একটি বইয়ের নাম বদল ও তার বেঁচে থাকার কাহিনী - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

September 29, 2024

একটি বইয়ের নাম বদল ও তার বেঁচে থাকার কাহিনী


মুহাম্মদ নজরুলইসলামঃঃ মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী রাহি. কর্তৃক রচিত “কুরআন কী মা’আশী তা’লীমাত” বইটি পুস্তিকার আঁকারে প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে স্মৃতি প্রকাশনী থেকে। বইটির অনুবাদ করেন মাওলানা কারামত আলী নিজামী আর সম্পাদনা করেন অধ্যাপক ইউসুফ আলী। বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয় ১৯৯১ সালের ডিসেম্বরে। তখন বইটির বাংলা নাম ছিল “আল-কুরআনের অর্থনৈতিক শিক্ষা”।

এরপর বইটির আর কোন মুদ্রণ না থাকাতে বইটি প্রকাশের উদ্যোগ নেয় শতাব্দী প্রকাশনী। মাওলানা আব্দুস শহীদ নাসিম তখন বইটি নতুন করে অনুবাদ করেন এবং বইটির নাম পরিবর্তন করে নাম রাখা হয় “আল কুরআনেরঅর্থনৈতিক নীতিমালা”। ২০০০ সালে অক্টোবর মাসে বইটির প্রথম মুদ্রণ করা হয়। এরপর বইটি আর মুদ্রিত হয়েছি কি না, তা আমার জানা নেই।

কাতারে অনেক বছর আগে বইটি পাঠ্য তালিকায় অন্তর্ভূক্ত করা হলে বইটি ফটোকপি করার জন্য একজন দায়িত্বশীলের কাছ থেকে সংগ্রহ করা হয়। কিন্তু বইটির কোন প্রচ্ছদ পৃষ্টা ছিল না। বইটির অবয়বও ছিল খুই করুণ। এমতাবস্তায় ফটোকপি থেকে পাঠোদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নিউজপ্রিন্টের ছাপা হওয়ার কারণে এক পৃষ্টার ছাপার কালি অন্য পৃষ্টাতে চাপ পড়ে পড়ার অনুপযোগী হয়ে যায়। অপর দিকে বইটি অবস্থা এতো নাজুক ছিল যে, তা থেকে সরাসরি স্কেন করার মতো অবস্থায় ছিল না। এমন অবস্থায় বইটি ফটোকপি থেকে স্কেন করে তারপর প্রতিটি স্কেন ইমেইজে অন্যপৃষ্টার চাপটি উঠানোর জন্য দীর্ঘদিন কাজ করতে হয়। উল্লেখ্য যে, কম্পিউটার কমান্ডের মাধ্যমে এক কমান্ডে ঝকঝকে আবর্জনাহীন পেইজ তৈরী করার সফটওয়ার বা টেকনোলজি তখন ছিল অনুপস্থিত। অনেক দিনের চেষ্টার পর আমরা বইটিকে পড়ার উপযোগী করে কাতারের পাঠকদের জন্য ফটোকপি করে উপস্থাপন করি। বইয়ের প্রচ্ছদ না থাকায় আমরা নিজেদের মতো করে একটি সাদামাঠা প্রচ্ছদ বানিয়ে বইয়ের সাথে যুক্ত করি।

ঐ সব কাজের এক পর্যায়ে আমরা আরেকটু সময় নিয়ে বইটির পিডিএফ তৈরী করি এবং বিশ্বব্যাপী পাঠকের জন্য ‘আমার প্রিয় বাংলা বই’ ওয়েবসাইটে পিডিএফ যুক্ত করি।

এভাবেই বইটি আল কুরআনের অর্থনৈতিক নীতিমালা হিসাবেই পরিচিত ও পঠিত হয়ে আসছে।

1 comment:

  1. মুহাম্মদ নুর উদ্দীন চৌধুরীSeptember 30, 2024 at 4:09 AM

    মাশাআল্লাহ, মহান রব উত্তম প্রতিদান দান করুন।

    ReplyDelete

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।