নামায-যা আল্লাহর
সাথে বান্দার কথোপকথন।
নামায-যা আল্লাহকে
স্মরণের সবচেয়ে উত্তম মাধ্যম।
নামায-যা আল্লাহর
আনুগত্যের একটি নমূনা।
সেই নামাযে আমরা অনেক কথা বলি, সেই বলা কথা গুলো সব হয় আরবীতে। আমরা নামাযে বাধ্যতামূলক ভাবে পড়ি সূরা
ফাতিহা। তার সাথে আমরা বেশীর ভাগ কুরআনে হাকীমের
শেষ ১০টি সূরা পড়ে থাকি।
সেই সূরা সমূহে আমরা কি বলি, তা আমরা নিজেরা জানিনা। কিন্তু যদি এমন হতো যে আমরা যা পড়ছি তা
আমরা বুঝতেছি। এমন হলে আমাদের নামাযে মনযোগ আরো বেশী
থাকতো, আমরা বুঝে
বুঝে নামায পড়তে পারতাম। এতো করে আমাদের নামাযের মান
আরো ভাল হতো ও উন্নত হতো।
সেই প্রত্যাশায় সংকলিত হলোঃ নামাযে পঠিত সূরা সমূহের শাব্দিক অনুবাদ। এই সংকলনের যাবতীয় বিষয় সংকলন করা হয়েছে
তাফহীমূল কুরআন এর এ্যাপ থেকে।
আশা করি সংকলনটি পাঠকদের সুখপাঠ্য হবে এবং জীবন চলায় পাথেয় হিসাবে কাজ করবে।
শুভেচ্ছাসহ
মুহাম্মদ নজরুল ইসলাম
দোহা-কাতার।
www.muhammadnazrulislam.info
বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment
আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।