এভাবে নয় | ঐভাবে বলি |
১. আপনি কিছুই জানেন না। | ১. আপনি অনেক কিছু জানেন। |
২. আমি সবার চেয়ে বেশী জানি। | ২. তিনি আমার চেয়ে বেশী জানেন। |
৩. আপনি মিথ্যা বলছেন। | ৩. আপনার কথা ঠিক নয়। |
৪. আপনি বাজে কথা বলছেন। | ৪. আপনার কথা যুক্তিসংগত নয়। |
৫. আপনি কিছুই করেননি। | ৫. প্রতিভা দিয়ে আপনি আরো অনেক কিছু করতে পারতেন। |
৬. এখন কথা বলার সময় নেই। | ৬. আপনার সাথে পরে কথা বলবো। |
৭. আমাকে জায়গা দিন। | ৭. দয়া করে আমাকে একটু জায়গা দেবেন কি? |
৮. তার কথা মিথ্যা। | ৮. তিনি ঠিক বলেননি। |
৯. আসুন/আসবেন। | ৯. দয়া করে আসবেন কি? |
১০. আমি ভূল করিনি। | ১০. আমার ভূল হতে পারে। |
১১. আমাকে ছাড়া এ কাজ হতো না। | ১১. এ কাজে আমরা চেষ্টা করেছি। |
১২. এই যে কয়টা বাজে? | ১২. দয়া করে সময়টা বলবেন কি? |
১৩. আমার সাথে দেখা করুন। | ১৩. দয়া করে একটু আসবেন কি? |
১৪. কাজটা খারাপ হয়েছে। | ১৪. কাজটা আরো ভাল করা যেতো। |
১৫. আমি যা বলছি, সেটাই ঠিক। | ১৫. আপনার মত/পরামর্শ কি? |
১৬. তোমার কাজ ভাল। | ১৬. আমরা তোমাকে নিয়ে গর্বিত। |
১৭. তোমার কাজটা মন্দ নয়। | ১৭. তোমার কাজটি প্রশংসনীয়। |
১৮. এ কাজ তুমি পারবে না। | ১৮. তোমার পক্ষে এ কাজ করা সম্ভব। |
১৯. তোমার/আপনার নাম? | ১৯. তোমার/আপনার সুন্দর নামটি কি? |
২০. ভাল তো? | ২০. আপনি ভাল আছেন? |
২১. সেলাম। | ২১. আস্সালামু আলাইকুম। |
২২. ওয়ালেকুম সালাম। | ২২. ওয়াআলাইকুম আস্সালাম ওয়া রাহমাতুল্লাহ। |
২৩. হ্যালো। | ২৩. আস্সালামু আলাইকুম। |
২৪. আমি অন্যদের চেয়ে খারাপ নই। | ২৪. আমাকে আরো ভাল হতে হবে। |
২৫. কেউই জানে না। | ২৫. আসুন আমরা জানার চেষ্টা করি। |
২৬. আপনার বাড়ী কোথায়? | ২৬. আপনার পরিচয় জানতে পারি কি? |
২৭. এ-তো কিছুই হয়নি। | ২৭. আরো সুন্দর হতে পারতো। |
২৮. আমার সাথে এসো। | ২৮. আমার সাথে যাবে কি? |
২৯. আমি করবো। | ২৯. ইনশাআল্লাহ আমি করবো। |
৩০. ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। | ৩০. এটা একটা সুযোগ। |
৩১. এতে অনেক সমস্যা আছে। | ৩১. এটা একটা চ্যালেঞ্জ। |
৩২. আমি এ ব্যাপারে নিশ্চিত। | ৩২. আমি এ ব্যাপারে আগ্রহী। |
৩৩. আমার কাজ এরকমই। | ৩৩. আমি আরো ভাল করার চেষ্টা করছি। |
৩৪. আমি কোনো সহানুভূতি পাইনি। | ৩৪. আমি আপনার সহানুভূতি কামনা করি। |
৩৫. এ রকম ভূলচুক হয়ই। | ৩৫. এ ভূলের জন্য আমি দূঃখিত। |
আব্দুস শহীদ নাসিম রচিত চাই প্রিয় নেতৃত্ব চাই প্রিয় ব্যক্তিত্ব বই থেকে সংকলিত
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।