আমলের খাতাঃ কাতার প্রবাসী শিল্পী মাহবুব রিয়াজের গান - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 06, 2024

আমলের খাতাঃ কাতার প্রবাসী শিল্পী মাহবুব রিয়াজের গান



বলো দেখি প্রতিদিন কার কি কি কাজ

কোন্ কাজে কার কত বলো বেশি তাড়া,

কার বুকে ঝড় তোলে কোরানের রাজ-

আমলের খাতা কার হলো মন কাড়া!!

:

আজানের সুরেসুরে কার হাসে ভোর

দাওয়াতী কাজে যেতে খোলে কার দোর!

মন দিয়ে পড়ো কে কে আলোকিত বই-

যোগাযোগে কার মন দেয় কত নাড়া!!

:

মানবিক কাজে কার গেলো কত ক্ষণ

হাদীসের পাঠে বলো ছিলো কার মন,

ইবাদাতে ছিলো কিনা খুলুসিয়া প্রেম-

কারো সাথে হলো কিনা বদ আচরণ!

:

ঘুমানোর আগেভাগে ভেবে এইসব

কে কে বলো হাত তুলে 'ক্ষমা করো রব',

এইসব রিপোর্টেই লেখো যদি ঠিক-

সফলতা পাবে কেগো বলো তুমি ছাড়া।।

 

শিল্পীঃ

উস্তাদ উবায়দুল্লাহ তারেক

এবং

মাহবুব রিয়াজ।

অভিনয় কেন্দ্রিয় চরিত্রঃ

আব্দুল জব্বার

সাবেক কেন্দ্রিয় সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী

নারায়গঞ্জ মহানগর।

অভিনয় অন্যান্য চরিত্রঃ

আব্দুর রব ফারুকী সাবেক সভাপতি,নাঃগঞ্জ মহানগর, ছাত্রশিবির।

নজরুল ইসলাম সভাপতি,ইসলামী ছাত্রশিবির,কুমিল্লা দঃ

মারুফ বিল্লাহ, মাহদী, সিফাত, ইফতি।

রেকর্ডঃ

চন্দ্রালোক স্টুডিও

কম্পোজিশনঃ

মুজাহিদ বিন নূর

স্টোরিঃ

হাসিবুর রহমান হাসিব

সহযোগীতাঃ

আল-আবরার হজ্ব কাফেলা,ঢাকা।

গ্রাফিক্সঃ

আরাফাত মাহমুদ।

বিশেষ ধন্যবাদঃ

মাসুদ সাঈদী, মোশারফ খন্দকার, নোমান হোসেন নয়ন।

নির্মাতাঃ

রা কি ব - ফ রা জী।


No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।