বই নোটঃ সত্যের সাক্ষ্য-সাইয়েদ আবুল আ’লা
মওদূদী
§ বই নোটঃ সত্যের সাক্ষ্য
§ লেখকঃ সাইয়েদ আবুল আলা মওদুদী (র:)
§ অনুবাদকঃ মাওলানা আব্দুর রহিম
§ বই পরিচিতিঃ
সত্যের সাক্ষ্য বইটি মুলত ১৯৪৬
সালের ৩০শে ডিসেম্বর,
পাকিস্থানের শিয়ালকোটের মুরাদপুর নামক স্থানে সাধারণ
সম্মেলনে প্রদত্ত বক্তিৃতার একাংশ।
§ এই বইটিকে প্রথমত দুই ভাগে ভাগ কার হয়েছেঃ
১. ভূমিকা ও
২. মূল আলোচনা।
§ ভূমিকাঃ
মুসলিম জাতির দায়িত্ব ও
কর্তব্য ব্যক্তিগত ও সামষ্টিক ভাবে।
§ দায়িত্ব
পালনের উপায় ।
মুল আলোচনা আবার দুই ভাগে
বিবক্তঃ
১. আমাদের তথা মুসলিম জাতির দায়িত্ব ও কর্তব্য।
২. দাওয়াত প্রতিষ্ঠা করণ ।
- আল্লাহর
প্রশংসা/শুকরিয়া
- দুরূদ।
- সম্মেলনের
উদ্দেশ্যে দাওয়াত।
§ আমাদের দাওয়াত দু’ধরনের মানুষের নিকটঃ
- বংশগতভাবে
যারা মুসলমান।
- বংশগতভাবে
যারা অমুসলমান।
আল্লাহর বাণীঃ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাঁও ওয়াসাতালিতাকুনু শুহাদাআ
আলান্নাস। ওয়া কু’নুর রাসূ-লা আলাইকুম শাহিদা। (বাকারাহ-১৪৩)
§ মুসলমানের দায়িত্বঃ
- মুসলমানের
দায়িত্ব শুধু নিজের মাঝে ইসলামকে সীমাবদ্ধ করার জন্য নয়।
- মুসলমান
স্বতন্ত্র জাতি।
- সত্যের
সাক্ষ্য হয়ে না দাঁড়ালে চরম লাঞ্চনা ভোগ করতে হবে।
§ সাক্ষ্য কি?
নিজে যা জানে তা অন্যের
কাছে বলা বা যথাযথভাবে প্রকাশ করার নামই হলো সাক্ষ্য।
§ সত্যের সাক্ষ্য কি?
আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে বা উদ্ভাসিত হয়েছে, তার
সত্যতা দুনিয়ার মানুষের সামনে এমনভাবে প্রকাশ করা যাতে দ্বীনের যথার্থতা প্রমাণীত
হয়, এটাই সত্যের সাক্ষ্য।
§ সাক্ষ্যদানের বিষয়ঃ
- দ্বীনের
সত্যতার সাক্ষ্য,
- যথার্থ
সত্যতার সাক্ষ্য,
- নবী
আগমনের উদ্দেশ্য।
§ সাক্ষ্যদানের গুরুত্বঃ
১. সাক্ষ্যদানের গুরুত্ব অপরিসীম । ইহার ভিত্তিতেই আল্লাহ তাআলা মানুষকে
হাশরের ময়দানে হিসাব নিকাশ এবং পুরস্কার বা শাস্তি দানের ব্যবস্থা করেছেন।
২. আর আল্লাহ মহাজ্ঞানী ও মেহেরবান, তিনি মানুষকে এমন বিষয় সম্পর্কে
জিজ্ঞাস করবেন না যা সে অবগত নয় এবং তার জন্য তাকে শাস্তির যোগ্য করবেন না।
৩. আর আল্লাহ যুগে যুগে নবী রাসুলদের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন যে কোন
জিনিস আল্লাহর নিকট পছন্দনীয় এবং কোন জিনিস অপছন্দনীয় অর্থাৎ কোনটি গ্রহনীয় ও
কোনটি বর্জনীয়।
৪. সাক্ষ্যদান করা সকল নবী রাসুলের সুন্নাত।
৫. সত্যের সাক্ষী না হলে যালেমদের অন্তভূক্ত হবে।
৬. সাক্ষ্য না দিলে দুনিয়ার লাঞ্জনা, অপমান, অধ:পতন
চেপে বসবে।
৭. সাক্ষ্য দান আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব।
§ মোট কথাঃ
- দুনিয়ার
জীবন সম্পর্কে জবাব দিতে হবে।
- এজন্য
সতর্ককারী প্রেরণ।
§ চুড়ান্ত প্রচেষ্টাঃ
- আল্লাহ
নবীদের দ্বারা এই কাজ করিয়েছেন।
- মানুষের
নিকট জবাবদীহির অনুভূতি।
§ জবাবদিহীঃ
নবীদের অনুসারীরা একজাত নবীদের অবর্তমানে উম্মতের উপর নবীদের দায়িত্ব (সত্য
সাক্ষ্যদানের) অর্পিত দায়িত্ব পালনের অবহেলা করলে জবাবদিহী করতে হবে নিজে মানুষের
জন্য।
§ সাক্ষ্য দানের পদ্ধতিঃ
১. মৌখিক সাক্ষ্য
২. বাস্তব সাক্ষ্য
১. মৌখিক সাক্ষ্য দানঃ
মৌখিক সাক্ষ্য হচ্ছে নবীর মাধ্যমে আমাদের নিকট যে সত্য এসে পৌছেছে বক্তৃতা ও
লিখিত মাধ্যমে দুনিয়ার সামনে তাকে তুলে ধরা। আল্লাহর দ্বীন সম্পর্কে যুক্তি
প্রমানের দ্বারা সত্যতা প্রমান করে সকল বিপরীত মতাদর্শগুলোর অসত্যতা প্রমাণ করতে।
অর্থাৎ মানুষকে বুঝানোর ও তাদের মনে প্রবেশ করার সম্ভাব্য সকল প্রচেষ্টা চালানো।
সমগ্র মুসলিম জাতি যে পর্যন্তÍ মানুষকে হেদায়াতের পথ দেখাবার জন্য নবীদের ন্যায় চিন্তা
ভাবনা করবে, সে পর্যন্ত এ মৌখিক সাক্ষ্য দানের দায়িত্ব পুরোপুরি পালন হবেনা। সকল দিক ও
বিভাগে এই মহান সত্যের শিক্ষাকে পেশ করা। বিপরীত মতাদর্শের ত্রুটি নির্দেশ করা।
সত্যের সাক্ষ্যকে সকল কাজের কেন্দ্রীয় লক্ষ্যে পরিণত করা এবং সত্যের বিপরীত সাক্ষ্যদান
কারীর কোন আওয়াজকে বরদাস্ত করা যাবেনা।
২. বাস্তব সাক্ষ্যদানঃ
বাস্তব জীবনে সত্যের প্রচার প্রতিফলন। জীবন্ত মুসলিম হতে হবে অনুসরনের
ক্ষেত্রে সত্যের প্রতিমুর্তি। মুসলিম সমাজের নমুনা তৈরী।
§ মৌখিক সাক্ষ্য বিশ্লেষণঃ
মুসলমানের বর্তমান সাধারণ সাক্ষ্য ইসলামের প্রতিকূলে। ভূ-স্বামীরা আদালত, শিক্ষা, সাহিত্য, প্রচার
মাধ্যম, ব্যবসাবানিজ্য, নেতা, জনগনÑ সাক্ষ্য দিচ্ছে যে তাদের মুখে দুনিয়াবী
কাজ-কারবার এর চর্চা ব্যতীত অন্য কোন আলোচ্য বিষয় নেই, তারা
এমন কোন ধর্মের সাথে সম্পর্কিত নয় যারা আলোচনার কিছু সময় ব্যয় করতে পারে।
অনুরূপভাবে আমাদের সাহিত্যিকগণ সাক্ষ্য দান করছেন যে, ইংল্যান্ড,
আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার ধর্ম বিমুখ
নাস্তিক সাহিত্যিকদের যা আদর্শ তাদের আদর্শও তাই এবং মুসলিম সাহিত্যিক হিসেবে
তাদের সাহিত্যের কোন স্বতন্ত্র মর্মবাণী নেই।
§ বাস্তব সাক্ষ্য বিশ্লেষণঃ
কিছু ব্যতিক্রম ছাড়া মৌখিক সাক্ষ্যর তুলনায় এর অবস্থা আরো শোচনীয়। জাহিলিয়াতই
প্রাধান্য পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সমিতি রাজনৈতিক। লরেন্স ব্রাউনের উক্তি-
অধুনা লরেন্স ব্রাউন নামক জনৈক ইংরেজ লেখক ‘দি প্রসপেক্টস অব ইসলাম’ (The
Prospects of Islam) নামক গ্রন্থে বিদ্রুপ করে বলেছেনঃ- “আমরা যখন
ভারতে ইসলামের দেওয়ানী ও ফৌজদারী আইনকে সেকেলে ও অকেজো মনে করে রহিত করে দিয়ে কেবল
মুসলমানদের পার্সোনাল-ল’ হিসেবে রেখে দিয়েছিলাম, তখন
মুসলমানদের কাছে তা বড় অপছন্দনীয় বলে মনে হচ্ছিল। কারণ এর ফলে তাদের অবস্থা
এককালীন ইসলামী রাষ্ট্রে অমুসলিম যিম্মীদের অনুরূপ হয়ে গিয়েছিল। কিন্তুু এখন
আমাদের নীতি শুধু ভারতীয় মুসলমানদেরই মনঃপূত হয়নি, বরং
মুসলিম রাষ্ট্রগুলোও আজ আমাদের অনুসৃত নীতিরই অনুসরণ করছে। তুরস্ক ও আলবেনিয়া তো
বিবাহ, তালাক ও উত্তরাধিকার আইন পর্যন্ত আমাদের মানদন্ড
অনুযায়ী সংশোধন করে নিয়েছে। এ থেকে এ কথাই প্রমাণিত হচ্ছে যে, ‘আইনে উৎস হচ্ছে আল্লাহর ইচ্ছা মাত্র’- মুসলমানদের এ ধারণাটি নিছক একটি
পবিত্র কাহিনী ছাড়া আর কিছুই ছিল না।”
§ সাক্ষ্য দানের পূর্ণতাঃ
আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে পারলেই দ্বীনের পূর্ণ সাক্ষ্য প্রদান হবে।
ইসলাম প্রতিষ্ঠিত না থাকলে দ্বীনকে পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। সুতরাং শুধুমাত্র
দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই সাক্ষ্যদানের পূর্ণতা সম্ভব।
§ সত্য গোপনে শাস্তি:
১. দুনিয়ার শাস্তি:
গোটা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত। পূর্বে ইসলাম প্রতিষ্ঠিত স্থানগুলো
মুসলমানদের স্থানচ্যুত হয়ে যাওয়া।
২. আখেরাতের শাস্তিঃ
সত্যের সাক্ষ্য না দিলে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হয়। দায়িত্ব পালন না করার
কারনে পরকালে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে।
§ মুসলমানদের সমস্যাঃ
চিন্তার ক্রটিঃ
অন্যান্য জাতি পার্থিব যেসব সমস্যাকে মূল সমস্যা হিসেবে গুরুত্ব দেয় আমরাও
সেসব বিষয়কে একই ভাবে গুরুত্ব দিই। যেমন: সংখ্যালঘু হিসেবে মুসলিম।
সঠিক চিন্তাঃ
যাবতীয় সমস্যার উৎস মূল দায়িত্ব তথা সত্যের সাক্ষ্যদান হতে বিমুখতার পরিনতি।
কারন এ দায়িত্ব পালন না করার কারনেই অন্যেরা এসব সমস্যার সৃষ্টির সুযোগ পাচ্ছে।
যেমন:
আর যে সংখ্যালঘু মুসলিম জাতি সাক্ষ্যদানের মাধ্যমে সংখ্যাগুরুতে পরিণত হয়েছে।
§ সমস্যার সমাধান:
-যাবতীয়
সমস্যা সমাধানের পথ হচ্ছে যথাযথভাবে সত্যের সাক্ষ্য পেশ করা।
-আল্লাহর
আইন প্রতিষ্ঠাকারী তৈরি করা।
- সৎ লোক
তৈরী করা। আল্লাহর পথে ডাকার জন্য যোগ্য দা’য়ী থাকা।
§ আসল সমস্যাঃ
১. দুনিয়ায় মুসলিম হিসাবে প্রতিনিধিত্বের দাবী ইসলামের, বাস্তবে
ইসলাম বিরোধী মতবাদের প্রতিনিধিত্ব করি।
২. আল্লাহর আইন প্রতিষ্ঠা না করা।
৩. সৎ লোক না থাকা। আল্লাহর পথে প্রকৃত দা’য়ী না থাকা।
৪. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কারী না থাকা।
§ কাজের তিনটি পথঃ
১. যদি ভালো মনে করেন আমাদের সাথে শামিল হয়ে যান।
২. না হয় অন্য কোন ভালো ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হোন।
৩. এতেও না হলে খাঁটি ইসলামী পন্থায় একটি সুসংহত জামায়াত গঠন করুন।
- বিভিন্ন
দ্বীনি সংগঠন
- আমাদের
দাবী
- অভিযোগের
জবাব
§ নতুন ফিরকা চার ভাগে বিভক্তঃ
১. দ্বীনের সাথে সম্পর্কহীন কোন কিছুকে দ্বীনের মধ্যে শামিল করে মাপকাঠি
হিসেবে গ্রহণ করা।
২. কোন মাসাআলাকে কুরআন সুন্নাহর চাইতে বেশি গুরুত্ব দেওয়া।
৩. ইজতেহাদী বিষয়ে বাড়াবাড়ি করা।
৪. কোন ব্যক্তিকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা।
§ ফলাফলঃ
-দুনিয়ার
মানুষ ইসলাম সম্পর্কে ভুল তথ্য জানছে।
-মানুষ
আমাদের কারনে ইসলাম সম্পর্কে জানতে পারছে না।
§ মুসলমানদের দুনিয়ায় ব্যর্থতার কারণঃ
ইসলামের লেবেল খুলে দিয়ে কুফরী গ্রহন করলে দুনিয়াবী জিন্দেগী চাকচিক্যময় হত।
কিন্তু নাম ও কর্ম সংঘাত হওয়ায় উন্নতিও বন্ধ।
§ আমাদের কর্মপদ্ধতি:
১. মুসলমানদের ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান এবং তাদের দায়িত্ব সম্বন্ধে
সচেতন করা।
২. শুধু ব্যক্তিজীবন নয় ইসলামকে মানা এবং প্রতিষ্ঠার জন্য সামষ্টিক বা সংগঠনিক
প্রচেষ্ঠা প্রয়োজন। এটা বুঝিয়ে দেয়া।
§ দ্বীনের একাধিক দল গঠনের আশংকাঃ
আপাতত দৃষ্টিতে ইসলামী দল বেশি হলে বিশৃংখলা দেখা দিবে।
একাধিক দল গঠনের কারণ:
নবী করীম (সা:) পরিচালিত সংগঠনই শুধুমাত্র “আল জামায়াত” হিসাবে দাবী করতে
পারে। অন্য কোন দলকে “আল জামায়াত” বলা যাবে না। সুতরাং দ্বীনের জন্য একাধিক দল
গঠনে বাধা নেই।
§ ইসলামের প্রকৃতিঃ
- যাকাত
আদায়ের অধিকার।
- বায়তুল
মাল।
§ আমাদের উদ্দেশ্যঃ
জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মেনে নিয়ে মুসলমান হিসাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা
ও সত্যের সাক্ষ্যদানই
§ আমাদের লক্ষ্য।
ফলাফল: নিষ্ঠার সাথে সবাই কাজ করলে লক্ষ্য যেহেতু একই সেহেতু মাঝপথে অবশ্যই মিলিত
হবে।
(মাসুদা সুলতানা রুমী-এর ফেইসবুকপোষ্ট থেকে সংগৃহিত)
অনলাইনে আরেকটি নোট পড়ার জন্য এখানে ক্লিক করুন।
অন্যান্য বইয়ের নোট পড়ার জন্য এখানে ক্লিক করুন।
📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘📚📖📘
আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত হতে এখানেক্লিক করুন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং ফেইসবুক গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
Assalamoalikom..
ReplyDeletelearn islamic education in english please follow us.
equrancademy.blogspot.com