আসুন এভাবে নয়, ঐ ভাবে বলি - আব্দুস শহীদ নাসিম - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 08, 2022

আসুন এভাবে নয়, ঐ ভাবে বলি - আব্দুস শহীদ নাসিম

 

এভাবে নয়
ঐভাবে বলি
১. আপনি কিছুই জানেন না।
১. আপনি অনেক কিছু জানেন।
২. আমি সবার চেয়ে বেশী জানি।
২. তিনি আমার চেয়ে বেশী জানেন।
৩. আপনি মিথ্যা বলছেন।
৩. আপনার কথা ঠিক নয়।
৪. আপনি বাজে কথা বলছেন।
৪. আপনার কথা যুক্তিসংগত নয়।
৫. আপনি কিছুই করেননি।
৫. প্রতিভা দিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারতেন।
৬. এখন কথা বলার সময় নেই।
৬. আপনার সাথে পরে কথা বলবো।
৭. আমাকে জায়গা দিন।
৭. দয়া করে আমাকে একটু জায়গা দেবেন কি?
৮. তার কথা মিথ্যা।
৮. তিনি ঠিক বলেননি।
৯. আসুন/আসবেন।
৯. দয়া করে আসবেন কি?
১০. আমি ভূল করিনি।
১০. আমার ভূল হতে পারে।
১১. আমাকে ছাড়া এ কাজ হতো না।
১১. এ কাজে আমরা চেষ্টা করেছি।
১২. এই যে কয়টা বাজে?
১২. দয়া করে সময়টা বলবেন কি?
১৩. আমার সাথে দেখা করুন।
১৩. দয়া করে একটু আসবেন কি?
১৪. কাজটা খারাপ হয়েছে।
১৪. কাজটা আরো ভাল করা যেতো।
১৫. আমি যা বলছিসেটাই ঠিক।
১৫. আপনার মত/পরামর্শ কি?
১৬. তোমার কাজ ভাল।
১৬. আমরা তোমাকে নিয়ে গর্বিত।
১৭. তোমার কাজটা মন্দ নয়।
১৭. তোমার কাজটি প্রশংসনীয়।
১৮. এ কাজ তুমি পারবে না।
১৮. তোমার পক্ষে এ কাজ করা সম্ভব।
১৯. তোমার/আপনার নাম?
১৯. তোমার/আপনার সুন্দর নামটি কি?
২০. ভাল তো?
২০. আপনি ভাল আছেন?
২১. সেলাম।
২১. আস্সালামু আলাইকুম।
২২. ওয়ালেকুম সালাম।
২২. ওয়াআলাইকুম আস্সালাম ওয়া রাহমাতুল্লাহ।
২৩. হ্যালো।
২৩. আস্সালামু আলাইকুম।
২৪. আমি অন্যদের চেয়ে খারাপ নই।
২৪. আমাকে আরো ভাল হতে হবে।
২৫. কেউই জানে না।
২৫. আসুন আমরা জানার চেষ্টা করি।
২৬. আপনার বাড়ী কোথায়?
২৬. আপনার পরিচয় জানতে পারি কি?
২৭. এ-তো কিছুই হয়নি।
২৭. আরো সুন্দর হতে পারতো।
২৮. আমার সাথে এসো।
২৮. আমার সাথে যাবে কি?
২৯. আমি করবো।
২৯. ইনশাআল্লাহ আমি করবো।
৩০. ব্যাপারটা ঝুঁকিপূর্ণ।
৩০. এটা একটা সুযোগ।
৩১. এতে অনেক সমস্যা আছে।
৩১. এটা একটা চ্যালেঞ্জ।
৩২. আমি এ ব্যাপারে নিশ্চিত।
৩২. আমি এ ব্যাপারে আগ্রহী।
৩৩. আমার কাজ এরকমই।
৩৩. আমি আরো ভাল করার চেষ্টা করছি।
৩৪. আমি কোনো সহানুভূতি পাইনি।
৩৪. আমি আপনার সহানুভূতি কামনা করি।
৩৫. এ রকম ভূলচুক হয়ই।
৩৫. এ ভূলের জন্য আমি দূঃখিত।

আব্দুস শহীদ নাসিম রচিত চাই প্রিয় নেতৃত্ব চাই প্রিয় ব্যক্তিত্ব বই থেকে সংকলিত

📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘

আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।



No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।