্চমানেরকতক নিম্নমানেরকারুর জ্ঞান অধিককারুর তাকওয়া অধিককেউ বর্তমান যুগের বিশেষ বিষয়সমূহে অধিক পারদর্শীকেউ প্রথম যুগের অবস্থা সম্পর্কে গভীর জ্ঞান রাখেনকেউ নির্দেশনাবলীর বাহ্যিক বিষয়সমূহ সম্পর্কে অধিক অবগতআবার কেউ নির্দেশনাবলীর আভ্যন্তরীণ তত্ত্বজ্ঞানের অধিকারীকারুর নিকট আন্দোলনের একটি দিক অধিক গুরুত্বপূর্ণআবার কারো নিকট অন্য একটি দিক গুরুত্বের অধিকারী। আবার এমনও হতে পারে যেকারুর মেজাজ একটু কঠোরকারুর কোমলকেউ অত্যাধিক নিঃসংকোচ ভাবকে পছন্দ করেন আবার কেউ একটু ভারিক্কি ধরণের গাম্ভীর্যপূর্ণ ব্যবহারে অভ্যস্তকেউ অত্যধিক বাকপটুতাকে পছন্দ করেনআবার কেউ নীরবে কাজ করার পক্ষপাতি।
এছাড়াও পোশাক-পরিচ্ছদআহার-বিহারচলা-ফেরাউঠা বসা প্রভৃতি জীবনের বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ব্যক্তির রুচি বিভিন্ন হতে পারে। ব্যক্তিগত রুচিপ্রকৃতি ও প্রবণতা একটি দলীয় ব্যবস্থার সামগ্রিক নীতির ঐক্য সত্ত্বেও একটি বিশেষ পর্যায় পর্যন্ত নিজের কাজ করে থাকে। এই পার্থক্য ও বিভিন্নতার কারণে দায়িত্বশীল ব্যক্তিদের অবস্থার মধ্যে এমন কোন পার্থক্য সূচিত হয় নাযার ফলে তাঁদের আনুগত্যের অধিকারের মধ্যে কম-বেশী করা যেতে পারে এবং তাঁদের মধ্যে কোন রদবদল হলে লোকেরা অনুসন্ধানে প্রবৃত্ত হতে পারে যেঅমুক ব্যক্তির মধ্যে যে রুচি ও মননশীলতা ছিল তা অমুক ব্যক্তির মধ্যে নেই কেনকোন এক ধরণের ব্যবহার ও কর্মপদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠার পর যদি কোন রদবদল অনুষ্ঠিত হয় তাহলে মনের মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং কর্মের গতি মন্থর হয়ে পড়ে। এই অনাসৃষ্টির দুয়ার বন্ধ করার জন্য রাসূলুল্লাহ (সা)হেদায়েত দিয়েছিলেন যেএকজন নাককাটা হাবশীকেও যদি তোমাদের ইমাম করা হয় তাহলে তাঁর নির্দেশ শ্রবণ করো এবং তাঁর প্রতি পূর্ণ আনুগত্য করো।এক্ষেত্রে তাঁর চেহারা সুরত লেবাস-পোশাক রুচি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করো না।দায়িত্বশীলদের ব্যক্তিগত রুচিপ্রকৃতি সকল দিক দিয়ে অনুগতদের চাহিদানুযায়ী হবেএ বিষয়টির উপর শরিয়ত আনুগত্যকে নির্ভরশীল করেনি।
ইসলামী আন্দোলন ব্যক্তিত্বের চর্তুদিকে আবর্তিত হয় না।বরং এ আন্দোলন এক সময় রাসূলুল্লাহর (সা) নেতৃত্বে চলতে থাকে এবং অন্য সময় হযরত আবু বকর সিদ্দিক (রা) কুরআনের সুরা আলে ইমরানের ১৪৪ নং আয়াত মুহাম্মদ (সা) একজন রাসূল মাত্র ছিলেন।তাঁর পূর্বে আরো বহু রাসূল অতিক্রান্ত হয়েছেন,যদি তিনি মরে যান বা নিহত হন তাহলে কি আবার তোমরা পিছনের দিকে ফিরে যাবে? উচ্চারণ করে অগ্রসর হন এবং আন্দোলনের নেতৃত্ব গ্রহন করেন। তারপর হযরত উমরের (রা) ন্যায় কঠোর হৃদয়ের ব্যক্তি নেতৃত্ব লাভ করেন। অতঃপর হযরত উসমানের (রাঃ) মত কোমল হৃদয়ের সহনশীল ব্যক্তি এ দায়িত্ব গ্রহণ করেন। তারপর হযরত আলী (রাঃ) তাঁর বিশেষ গুনাবলীসহ এ আন্দোলনের নেতৃত্ব দান করেন। এই সমস্ত হাত বদলের মধ্যে অবশ্যই আনুগত্য ব্যবস্থার অপরিহার্যতা বহাল থাকে এবং এ ব্যবস্থা ভঙ্গ করা হামেশা কবীরা গোনাহর অর্ন্তভূক্ত থাকে।
মনে রাখতে হবেআমাদেরকে ব্যক্তিত্বকে সম্মুখে রেখে শৃঙ্খলার আনুগত্য করার জন্য নয় বরং শরীয়ত বিভিন্ন দায়িত্বকে যে মর্যাদা দান করেছে তাকে সম্মুখে রেখে শৃঙ্খলার আনুগত্য করার নির্দেশ দেয়া হয়েছে। কাজেই প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন ব্যক্তি বদল হতে থাকলেওআল্লাহ ও তাঁর রাসূল (সা) আমাদের উপর দায়িত্বশীলদের যে সকল অধিকার দান করেছেন পূর্ণ সততার সাথে আমাদের সেগুলি আদায় করা উচিত।(চরিত্র গঠনের মৌলিক উপাদান)
৪. দায়িত্বশীল পছন্দ-অপছন্দের উপর আনুগত্য নির্ভর করেনা।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা)বলেনরাসূলুল্লাহ (সা) বলেছেন,প্রত্যেক মুসলমানদের উপর নেতার আদেশ শোনা ও মানা অপরিহার্য কর্তব্য।চাই সে আদেশ তার পছন্দনীয় হোক,আর অপছন্দনীয় হোক।তবে হ্যাঁ,যদি আল্লাহর নাফরমানীমূলক কোন কাজের নির্দেশ হয় তবে সেই নির্দেশ শোনা মানার কোন প্রয়োজন নেই।(বুখারী ও মুসলিম)
৫. সুদিনে-দুর্দিনে,খুশী-বেজার সকল অবস্থায় আনুগত্য অত্যাবশ্যক।
হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসে  রাসূল (সা)বলেছেন-সুদিনে ও দুর্দিনে,সন্তুষ্টি ও অসুন্তুষ্টিতে এবং তোমার অধিকার খর্ব হওয়ার ক্ষেত্রেও(বা তোমার উপর অন্যকে অগ্রাধিকার দেয়া হলেও)দায়িত্বশীলের নির্দেশ শ্রবন করা ও আনুগত্য করা তোমার জন্য অপরিহার্য।(মুসলিম)
৬. প্রাপ্য অধিকার না পেলেও আনুগত্য করতে হবে।
হযরত সালামা ইবনে ইয়াজীদ আল জুফী (রা)রাসূল (সা)কে জিজ্ঞেস করলেনহে আল্লাহর নবী!আমাদের উপর যদি এরূপ শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হয় যারা তাদের অধিকার আমাদের নিকট থেকে পুরোপুরি দাবি করবেকিন্তু আমাদের প্রাপ্য অধিকারে বাধা দিবেতখন আমাদের জন্য আপনার নির্দেশ কি?এটা শুনে রাসূল (সা)তার দিকে মুখ ফিরিয়ে নিলেন।সালামা পুনরায় জিজ্ঞেস করলে রাসূল (সা)বলেন-তোমরা শ্রবন করবে ও আনুগত্য করে যাবে।কারণ তাদের (পাপের)বোঝা তাদের উপর,আর তোমাদের বোঝা তোমাদের উপর।(মুসলিম)
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা)থেকে বর্ণিত হাদীসে রাসুল (সা)বলেছেন,আমার পরে তোমরা অধিকার হরণ ও বহু অপছন্দনীয় জিনিসের সম্মুখীন হবে।সাহাবীগন বললেন,হে আল্লাহর রাসূল!আমাদের মধ্যে যে ব্যক্তি এরূপ পরিস্থিতির সম্মুখীন হবে তার জন্য আপনার নির্দেশ কি?তিনি বলেন,এরূপ অবস্থায় তোমরা তোমাদের নিকট প্রাপ্য দাবি যথারীতি পরিশোধ করবে এবং তোমাদের প্রাপ্য আল্লাহর নিকট প্রার্থনা করবে।(বুখারী ও মুসলিম)
৭. নেতার মধ্যে অপ্রীতিকর কিছু দেখলে ধৈর্য্য ধারণ করতে হবে
ইবনে আব্বাস বর্নিত হাদীসে রাসূল (সা) বলেছেন,তোমাদের কেউ যদি তার নেতার মধ্যে কোন রূপ অপ্রীতিকর বিষয় লক্ষ্য করে,তাহলে সে যেন ধৈর্য্য ধারণ করে।কারণ যে ইসলামী রাষ্টশক্তি থেকে এক বিঘত পরিমান দূরে সরে যায়,সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে।(বুখারী ও মুসলিম)
আল্লাহ পক্ষ থেকে সূরায়ে নূরের মাধ্যমে ইসলামের বিজয়ের যে শুভ সংবাদ,বিশ্বজোড়া খেলাফতের যে ওয়াদা দেয়া হয়েছে তার আগে ঈমানদারদের যে পরিচয় দেয়া হয়েছে,তাতে আনুগত্যের চরম পরাকাষ্ঠা দেখাবার কথাই উল্লিখিত হয়েছে।বলা হয়েছে মুমিনদের একমাত্র পরিচয় হলো যখন তাদেরকে আল্লাহ ও রাসুলের পক্ষ থেকে কোন ফরমান শুনার জন্যে ডাকা হয় তখন তাদের মুখ থেকে মাত্র দুটি শব্দই উচ্চারিত হয়।একটা হলো,আমরা মনোযোগ দিয়ে শুনলাম;দ্বিতীয়টা হলো,মাথা পেতে এই নির্দেশ মেনে নিলাম।এইরূপ দ্বিধাহীন নির্ভেজাল আনুগত্যই সাফল্যের চাবিকাঠি।
কাদের বা কিসের আনুগত্য করব?
১. আল্লাহ,রাসূল ও দায়িত্বশীলের
২. সংবিধান,ঐতিহ্য ও কর্মনীতির
৩. দায়িত্বশীলের পক্ষ থেকে দেয়া চিঠি,সার্কুলার ও ঘোষণার
৩. সাংগঠনিক সিস্টেম,নিয়ম-শৃঙ্খলার ও সিদ্ধান্তের
সাংগঠনিক সিস্টেম,নিয়ম-শৃঙ্খলার ও সিদ্ধান্ত পালনের কতিপয় দিক
১. সভায় উপস্থিতির যা সময় নির্ধারণ করা হয় তা যথাযথভাবে মেনে চলা।
২. সভায় ছুটি ব্যতিত অনুপস্থিত না থাকা
৩. সংগঠন থেকে প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন করা কষ্টকর হলেও তা মেনে নেওয়া।
৪. ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থকে বেশী মূল্যায়ন করা
৫. পরামর্শ গ্রহনের পর কৃত সিদ্ধান্ত নিজের চিন্তার বিপরীত হলেও সিদ্ধান্তের আনুগত্য করা।সংগঠনের সিদ্ধান্ত ও নিয়ম শৃঙ্খলার ব্যাপারে আরো স্বচ্ছ ধারণা অর্জনের জন্য হযরত কাআব ইবনে মালিক (রা)বর্ণিত হাদীসটি অধ্যয়ন করা যেতে পারে।যাতে তাবুক অভিযানে অংশগ্রহণ না করা সাহাবীদের সাথে রাসুল (সা)এর আচরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আনুগত্যকারীর বৈশিষ্ট্য
১. নির্দেশকৃত বিষয় মনোযোগ দিয়ে শ্রবন করা।দায়িত্বশীলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত তা মৌখিক হোক অথবা লিখিত হোক,আসার সাথে সাথে মনোযোগ দিয়ে তা জানার ও বুঝার চেষ্টা করতে হবে।এর গুরুত্ব ও তাৎপর্য হ্রদয় দিয়ে উপলব্ধির চেষ্টা করতে হবে।কোথাও কোন ব্যাপারে অস্পষ্টতা থাকলে বা বুঝে না আসলে দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আলাপ-আলোচনা করে অস্পষ্টতা দূর করে সঠিক বুঝ নেয়ার চেষ্টা করতে হবে।
২. দায়িত্বশীলের প্রতি আস্থা,বিশ্বাস,সম্মান ও শ্রদ্ধাবোধের সাথে আনুগত্য করা
৩. ভালবাসা,দরদ ও আন্তরিকতা পোষণ করা।
৪. স্বতঃস্ফুর্তভাবে আনুগত্য করার মানসিকতা তৈরি করা।
৫. কৃত্রিমতা ও আনুষ্ঠানিকতা পরিহার করা
৭. আনুগত্য করতে গিয়ে যে কোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকা।
৮. বিপদে পড়ে বা আবেগতাড়িত হয়ে নয়বুঝে শুনে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে আনুগত্য করা।
৯. ওজর পেশ করার মানসিকতা পরিহার করা
আল কোরআনে ওজর পেশ করে কোন নির্দেশ পালন থেকে অব্যাহতি চাওয়াকে ঈমানের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।অন্যত্র যদিও অনুমতি প্রার্থনার সুযোগ দেয়া হয়েছে বটে কিন্তু আলোচনার ধরণ-প্রকৃতি ভালভাবে অনুধাবনের চেষ্টা করলে দেখা যায়,অনুমতি চাওয়াকে অপছন্দ করা হয়েছে।আল্লাহ বলেন-যারা আল্লাহ  এবং আখেরাতের প্রতি ঈমান পোষণ করে,তারা কখনো আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি চাইবে না।(সূরা তাওবা ৪৪)
অপরদিকে সূরা নূরের ৬২ নং আয়াতের শেষদিকে বলা হয়েছেতারা যখন কোন ব্যাপারে অনুমতি কামনা করে তাহলে তাদের মধ্য থেকে যাকে চান অনুমতি দিতে পারেন এবং লোকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু।
ওজর পেশের সঠিক পদ্ধতি হলো,ব্যক্তি নিজে এই ওজরের কারণে কাজ না করার ফায়সালা নেবেনা।বরং শুধু সমস্যাটা উর্ধবতন কতৃপক্ষকে জানাবে।কতৃপক্ষের সিদ্ধান্ত যাই আসুক তাতেই কল্যান আছে,এই আস্থা রাখবে।
১০. দায়িত্বশীলদের সামনে,সংগঠনের অনুষ্ঠানে খুব আনুগত্যশীল পরিচয় না দিয়ে বরং সকল অবস্থায় কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় আন্তরিকতার সাথে আনুগত্য করা জরুরি।
আনুগত্যের ক্ষেত্রে বর্জনীয়
১. খিটখিটে মেজাজ পরিত্যাগ করা
দায়িত্বশীলের পক্ষ থেকে কোন নির্দেশ এসে গেলে তা মনপুত না হলে বা কষ্টদায়ক অনুভূত হলে অথবা নিজের জন্য ক্ষতিকর মনে হলে তখন কারো কারো মেজাজ এতটা অস্বাভাবিক হয়ে যায়যেমনটি পরিলক্ষিত হয় ফুটন্ত তেলে পানির ফোঁটা পড়লে।আবার কারো কারো মেজাজে এর বাহ্যিক প্রকাশ ঘটে না বটে,কিন্তু অভ্যন্তরীণভাবে ব্যাঙের মত ফুলতে থাকে।যার ফলে সংগঠনের কাজে নিস্ক্রিয় হয়ে পড়েন।জান্নাত প্রত্যাশী একজন মুমিনকে এ অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য প্রচেষ্টা চালাতে হবে।
২. তর্ক-বিতর্ক পরিহার করা ।রাসুল (সা) বলেছেন-যারা নির্দেশ দেওয়ার অধিকার রাখে তাদের সাথে বিতর্কে জড়াবে না।(বুখারী ও মুসলিম)।
৩. সংবাদ দাতার কাছে রাগ প্রকাশ করা যাবেনা।
আনুগত্যের সীমা
১. সৎ কাজে আনুগত্য,অসৎ কাজে নয়
ইসলাম কখনো অন্ধ আনুগত্যের দাবী করেনা ।ইসলাম কেবল সৎকর্মের ক্ষেত্রে আনুগত্য চেয়েছে।সৎকর্মের সীমার বাইরে ইসলামের নির্দেশ হচ্ছেঃ গুনাহ ও আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘনমূলক কাজে পরস্পরের সহযোগী হয়ো না।(সূরা মায়েদাঃ২)
হযরত আলী (রা)বলেনরাসূল (সা)বলেছেনগোনাহের কাজে কোন আনুগত্য নেই।আনুগত্য শুধু নেক কাজের ব্যাপারে।(বুখারী ও মুসলিম)
রাসূল (সা) আরো বলেন- গুনাহর নির্দেশ না দেয়া পর্যন্ত নেতার নির্দেশ শ্রবণ ও পালন প্রত্যেকের জন্য অবশ্য কর্তব্য। গুনাহর নির্দেশ দেয়া হলে আনুগত্য পাওয়ার অধিকার তার নেই।(বুখারী)
ইসলামী দল ও সংগঠনের আভ্যন্তরীন তাগিদেই তার সদস্যবৃন্দকে দলীয় কার্যাবলীর প্রতি কঠোর দৃষ্টি রাখতে হবে এবং দলের পরিচালকগণকে সৎকর্মের সীমার বাইরে কদম রাখা থেকে বিরত রাখতে হবে।
এ সম্পর্কে হযরত ওমর (রাঃ) বলেছেন- বন্ধুগণ! তোমাদের কেউ যদি আমার নীতি বা কাজে বক্র দেখে তাহলে আমার এই বক্রতাকে সোজা করে দেয়া তার কর্তব্য হয়ে দাঁড়াবে
এই প্রসঙ্গে কোন খুঁটিনাটি ব্যাপারে মতবিরোধ দেখা দিলেতা দূর করার জন্য তাকে পেশ করারসে সম্পর্কে আলোচনা করার এবং সন্তোষজনক প্রত্যুত্তর না পেলে তার উপর অবিচল থাকার শরীয়তভিত্তিক অধিকারও দলের সদস্যবর্গের আছে।কিন্তু পরিচালকবৃন্দের পক্ষ থেকে যে সিদ্ধান্ত কার্যকরী হয়একমাত্র তারই আনুগত্য করতে হবে।আমার মতের বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হলো কেনএবং আমি যে দৃষ্টিতে অবস্থা পর্যবেক্ষণ করি সে দৃষ্টিতে অবস্থা পর্যবেক্ষণ করা হয়নিনিছক এতটুকু কারণে আনুগত্য অস্বীকার করা যেতে পারে না।আনুগত্যের শৃঙ্খলা একমাত্র তখনই ছিন্ন করা যেতে পারে যখন রাসূলুল্লাহর (সা) ভাষায় ইসলামের পথ ছেড়ে পরিষ্কারভাবে অন্য পথ অবলম্বিত হয়।
দায়িত্বশীল ব্যক্তিদেরকে হক পথে রাখার জন্য তাঁদের সমালোচনা করাও কর্মীদের একটি মৌলিক অধিকার। কিন্তু অন্যান্য দলে সন্দেহ ও সংশয়ের ভিত্তিতে সমালোচনা করার নীতি স্বীকৃত হলেও ইসলামী দলের জন্য এ নীতি অনৈসলামিক বলে বিবেচিত হয়। ইসলামী দলে সমালোচনা হয় সু-ধারণার ভিত্তিতে। এখানে আপত্তি ও অভিযোগের পরিবর্তে কল্যাণকামিতা  ও সৎপরামর্শের সুর ধ্বণিত হয়।অন্যায় সমালোচনার একটি বড় আলামত হচ্ছে এই যেতা আনুগত্যের পথে বাঁধা সৃষ্টি করে। কোন ব্যক্তি এ পথে পা বাড়াবার পর প্রকাশ্য অন্যায় আচরণে লিপ্ত হয়।কাজেই আনুগত্য ও সমালোচনার পৃথক পৃথক সীমানা রয়েছে এবং নিজেদের সীমানার মধ্যেই তাদের অবস্থান করা উচিত। আল্লাহর নাফরমানী ছাড়া আর কোন বস্তু আনুগত্যকে খতম করতে পারে না।(চরিত্র গঠনের মৌলিক উপাদান)
২. সীমালঙ্ঘন মূলক কাজে আনুগত্য না করা ।
রাসূল (সা) বলেছেন-স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবেনা।(বুখারী)
৩. দায়িত্বশীল সরাসরি কুরআন সুন্নাহর বাহিরে না যাওয়া পর্যন্ত আনুগত্য লঙ্ঘন করা যাবেনা
যতক্ষণ নেতৃবৃন্দ কুরআন ও সুন্নাহর পথ থেকে প্রকাশ্যভাবে সরে না দাঁড়ান ততক্ষণ তাঁদের নির্দেশ লংঘন করা অথবা সানন্দে ও সাগ্রহে তাঁদের আনুগত্য করার পরিবর্তে অসন্তুষ্ট চিত্তে আনুগত্য করাঅথবা তাঁদের কল্যাণ কামনা করার পরিবর্তে তাঁদের প্রতি হিংসা-বিদ্বেষ করাতাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাতাঁদের গীবত করাতাঁদের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করাতাঁদেরকে যথার্থ অবস্থা ও ঘটনাবলী সম্পর্কে অবগত না করাসঠিক পথে চলার জন্য নির্ভুল পরামর্শ দানের ব্যাপারে কার্পণ্য করা এবং তাঁদের গোপন কথাসমূহ প্রকাশ করে বেড়ানো কবীরা গুনাহর অর্ন্তভুক্ত হবে।এগুলো এমন পর্যায়ের কবীরা গুনাহ যেএগুলোর কারণে ইবাদত-বন্দেগী অনুষ্ঠান ও সাধারণ চরিত্র সংশোধন সত্ত্বেও মানুষের আখেরাত বিনষ্ট হতে পারে। এই ভয়াবহ অবস্থা মানুষকে মুনাফেকীর পর্যায়ে নামিয়ে দিতে পারে। তাই ইসলামী দল ও সংগঠনের মধ্যে অবস্থানকারীদের আনুগত্যের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে।(চরিত্র গঠনের মৌলিক উপাদান)
আনুগত্য না করার কারণ কি বা কিসে আনুগত্য নষ্ট করে?
১. আখেরাতের  জবাবদিহির অনুভুতির অভাব এবং আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়ার মনোভাবই আনুগত্যহীনতার প্রধানতম কারণ।আল্লাহ বলেন-
হে ঈমানদার লোকেরা!তোমাদের কি হয়েছে যে,যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হলো তোমরা মাটি কামড়িয়ে পড়ে থাকলে?তোমরা কি আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকেই পছন্দ করে নিলে?যদি এমনই হয়ে থাকে তাহলে জেনে নিও,দুনিয়ার এইসব বিষয় সামগ্রী আখেরাতে অতি তুচ্ছ ও নগন্য হিসেবে পাবে।(আত-তাওবাঃ৩৮)
বরং তোমরা তো দুনিয়ার এই পার্থিব জীবনকেই অগ্রাধিকার দিয়ে থাক।অথচ আখেরাতের জীবনই উত্তম ও স্থায়ী।(আল আলাঃ১৬-১৭)
তোমাদেরকে বেশী বেশী করে দুনিয়া ভোগ করার প্রবণতা এবং একে অপরকে এই ব্যাপারে ডিঙ্গিয়ে যাওয়ার মানসিকতা গাফলতির মধ্যে নিমজ্জিত করে রেখেছে।(সূরা আত তাকাসুরঃ১)
২. গর্ব,অহংকার,আত্মপূজা ও আত্মম্ভরিতা।
গর্ব-অহঙ্কার মূলতঃ ইবলিসি চরিত্র।ইবলিস আল্লাহর হুকুম পালনে ব্যর্থ হলো অহঙ্কারের কারণে।আল কোরআনের ঘোষনা- আল্লাহ কখনও অহঙ্কারীকে পছন্দ করেননা।(সুরা লোকামানঃ১৮)
হাদীসে কুদসীতে বলা হয়েছে-আল্লাহ বলেন- অহঙ্কার তো আমার চাদর(একমাত্র আমার জন্যেই শোভনীয়)।যে অহঙ্কার করে,সে প্রকৃতপক্ষে আমার চাদর নিয়েই টানাটানি করতে ব্যর্থ প্রয়াস পায়।
মানুষের দুর্বলতার এই ছিদ্র পথ বেয়ে ইবলিস সুযোগ গ্রহন করে,তার মনে আবার হাজারো প্রশ্ন তুলে দেয়-সিদ্ধান্ত কে দিল?হুকুম আবার কার মানব?আমি কি,আর সে কে?এই অবস্থায় মানুষের উচিৎ ইবলিসের আক্রমন থেকে বাঁচার জন্যে আল্লাহর শরনাপন্ন হওয়া,তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করা।এটা একটা রোগ মনে করে,ইবলিসি প্রতারণা মনে করে কেউ যদি কাতর কন্ঠে আল্লাহর কাছে আশ্রয় চায় তাহলে আল্লাহ সে ফরিয়াদ শুনে থাকেন,তাঁর বিপন্ন বান্দাকে সাহায্য করে থাকেন।আল্লাহ পাকের ঘোষণা- যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোন উস্কানি অনুভব কর,তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা কর।তিনি তো অবশ্য সব কিছু শোনেন এবং জানেন।(সূরা হা-মীম আস সাজদাঃ৩৬)
৩. হিংসা-বিদ্বেষ করা।
নবী করীম (সা)এ মর্মে সতর্কবানী উচ্চারণ করে বলেছেন-তোমরা হিংসা থেকে বেঁচে থাক।কেননা আগুন যেমনিভাবে লাকড়িকে খেয়ে ফেলে,হিংসা তেমনিভাবে নেকী ও পূর্ণ খেয়ে ফেলে।(বুখারী)
৪. হৃদয়ের বক্রতা যা সাধারনতঃ সৃষ্টি হয়ে থাকে দায়িত্ব এড়ানোর কৌশলস্বরূপ নানারূপ জটিল কুটিল প্রশ্ন তোলার বা সৃষ্টির মাধ্যমে।যেমনিভাবে মূসা (আ)কে তার কওমের লোকেরা করেছিল।(সূরা আস সফঃ৫)
৫. অন্তরের দ্বিধা-দ্বন্ধ ও সংশয়-সন্দেহের প্রবণতা।সাধারনতঃ এই মানসিকতা জন্ম লাভ করে লাভ-ক্ষতির জাগতিক ব্যাখ্যা-বিশ্লেষণ ও হিসাব-নিকাশের প্রবণতা থেকেই।যা পরিণামে আনুগত্যহীনতা জন্ম দিয়ে থাকে।(সূরা আল হাদীদঃ১৩-১৪)
৬. সিনিয়রিটি জুনিয়রিটি মনোভাব।
এ মনোভাবটি শয়তানের আরেক চক্রান্তের নাম।এ সমস্যার খলনায়ক হল শয়তান।শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কারো সিনিয়র হলে,সংগঠনে যোগদানের দিক থেকে সিনিয়র হলে,ডিগ্রি নেওয়ার দিক থেকে সিনিয়র হলে,বয়সের দিক থেকে সিনিয়র হলে,দায়িত্বপালনের দিক থেকে এককালে সিনিয়র থাকলে,কোন জায়গায়,প্রতিষ্ঠানে বা দেশে অবস্থানের দিক থেকে সিনিয়র হলে,অপেক্ষাকৃত জুনিয়র ব্যক্তিটি দায়িত্বশীল হলে সিনিয়র ব্যক্তিদের আনুগত্য করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়।
অথচ রাসূলে করীম (সা)১৭/১৮ বছরের যুবক উসামা (রা)কে এক যুদ্ধের সেনাপতি বানিয়ে হযরত আবু বকর (রা),হযরত ওমর (রা) সহ বড় বড় সাহাবীকে তাঁর অধীনে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন।কই সেদিন তো সিনিয়র সাহাবীগন কোন প্রশ্ন তুলেননি।বরং আনুগত্যের পারাকাষ্ঠা প্রদর্শন করে গেছেন।
৭. নেতৃত্বের অভিলাষ বা পদের প্রতি লোভ
পদের প্রতি লোভী ব্যক্তি আনুগত্য করার ক্ষেত্রে ছল চাতুরীর আশ্রয় গ্রহন করে থাকে।এ রোগে আক্রান্ত ব্যক্তি পরোক্ষভাবে নেতৃত্বের পদে আসীন হবার সর্বাত্মক চেষ্টা করে।যা তার কথাবার্তায়,আচার-আচরণে ও সমালোচনায় বুঝা যায়।রাসূল (সা) বলেছেন- আল্লাহর শপথ!আমরা এমন কোন লোকের উপর এই কাজের দায়িত্ব অর্পন করবোনা,যে এর প্রার্থী হয়,অথবা এর আকাঙ্খা পোষণ করে।(বুখারী ও মুসলিম)
এ ব্যাপারে সতর্ক করে রাসূল (সা) আরো বলেনহে আব্দুর রহমান ইবনে সামুরাহ!নেতৃত্বের পদ প্রার্থী হয়োনা।কারণ প্রার্থী না হয়ে নেতৃত্ব প্রদত্ত হলে তুমি এ ব্যাপারে সহযোগিতা পাবে।আর প্রার্থী হয়ে নেতৃত্ব পদ পেলে তোমার উপর যাবতীয় দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে।(বুখারী ও মুসলিম)
৮. দায়িত্বশীল পছন্দ না হওয়া
অনেকে পছন্দ অপছন্দের মাপকাঠিতে আনুগত্য করতে চায় যা ইসলামী শরীয়তে নাজায়েজ।কে দায়িত্বশীল,দেখতে কেমন,কতটুকুন লেখাপড়া জানে,যোগ্যতা কতটুকু,বক্তা হিসেবে কেমন,কোন পরিবারের,চেহারা-সুরত কেমন,রাজনৈতিক প্রজ্ঞা কেমন,কোন এলাকার-এই জাতীয় বিষয়গুলো সামনে রেখে যারা দায়িত্বশীলের আনুগত্য করতে চায়,তাদের এই আনুগত্যের কোন মূল্য আল্লাহ ও রাসূলের কাছে নেই।
৯. সন্দেহ প্রবণতা
দায়িত্বশীলের ব্যাপারে যদি কেউ সন্দেহ প্রবণ হয়ে ওঠেন তাহলে ঐ ব্যক্তির পক্ষে আনুগত্য করা কঠিন হয়ে পড়ে।আর সন্দেহ প্রবণতা সৃষ্টি করা হচ্ছে শয়তানের কাজ।রাসূল (সা) বলেছেন,সাবধান!সন্দেহ প্রবণতা থেকে বেঁচে থাক।সন্দেহ প্রবণতা বা ধারণা হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা কথা।(বুখারী ও মুসলিম)
১০. মতামতের কুরবানী করতে না পারা।
১১. নিজেকে অতীব যোগ্য মনে করা
১২. সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী মন-মানসিকতা
১৩. মাত্রাতিরিক্ত প্রশ্ন
১৪. দায়িত্বশীলের সাথে সম্পর্কের তিক্ততা
১৫. মেজাজের ভারসাম্যহীনতা
১৬. মান উন্নয়নে বিলম্ভ হওয়া।
অনুসরনীয় আনুগত্যের কতিপয় দৃষ্টান্ত
১. আনুগত্যের ব্যাপারে সর্বাগ্রে হযরত আবু বকর (রা) এর নাম উল্লেখ করা যায়।যিনি রাসুল (সা) এর পক্ষ থেকে হিজরতের ইঙ্গিত পেয়ে দীর্ঘ ছয় মাস ধরে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে রাসূলের অপেক্ষার প্রহর গুনেছেন।
৩. হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রা)হযরত ওমর ফারুক (রা) এর নির্দেশ পেয়ে যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাপতির শিরস্ত্রান খুলে নতুন সেনাপতির মাথায় পরিয়ে দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন।সেই দিন আমীরের নির্দেশ মেনে নিতে মুসলিম জাহানের প্রধান সেনানায়ক খালিদ (রা) কোন রিয়্যালিটি বা বাস্তবতার কথা বলেননি বা প্রশ্নের অবতারণাও করেননি বরং দ্বিধাহীন চিত্তে নেতার আনুগত্য করেন।
৩. হযরত আবু জান্দাল (রা)মক্কার কুরাইশদের দ্বারা নির্যাতিত অবস্থায় শিকল নিয়ে হুদায়বিয়ার সন্ধিস্থলে উপস্থিত হয়ে আল্লাহর নবী ও তাঁর সাহাবীদের নিকট আশ্রয় চেয়েছিলেন।রাসূল(সা) সন্ধি রক্ষার খাতিরে হযরত আবু জান্দাল (রা) কে আবারও মক্কায় ফেরত যেতে নির্দেশ দিয়েছিলেন।আবু জান্দাল (রা) ও উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে মনের কষ্ট চাপা দিয়ে সে দিন রাসূল (সা)এর নির্দেশ মেনে নিয়েছিলেন।
আনুগত্যহীনতার পরিনাম
১. কিয়ামতের দিন আত্মপক্ষ সমর্থনের কোন দলীল থাকবেনা।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা)রাসূলে পাক (সা)থেকে বর্ননা করেছেনতিনি বলেনযে ব্যক্তি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় কিংবা আনুগত্যের বন্ধন থেকে হাত খুলে নেয় সে কেয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করবে যে,(নিজেকে ন্যায় সঙ্গত প্রমান করার জন্য)নিজের আত্মপক্ষ সমর্থনে তার বলার কিছুই থাকবেনা।আর যে ব্যক্তি বাইয়াত ছাড়া মারা যাবে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু।(মুসলিম)।
২. আনুগর্ত্য প্রদর্শনে ব্যর্থ হলে হেদায়েত লাভের আল্লাহ প্রদত্ত তৌফিক থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
আল্লাহ বলেন,যদি তোমরা রাসূলের আনুগত্য কর,তাহলে হেদায়াত প্রাপ্ত হবে।আর আমার রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র দীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া।(সূরা আন নূরঃ৫৪)
৩. আনুগত্যহীনতা সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়।
আল কোরআন ঘোষনা করেছে,হে ঈমানদারগন!তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের অনুসরণ কর আর নিজেদের আমল বিনষ্ট করোনা।(সূরা মুহাম্মদঃ৩৩)।
নবী(সা)এর পেছনে জামায়াতের সাথে নামাজ পড়েছে তারাই যখন যুদ্ধে যাওয়ার নির্দেশ অমান্য করল,তাদের সমস্ত আমল ধূলায় মিশে গেল।আল্লাহ তাদেরকে মুনাফিক নামে ঘোষণা করলেন।
৪. আনুগত্যহীনতা জামায়াত ত্যাগের শামিল এবং এর পরিণাম হবে জাহেলিয়াতের মৃত্যু।
রাসূল (সা) বলেছেন-যে আনুগত্যের গন্ডি থেকে বের হয়ে যায় এবং জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অতঃপর মৃত্যুবরণ করে,তার মৃত্যু হয় জাহেলিয়াতের মৃত্যু।(মুসলিম)
৫. আনুগত্যহীনতা জামায়াত ত্যাগের শামিল।
রাসূল (সা) বলেছেন-যদি কেউ তার আমিরের মধ্যে অপছন্দনীয়  কোন কাজ দেখতে পায় তাহলে যেন সবর করে।(আনুগত্য পরিহার না করে)।কেননা যে ইসলামী কতৃপক্ষের আনুগত্য থেকে এক বিঘত পরিমান সরে যায় বা বের হয়ে যায়।তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু।
রাসূলুল্লাহ (সা) একথাও বলেছেন যেআমীরের এই আনুগত্যের এই দাবীকে যারা অস্বীকার করবেতারা বিপুল তাকওয়ার অধিকারী হলেও আখেরাতে তাদের সাফল্যের কোন সম্ভবনা নেই।
৬. সাংগঠনিক বিশৃঙ্খলা হবে।সংগঠনের মজবুতি নষ্ট হবে।আল্লাহ বলেন-নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সীসাঢালা প্রাচীরের মত অটল থেকে সুশৃঙ্খলভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে।(সূরা সফ ৪)
জনশক্তিকে আনুগত্যের বলয়ে  রাখা ও আনুগত্যের পরিবেশ সৃষ্টিতে দায়িত্বশীলদের ভূমিকা
 জনশক্তিকে আনুগত্যের বলয়ে রাখতে দায়িত্বশীলদের নিম্নোক্ত বিষয়গুলোকে গুরুত্বদিয়ে দেখা জরুরী
১. সর্বপর্যায়ের জনশক্তির সাথে ইনসাফপূর্ণ আচরণ করা।( সূরা আন নাহল ৯০)
২. জনশক্তিকে কুরআন সুন্নাহ হতে সংগঠন বুঝতে প্রেরণা দেওয়া।( সূরা যুমার ৯)
৩. জনশক্তির প্রতি নম্র,কোমল ও রহমদিল হওয়া।(সূরা আলে ইমরান ১৫৯)
৪. জনশক্তির দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা।(সূরা আশ শুরা ৪৩)
৫. পরামর্শভিত্তিক সংগঠন পরিচালনা করা।(সূরা আশ শুরা ৩৮)
আনুগত্যের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী তার লেখা ইসলামী আন্দোলন ও সংগঠন বইতে তিনটি উপকরণের কথা উল্লেখ করেছেন।তিনি এগুলোকে রূহানী উপকরণ বলেও উল্লেখ করেছন।যার ফলে আনুগত্যের ক্ষেত্রে রূহানী পরিবেশ সৃষ্টি হয়ে থাকে।
১. সর্ব পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিগত ভাবে এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে নিষ্ঠার সাথে আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। এই পথে উন্নতির জন্যে প্রতিনিয়ত আত্মসমালোচনার সাথে এই আনুগত্যের মান বাড়ানোর চেষ্টা করবে।
২. কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় বডির সিদ্ধান্তের প্রতি নিষ্ঠার সাথে শ্রদ্ধা পোষণ করবে। অত্যন্ত যত্ম সহকারে তা বাস্তবায়নের প্রয়াস চালাবে। আর অধস্তন সংগঠনের নেতৃত্বের দায়িত্বে যারা থাকবে তাদের উর্ধ্বতন সংগঠনেরঊর্ধ্বতন নেতার আনুগত্যের ব্যাপারে আদর্শ স্থাপনের প্রয়াস পেতে হবে।
৩. যাদের সাথে নিয়ে সংগঠন পরিচালনা করা হচ্ছেযাদের মাধ্যমে সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়ন করা হয়তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা অভ্যাসে পরিণত হতে হবে।
এছাড়া নেতৃত্ব যারা দেবে বা সংগঠন যারা পরিচালনা করবেতাদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে নিম্নলিখিত কয়েকটি ব্যাপারে অগ্রগামী হতে হবে। নিজস্ব সহকর্মীসাথী-সঙ্গীর গন্ডি পেরিয়ে সাধারণ মানুষও তাদের এই অগ্রগামী ভূমিকা বাস্তবে উপলদ্ধি করবে এবং স্বতঃস্ফূর্তভাবে তা স্বীকারও করবে।
১. ঈমানী শক্তি ও ঈমানের দাবী পূরণের ক্ষেত্রে অগ্রগামী
২. ঈমানী শক্তি অর্জন ও প্রয়োগের ক্ষেত্রে অগ্রগামী
৩. আমলআখলাক ও তাকওয়ার ক্ষেত্রে অগ্রগামী
৪. সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে অগ্রগামী
৫. মাঠে ময়দানের কর্মতৎপরতা ও ত্যাগকোরবানী ও ঝুঁকি নেয়ার ক্ষেত্রে অগ্রগামী।
উল্লিখিত পাঁচটি ব্যাপারে কোন নেতা বা পরিচালক অগ্রগামী হলে তার প্রতি কর্মী তথা সাধারণ মানুষের মনে স্বতঃস্ফূর্তভাবেই ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হতে বাধ্য।এই ভক্তি শ্রদ্ধার সাথে দ্বীনি আবেগ জড়িত হওয়াটাও একান্ত স্বাভাবিক ব্যাপার। নেতা এই পর্যায়ে পৌঁছাতে পারলেই কর্মীরা তাকে প্রাণঢালা ভালবাসাতার জন্যে প্রাণ খুলে দোয়া করে। তার কথায় সাড়া দিতে গিয়ে যে কোন ঝুঁকি নিতে প্রস্তুত হয় দ্বিধাহীন চিত্তে।
পরিশেষে বলব আসুনআমরা সকলে আনুগত্যের লাগাম লাগিয়ে সংগঠনের মাঝে সীসাঢালা প্রাচীর তৈরি করি এবং সংগঠনের অভ্যন্তরে জান্নাতী পরিবেশ তৈরি করতে এগিয়ে আসি।মহান আল্লাহ আমাদেরকে আনুগত্যের সঠিক স্পিরিট বুঝে সে আলোকে আন্দোলনে ভূমিকা রাখার তাওফিক দান করুন।আমীন।।

লেখকঃ সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


আলোচনার নোট এর পিডিএফ কপির জন্য এখানে ক্লিক করুন।

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।



No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।