বই পড়া প্রতিযোগিতা - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 21, 2024

বই পড়া প্রতিযোগিতা


বই পড়া প্রতিযোগিতা

গাজায় ইসরাঈলী হামলার বর্ষপূতিতে আমার প্রিয় বাংলা বই আয়োজন করতে যাচ্ছে নির্ধারিত বইয়ের উপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা।

👉 প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই আবুল আসাদ রচিতঃ

১.  অপারেশন তেলআবিব-১  ও ২. অপারেশন তেলআবিব-২

(বই দু’টি পড়ার জন্য এখানে ক্লিক করুন)

👉 প্রতিযোগিতায় প্রশ্ন থাকবে মোট ১০০টি। 

👉 উত্তর প্রদানের জন্য সময় থাকবে ২৪ ঘন্টা। 

👉 সকল প্রতিযোগীকে আমার প্রিয় বাংলা বই হোয়াইটসআপ গ্রুপে যুক্ত করা হবে। 

👉  প্রতিযোগিতার তারিখঃ 

৪ঠা অক্টোবর ২০২৪, রাত ১২:০১ মিনিট থেকে ৫ই অক্টোবর ২০২৪ রাত ১১:৫৯ মিনিট 

👉 প্রতিযোগিদের জন্য প্রশ্নপত্রের লিংক গ্রুপে শেয়ার করা হবে প্রতিযোগিতার নির্ধারিত সময়েঃ ৪ঠা অক্টোবর ২০২৪ রাত ১২টায়।

👉 প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অনলাইনে। 

ফলাফল প্রকাশঃ ৭ই অক্টোবর ২০২৪

👉 সবোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর মধ্যে যিনি সর্বাগ্রে উত্তর সাবমিট করবেন, তাকে প্রথম, তার পরবর্তী জনকে দ্বিতীয়  এবং তার পরের জনকে তৃতীয় স্থান অধিকারী বিবেচনা করে পুরস্কার প্রদান করা হবে। 

👉 পুরস্কার হিসাবে থাকবেঃ 

প্রথম পুরস্কার-১০ হাজার বাংলাদেশী টাকা।

দ্বিতীয় পুরস্কার-৬ হাজার বাংলাদেশী টাকা।

তৃতীয় পুরস্কার-৪ হাজার বাংলাদেশী টাকা। 

পুরস্কারের টাকা প্রতিযোগী প্রদত্ত বাংলাদেশের ব্যাংক একাউন্টে স্থানান্তর করে প্রতিযোগীর হোয়াইটসআপ নম্বরে জমা রশিদ প্রেরণ করা হবে।

👉 এই প্রতিযোগিতা কেবলমাত্র কাতার ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য।

👉 অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ৩০শে শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে নিবন্ধন করতে হবে।

(নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন)

 

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।