আবু মূসা আল আশয়ারীরা. : মুহাম্মদ আব্দুল মাবুদ - আমার প্রিয় বাংলা বই

সাম্প্রতিকঃ

Post Top Ad

Responsive Ads Here

February 25, 2025

আবু মূসা আল আশয়ারীরা. : মুহাম্মদ আব্দুল মাবুদ

 

আসহাবে রাসূলের জীবন কথা

আসহাবে রাসূলের জীবন কথাঃ আবু মূসা আল আশয়ারীরা.

মুহাম্মদ আব্দুল মাবুদ


আবদুল্লাহ নাম, আবু মুসা কুনিয়াত কুনিয়াত দ্বারাই তিনি অধিক পরিচিত পিতা কায়েস, মাতা “তাইয়্যেবা” তাঁর ইসলামপূর্ব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়না এতটুকু জানা যায় যে, তিনি ইয়ামনের অধিবাসী ছিলেন তথাকার আল-আশয়ারগোত্রের সন্তান হওয়ায় তিনি আল-আশয়ারী’ হিসেবে প্রসিদ্ধি লাভ করেন

হযরত আবু মুসা ইসলামের পরিচয় লাভ করে ইয়ামন থেকে মক্কায় আসেন এবং রাসুলুল্লাহর সা. হাতে বাইয়াত হন মক্কার আবদু শামসগোত্রের সাথে বন্ধু সম্পর্ক গড়ে তোলেন কিছুদিন মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইয়ামন ফিরে যান

হযরত আবু মূসা ছিলেন তাঁর খান্দানের অন্যতম প্রভাবশালী নেতা খান্দানের লোকেরা খুব দ্রুত এবং ব্যাপকভাবে তাঁর দাওয়াতে সাড়া দেয় প্রায় পঞ্চাশজন মুসলমানের একটি দলকে সংগে নিয়ে রসূলুল্লাহর সা. কাছে যাওয়ার জন্য ইয়ামন থেকে সমুদ্রপথে যাত্রা করেন সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এ দলটিকে হিজাযের পরিবর্তে হাবশায় ঠেলে নিয়ে যায় এদিকে হযরত জাফর বিন আবী তালিব ও তাঁর সংগী সাথীরা — যারা তখনও হাবশায় অবস্থান করছিলেন, মদীনার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আবু মুসা তার দলটিসহ এই কাফিলার সাথে মদীনার পথ ধরলেন তাঁরা দীনায় পৌঁছলেন, আর এদিকে রাসূলুল্লাহর সা. নেতৃত্বে মুসলিম বাহিনী খাইবার বিজয় শেষ করে মদীনার ফিরেন রাসূল সা. আবু মুসা ও তার সংগী সকলকে খাইবারের গনীমতের অংশ দান করেন

হযরত আবু মুসা মক্কা বিজয় ও হুনাইন যুদ্ধে শরিক ছিলেন হুনাইনের ময়দান থেকে পালিয়ে ৰুৰু হাওয়াযিন ‘আওতাসউপত্যকায় সমবেত হয় রাসূল সা. তাদেরকে সমূলে উৎখাতের জন্য হরত আবু আমেরের নেতৃত্বে একটি দল পাঠান তারা আওতাস পৌঁছে হাওয়াযিন সরদার দুরাইদ ইবাস সাম্মাকে হত্যা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় কিন্তু ঘটনাক্রমে হাশামী নামক এক মুগরিকের নিক্ষিপ্ত তীরে হযরত আবু আমের মারাত্মকভাবে আহত হন আবু মূসা আশয়ারী পিছু যাওয়া করে এই মুশরিককে হত্যা করেন

হযরত আবু আমের মৃত্যুর পূর্বে আবু মূসাকে তার স্থলাভিষিক্ত করেন এবং আবু মূসার কাছে এই বাসে অনুরোধ করেন যে, ভাই, রাসূলুল্লাহর সা. খেদমতে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার মাগফিরাতের জন্য দুআ করতে বলবেন আবু আমের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আবু ফুল তার বাহিনীসহ মদীনায় ফিরে এসে রাসূলুল্লাহর সা. নিকট আবু আমেরের অস্তিম অসীয়াতের বা বর্ণনা করলেন রাসূল সা. সাথে সাথে পানি আনিয়ে অযু করলেন এবং আবু আমেরের মাগফিরাত কামনা করে দুআ করলেন আবু মূসা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ্, আমার জন্যও একটু দুলা করুন রাসূল সা. দুআ করলেন, “হে আল্লাহ, আবদুল্লাহ ইবন কায়েসের পাপসমূহ যাক করে দিন কিয়ামতের দিন সম্মানের সাথে তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিন

হিজরী নবম সনে তাবুক অভিযানের তোড়জোড় চলছে আবু মুসার সংগী-সাথীরা তাকে দেন রাসূলুল্লাহর সা. কাছে তাদের জন্য সওয়ারী চেয়ে আনার জন্য ঘটনাক্রমে আবু মূসা কখন পৌঁছলেন, রাসূলুল্লাহ সা. তখন যে কোন কারণেই হোক একটু উত্তেজিত ছিলেন আবু মুসা | না ঘুরে আরজ করলেনঃ ইয়া রাসূলুল্লাহ, আমার সাথীরা আমাকে পাঠিয়েছে, আপনি যেন তাদেরকে, সওয়ারী দান করেন রাসূল সা. বসে ছিলেন উত্তেজিত কণ্ঠে তিনি বলে ওঠেনঃ আল্লাহর কসম, তোমাদের কোন সওয়ারী আমি দেবনা আবু মুসা ভীত হয়ে পড়লেন, না জানি কোন বেয়াদবী হয়ে গেল অত্যন্ত দুঃখিত মনে ফিরে এসে সংগী-সাথীদের তিনি এ দুঃসংবাদ দিলেন কিন্তু তখনও তিনি স্থির হয়ে দাঁড়াতে পারেননি, এর মধ্যে হযরত বিলাল দৌড়ে এলেনঃ আবদুল্লাহ ইবন কায়েস, কোথায় তুমি? চলো রাসুলুল্লাহ সা. তোমাকে ডাকছেন তিনি বিলালের সাথে রাসূলুল্লাহর সা. দরবারে হাজির হলেন

রাসূল সা. নিকটেই বাঁধা দু’টি উর্টের দিকে ইঙ্গিত করে বললেনঃ এ দু’টিকে তোমার সাথীদের কাছে নিয়ে যাও হযরত আবু মূসা উট দু’টি নিয়ে গোত্রীয় লোকদের কাছে ফিরে এসে বললেনঃ “রাসূল সা. এ দু’টি উট তোমাদের সওয়ারী রূপে দান করেছেন, তবে তোমাদের কিছু লোককে আমার সাথে এমন একজন লোকের কাছে যেতে হবে যে রাসূলুল্লাহর পূর্বের কথা শুনেছিল যাতে তোমাদের এ ধারণা না হয় যে, আমি আগে যা বলেছিলাম তা আমার মনগড়া কথা ছিল” লোকেরা বললোঃ আল্লাহর কসম, আমরা আপনাকে সত্যবাদী বলেই বিশ্বাস করি তবে আপনি যখন বলছেন, চলুন এভাবে কিছু লোককে সংগে নিয়ে তিনি তাঁর পূর্বের কথার সত্যতা প্রমাণ করেন

তাবুক থেকে ফেরার পর একদিন আশয়ারী-গোত্রের দুজন নেতৃস্থানীয় ব্যক্তি হযরত আবু মূসা আশয়ারীকে সংগে নিয়ে রাসূলুল্লাহর কাছে গেল তারা রাসূলুল্লাহর কাছে যে কোন একটি পদ লাভের আকাঙ্খা ব্যক্ত করলো রাসূল সা. মিসওয়াক করছিলেন তাদের কথা শুনে তাঁর মিসওয়াক করা বন্ধ হয়ে যায় তিনি আবু মুসার দিকে ফিরে বললেনঃ আবু মূসা, আবু মূসা! আবু মূসা আরজ করলেনঃ ইয়া রাসূলাল্লাহ, আমি তাদের অন্তরের কথা জানতাম না আমি জানতাম না এ ভাবে তারা কোন পদ লাভের আকাঙ্খা ব্যক্ত করবে রাসূল সা. বললেনঃ যদি কেউ নিজেই কোন পদের আকাঙ্খী হয়, আমি কক্ষনো তাকে সেই পদে নিয়োগ করবো না তবে, আবু মূসা তুমি ইয়ামন শ্যাও আমি তোমাকে সেখানকার ওয়ালী নিয়োগ করলাম

সেই প্রাচীনকাল থেকে ইয়ামন দু’ভাগে বিভক্ত ছিলঃ ইয়ামন আকসা ও ইয়ামন আদনা, হযরত মুয়াজ বিনজাবালকে ইয়ামন আকসার এবং আবু মুসাকে ইয়ামন আদনার ওয়ালী নিয়োগ করা হয় দুজনকে বিদায় দেওয়ার সময় রাসূল সা. তাদেরকে এই বলে উপদেশ দেনঃ “ইয়ামনবাসীর সাথে নরম ব্যবহার করবে, কোন প্রকার কঠোরতা করবে না মানুষকে খুশী রাখবে, ক্ষেপিয়ে তুলবে না পরস্পর মিলে মিশে বসবাস করবে

নিজ দেশ হওয়ার কারণে ইয়ামন বাসীর ওপর হযরত আবু মূসার যথেষ্ট প্রভাব পূর্ব থেকেই ছিল তাই সুষ্ঠু ভাবেই তিনি তাঁর দায়িত্ব পালন করেন পার্শবর্তী ওয়ালী হযরত মুয়াজ বিন জাবালের সাথে তাঁর ব্যক্তিগত বন্ধুত্ব ছিল মাঝে মাঝে সীমান্তে গিয়ে তারা মিলিত হতেন এবং বিভিন্ন বিষয়ে পরস্পর মত বিনিময় করতেন

হিজরী দশম সনে রাসূলুল্লাহ সা. শেষ হজ্জ আদায় করেন হযরত আবু মূসা ইয়ামন থেকে এসে হচ্ছে অংশ গ্রহণ করেন রাসূলুল্লাহ সা. জিজ্ঞেস করলেনঃ আবদুল্লাহ ইবন কায়েস, তুমি কি হজ্জের উদ্দেশ্যে এসেছ? জবাব দিলেনঃ হাঁ ইয়া রাসুলাল্লাহ ! প্রশ্ন করলেনঃ তোমার নিয়ত কি ছিল? বললেনঃ আমি বলেছিলাম, রাসূল্লাহর সা. যে নিয়াত আমারও সেই নিয়াত আবার প্রশ্ন করলেনঃ কুরবানীর পশু সংগে এনেছো কি? বললেনঃ না রাসূল সা. নির্দেশ দিলেন. তাওয়াফ ও সায়ী করার পর ইহরাম ভেঙ্গে ফেল (সহীহুল বুখারী) উল্লেখ্য যে, রাসূল সা. হচ্ছে কিরান আদায় করেছিলেন আর হচ্ছে কিরানের জন্য কুরবানীর পশু সংগে নেওয়া জরুরী

হজ্জ শেষে আবু মুসা ইয়ামন ফিরে আসেন এদিকে আসওয়াদ আনাসী নামক এক ভণ্ড নবী নবুওয়াত দাবী করে, বিদ্রোহ ঘোষণা করে বসে এমনকি হযরত মুয়াজ বিন জাবাল আবু মুসার রাজধানী- মারেব’ চলে আসতে বাধ্য হন এখানেও তারা বেশী দিন থাকতে পারলেন না অবশেষে তারা হাদরামাউতে আশ্রয় নেন যদিও ইবন মাকতূহ মুরানী আসওয়াদ আনাসীকে হত্যা করেন, তবুও রাসূলুল্লাহর সা. ইনতিকালে আবার বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে অতঃপর প্রথম খলীফা হযরত আবু বকর রা. মদীনা থেকে একটি বাহিনী পাঠিয়ে এই বিদ্রোহ নির্মূল করেন ইয়ামনের দুই ওয়ালী নিজেদের স্থানে আপন আপন দায়িত্বে ফিরে গেলেন হযরত আবু মূসা হাদরামাউত থেকে স্বীয় কর্মস্থল মারেব ফিরে আসেন এবং দ্বিতীয় খলীফার খিলাফত কালের প্রথমপর্যায় পর্যন্ত অত্যন্ত সফলভাবে স্বীয় দায়িত্ব পালন করতে থাকেন

হযরত উমারের রা. খিলাফতকালে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা শুরু হলে আবু মূসা রা. জিহাদে শরিক হওয়ার প্রবল আকাঙ্খায় ওয়ালীর দায়িত্ব ত্যাগ করে হযরত সাদ ইবন আবী ওয়াক্কাসের বাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন হিজরী ১৭ সনে সেনাপতি সাদের নির্দেশে তিনি নাসিবীনজয় করেন এ বছরই বসরার ওয়ালী মুগীরা ইবন শুবাকে রা. অপসারণ করে তার স্থলে আবু মুসাকে রা. নিয়োগ করা হয়

খুয়িস্তান হচ্ছে বসরার সীমান্ত সংলগ্ন এলাকা ঐ এলাকাটি তখনও ইরানীদের দখলে ছিল হিজরী ১৬ সনে ঘুষিস্তান দখলের উদ্দেশ্যে হযরত মুগীরা রা. আহওয়াযে সামরিক অভিযান পরিচালনা করেন আহওয়াযের সর্দার অল্প কিছু অর্থ বার্ষিক কর দানের বিনিময়ে মুগীরার সাথে সন্ধি করে মুগীরা ফিরে যান হিজরী ১৭ সনে মুগীরার স্থলে আবু মূসা দায়িত্ব গ্রহণ করলে আহওয়াযবাসী কর প্রদান বন্ধ করে দিয়ে বিদ্রোহ ঘোষণা করে বাধ্য হয়ে আবু মূসা সৈন্য পাঠিয়ে আহওয়ায় দখল করেন এবং মানাযির পর্যন্ত অভিযান অব্যাহত রাখেন বিশিষ্ট সেনা অফিসার হযরত মুহাজির ইবন যিয়াদ রা. এই মানাযির অভিযানের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন শত্রু বাহিনী তাঁর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে কিল্লার গম্বুজে ঝুলিয়ে রাখে আবু মুসা হযরত মুহাজিরের ভাই হযরত রাবীকে মানাযির দখলের দায়িত্ব দেন রাবী মানাযির দখলে সফল হন

এদিকে হযরত আবু মূসা সোসঅবরোধ করেন শহরবাসী কিল্লায় আশ্রয় নেয় অবশেষে তাদের নেতা এই শর্তে আবু মূসার সাথে সমঝোতায় পৌঁছে যে, তাঁর খান্দানের এক শব্যক্তিকে জীবিত রাখা হবে নেতা এক এক করে এক শব্যক্তিকে হাজির করলো এবং আবু মুসা তাদের মুক্তি দিলেন দুর্ভাগ্যক্রমে নেতা নিজের নামটি পেশ করতে ভুলে গেল এবং সন্ধির শর্তানুযায়ী তাকে হত্যা করা হলো সোসঅবরোধের পর আবু মূসা রামহরমঅবরোধ করেন এবং বার্ষিক আট লাখ দিরহাম কর আদায়ের শর্তে তাদের সাথে সন্ধি হয়

চারদিক থেকে তাড়া খেয়ে শাহানশাহে ইরানের সেনাপতি হরমুযান শোশতার-এর মজবুত-কিল্লায় এসে আশ্রয় নিয়েছে আবু মূসা শহরটি অবরোধ করে বসে আছেন শহরটির পতনের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে একদিন অপ্রত্যাশিতভাবে এক ব্যক্তি গোপনে শহর থেকে বেরিয়ে আবু মূসার ছাউনীতে চলে এলো সে প্রস্তাব দেয়, যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়, সে শহরের পতন ঘটিয়ে দেবে লোকটির শর্ত মনজুর হলো সে ‘আশরাসনামক এক আররকে সংগে নিল আশরাস চাদর দিয়ে মাথা মুখ ঢেকে চাকরের মত লোকটির পিছে পিছে চললো তারা নদী ও গোপন সুড়ঙ্গ পথে শহরে প্রবেশ করে এবং নালা অলি-গলি পেরিয়ে হরমুযানের খাস মহলে গিয়ে হাজির হয় এভাবে আশরাস শহরের সব অবস্থা পর্যবেক্ষণ করে গোপনে আবার আবু মূসার কাছে ফিরে আসে এবং বিস্তারিত রিপোর্ট পেশ করে অতঃপর আবুমুসার নির্দেশে অশিরাস দুশো জানবাজ সিপাহী সংগে করে হঠাৎ আক্রমণ করে দ্বাররক্ষীদের হত্যা করে দরযা খুলে দেয় এদিকে আবু মুসা ও তাঁর সকল সৈন্যসহ দরজার মুখেই উপস্থিত ছিলেন দরযা খোলার সাথে সাথে সকল সৈনিক একযোগে নগর অভ্যন্তরে প্রবেশ করে শহরে হৈ চৈ পড়ে যায় হরমুযান দৌড়ে কিল্লায় আশ্রয় নেয় মুসলিম বাহিনী কিল্লার পাশে পৌঁছলে হরমুযান কিল্লার গম্বুজে উঠে ঘোষণা করে যে, যদি আত্মসমর্পণের পর মদীনায় উমারের কাছে আমাকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি আত্মসমর্পণে রাজী তাঁর শর্ত মনজুর করা হয় এবং তাকে হযরত আনাসের রা. সাথে দারুল খিলাফাত মদীনায় পাঠিয়ে দেওয়া হয়

শোশতার’ বিজয়ের পর আবু মূসার নেতৃত্বে মুসলিম বাহিনী ‘জুনদিসাবুরঅবরোধ করে এ অবরোধ বেশ কিছুদিন ধরে চলছিল একদিন শহরবাসী হঠাৎ শহরের ফটক উন্মুক্ত করে দেয় তারা অত্যন্ত শান্তভাবে আপন আপন কাজে ব্যস্ত মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে তাদের এমন নিঃশঙ্কভাব দেখে অবাক হয়ে যায় জিজ্ঞেস করলে তারা জানালো, কেন আমাদের তো জিযিয়ার শর্তে নিরাপত্তা দেয়া হয়েছে খোঁজ-খবর নিয়ে জানা গেল, মুসলিম বাহিনীর এক দাস সকলের অগোচরে একাই এ নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করেছে সেনাপতি আবু মুসা দাসের এ চুক্তি মানতে অস্বীকার করলেন শহরবাসী বললো, কে দাস, কে স্বাধীন তা আমরা জানিনে শেষে বিষয়টি মদীনায় খলিফার দরবারে উত্থাপিত হলো খলীফা জানালেন, মুসলমানদের দাসও মুসলমান যাদেরকে সে আমান বা নিরাপত্তা দিয়েছে, সকল মুসলমানই যেন তাদের আমান দিয়েছে এভাবে আবু মূসার নেতৃত্বে গোটা খুযিস্তানে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয় এবং সেই সাথে তাঁর অবস্থান স্থল বসরা শত্রুর হুমকি থেকে মুক্ত হয়ে যায়

খুযিস্তানের পতনের পর হিজরী ২১ সনে ইরানীরা নিহাওয়ান্দে এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয় খলীফা উমার রা. নুমান ইবনে মুকরিনকে বিরাট এক বাহিনীসহ নিহাওয়ান্দে পাঠান এবং আবু মুসাকে তাঁকে সাহায্য করার নির্দেশ দেন খলীফার নির্দেশ পেয়ে বিরাট এক বাহিনীসহ তিনি নিহাওয়ান্দে পৌঁছেন এ যুদ্ধেও ইরানী বাহিনী মারাত্মকভাবে পরাজয় বরণ করে

খুযিস্তান জয়ের পর বিজিত এলাকা বসরার সাথে একীভূত করার জন্য আবু মূসা আবেদন জানালেন খলীফার কাছে এদিকে কুফাবাসীরাও কুফার সাথে একীভূত করার দাবী জানালো তাদের ওয়ালী আম্মার বিন ইয়াসিরের রা. নিকট খলীফা আবু মূসার দাবী সমর্থন করে বিজিত এলাকা বসরার সাথে একীভূত করলেন এ দিকে কুফাবাসী তাদের দাবী পূরণে ব্যর্থ হওয়ায় হযরত আম্মারের বিরুদ্ধে বিক্ষুদ্ধ হয়ে ওঠে অবশেষে খলীফা কুফাবাসীদের দাবী অনুযায়ী আম্মারকে সুরিয়ে হিজরী ২২ সনে আবু মুসাকে কুফার ওয়ালী নিযুক্ত করেন কিন্তু একবছর পর হিজরী ২৩ সনে আবার বসরায় বদলী হন

এ বছরই [হিঃ ২৩] দাব্বানামক এক ব্যক্তি খলীফার কাছে আবু মূসার বিরুদ্ধে নিম্নের অভিযোগগুলি উত্থাপন করেঃ

১. আবু মূসা যুদ্ধবন্দীদের থেকে ষাটজন সর্দার পুত্রকে নিজেই নিয়ে নিয়েছেন

২. তিনি শাসন কার্যের যাবতীয় দায়িত্ব যিয়াদ ইবন সুমাইয়্যার ওপর ন্যস্ত করেছেন এবং প্রকৃতপক্ষে যিয়াদই এখন সকল দণ্ডমুণ্ডের মালিক

৩. তিনি কবি হুতাইয়্যাকে এক হাজার দিরহাম ইনয়াম দিয়েছেন

৪. আকলিয়্যা নান্মী তাঁর এক দাসীকে দুবেলা উত্তম খাবার দেওয়া হয়, অথচ তেমন খাবার সাধারণ মানুষ খেতে পায় না

হযরত উমার নিজহাতে অভিযোগগুলি লিখলেন আবু মূসাকে মদীনায় ডেকে জিজ্ঞাসাবাদ করলেন অভিযোগগুলির সত্য মিথ্যা নিরুপনের জন্য যথারীতি অনুসন্ধান চালালেন প্রথম অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলো দ্বিতীয় অভিযোগের জবাব দিলেন যে, যিয়াদ একজন তুখোড় রাজনীতিক ও দক্ষ প্রশাসক তাকে আমি উপদেষ্টা নিয়োগ করেছি খলীফা যিয়াদকে ডেকে পরীক্ষা নিলেন এবং তাঁকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখতে পেলেন যিয়াদকে তাঁর পদে বহাল রাখার নির্দেশ দিলেন তৃতীয় অভিযোগের জবাবে বললেন, হুতাইয়্যা যাতে আমার হিজু (নিন্দা) না করে এ জন্য আমি তাকে আমার নিজস্ব অর্থ থেকে উপঢৌকন দিয়েছি কিন্তু চতুর্থ অভিযোগের কোন জবাব তিনি দিতে পারলেন না হযরত উমার রা. একটু বকাবকি করে তাকে ছেড়ে দিলেন (তাবারী)

আবু মূসা এ বছরই (হিঃ ২৩) ইস্পাহানে অভিযান চালিয়ে অঞ্চলটি ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত করেন ইস্পাহান বিজয় শেষ করে ফিরে এলে সেই বছরই তাকে বসরা থেকে কুফায় বদলী করা হয়

বসরাবাসীদের ভীষণ পানি-কষ্ট ছিল বিষয়টি খলিফার দরবারে পৌঁছানো হলো দিজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত নেওয়ার জন্য খলীফা নির্দেশ দিলেন আবু মূসার নেতৃত্বে দশ মাইল দীর্ঘ একটি খাল খনন করে বসরাবাসীর পানি-কষ্ট দূর করা হয় ইতিহাসে এ খাল নহরে আবী মূসা নামে প্রসিদ্ধ

হিজরী ২৩ সনে জিলহজ্জ মাসে দ্বিতীয় খলীফা উমার রা. শাহাদাত বরণ করেন হযরত উসমান খিলাফতের দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনের কাঠামোতে অনেক রদবদল করেন কিন্তু হিজরী ২৯ সন পর্যন্ত আবু মূসা বসরার ওয়ালীর পদে বহাল থাকেন

হিজরী ২৯ সনে কুর্দীরা বিদ্রোহ ঘোষণা করে আবু মূসা মসজিদে তাদের বিরুদ্ধে জিহাদ সম্পর্কে এক জ্বালাময়ী ভাষণ দান করেন ভাষণে আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলার ফজীলাত বর্ণনা করেন তার প্রতিক্রিয়া স্বরূপ কিছু মুজাহিদ তাদের নিকট ঘোড়া থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু আবু মুসার কিছু সমালোচক তাদেরকে বললোঃ আমাদের এত তাড়াতাড়ি করা উচিত হবে না দেখা যাক আমাদের আমীর আবু মুসা কি ভাবে চলেন আবু মুসাও ঘোড়ার ওপর সওয়ার হয়ে বের হয়ে এলেন মুজাহিদরা তাঁর ঘোড়ার লাগাম ধরে প্রতিবাদ করে বসলো

আসলে আবু মুসার ভাষণের অর্থ এমন ছিলনা যে, যাদের ঘোড়া আছে তারা তাদের কাজে তা ব্যবহার করবে না বস্তুতঃ তখন সময়টি ছিল ফিতনা ও ষড়যন্ত্রের হাঙ্গামাবাজরা এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে মদীনায় চলে গেল এবং তাঁর অপসারণ দাবী করলো খলীফা উসমান তাঁকে সরিয়ে নিলেন

হিজরী ৩৪ সনে কুফাবাসীদের অনুরোধে সাঈদ ইবনুল আসের স্থলে খলীফা উসমান আবু মুসাকে আবার কুফার ওয়ালী নিয়োগ করেন খিলাফতের সর্বত্র তখন চলছে দারুণ চক্রান্ত ও ষড়যন্ত্র রাসূলুল্লাহর সা. ভবিষ্যদ্বাণী আবু মূসার স্মরণে ছিল তাই তিনি তাঁর বক্তৃতা-ভাষণে সর্বদা কুফাবাসীদের এ ভবিষদ্বাণীর কথা শোনাতেন তাদেরকে সব ফিতনা থেকে দুরে থাকার উপদেশ দিতেন হিজরী ৩৫ সনে হযরত উসমানের রা. শাহাদাত ও হযরত আলীর রা. খলীফা হওয়ার পর সেই ফিত্‌না আত্মপ্রকাশ করে

তৃতীয় খলীফা হযরত উসমানের রা. রক্তের কিসাসের দাবীতে সোচ্চার হয়ে হযরত আয়িশা, ভালহা ও যুবাইর রা. মক্কা থেকে বসরার দিকে রওয়ানা হলেন এদিকে তাঁদের প্রতিরোধের উদ্দেশ্যে খলীফা হযরত আলী রা. উপস্থিত হলেন যিকার নামক স্থানে অন্যদিকে তিনি আম্মার বিন ইয়াসিরের সাথে হযরত হাসানকে রা. পাঁঠালেন কুফায় হযরত হাসান যখন কুফা পৌঁছলেন, আবু মুসা আশয়ারী তখন কুফার মসজিদে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন ভাষণে তিনি জনগণকে এই ফিত্না থেকে দূরে থাকার উপদেশ দিচ্ছিলেন হযরত হাসান সেখানে উপস্থিত হলেন এবং মূসার রা. সাথে তার কিছু বাক বিতণ্ডা হয় আবু মূসা নীরবে মসজিদের মিম্বর থেকে নেমে আসেন এবং কোন রকম প্রতিবাদ না করে সোজা সিরিয়ার এক অজ্ঞাত গ্রামে গিয়ে বসবাস করতে থাকেন এভাবে তিনি এ গৃহযুদ্ধে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেন সিফফিনে হযরত আলী ও হযরত মুয়াবিয়া রা. যুদ্ধ বিরতি ঘোষণা করলেন এই শর্তে যে, উভয় পক্ষে একজন করে দুজন নিরপেক্ষ বিচারকের ওপর বিষয়টি নিষ্পত্তির ভার দেওয়া হবে তাদের মিলিত সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেবে আলীর রা. পক্ষ আবু মুসাকে এবং মুয়াবিয়ার রা. পক্ষ আমর ইবনুল আসকে রা. বিচারক নিযুক্ত করেন

উভয় পক্ষ ‘দুমাতুল জান্দাল’ নামক স্থানে একত্র হলেন বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হলো অবশেষে তারা উভয়ে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে, উম্মাতের স্বার্থে আলী ও মুয়াবিয়া উভয়কে খিলাফতের পদ থেকে অপসারণ করতে হবে এবং মজলিসে শূরা তৃতীয় কাউকে খলীফা নির্বাচন করবে তারা উভয়ে জনগণের সামনে হাজির হলেন তাদের সিদ্ধান্ত ঘোষণার জন্য আমর ইবনুল আসের অনুরোধে আবু মূসা প্রথমে উঠে তাঁর সিদ্ধান্ত ঘোষণা করলেন; কিন্তু আমর তাঁর পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে হযরত মুয়াবিয়াকে খলীফা ঘোষণা করে বসলেন আবু মুসা স্তম্ভিত হয়ে গেলেন

আসলে আবু মুসা রা. ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির ধোকা ও কূটনীতি কি জিনিস তা তিনি জানতেন না এ কারণে তাঁকে বিচারক নিযুক্ত করার ব্যাপারে হযরত আলী রা. দ্বিমত পোষণ করেছিলেন কিন্তু তাঁর পক্ষের লোকদের চাপাচাপিতে তিনিও মেনে নেন আমর ইবনুল আসের কূটনৈতিক চালে পরাজিত হয়ে আবু মূসা অনুশোচনায় এত দক্ষিভূত হলেন যে, সেই মুহূর্তে তিনি মক্কার পথ ধরলেন জীবনে আর কোন ব্যাপারে তিনি অংশ গ্রহণ করেননি তাঁর মৃত্যু সন ও স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে কারো মতে মক্কায় আবার কারো মতে তিনি কুফায় মৃত্যু বরণ করেন তবে সর্বাধিক প্রসিদ্ধ মতে তিনি মক্কায় ইনতিকাল করেন অনুরূপভাবে তাঁর মৃত্যু সন হিঃ ৪২, ৪৪ ও ৫২ সন বলে একাধিক মত রয়েছে তবে প্রসিদ্ধ মতে হিঃ ৪৪ তাঁর মৃত্যু সন (তাজকিরাতুল হুফ্ফাজ)

হযরত আবু মূসা রা. জীবনের শেষ পর্যন্ত রাসূলুল্লাহর সা. আদেশ নিষেধ পালনে অত্যন্ত যত্নবান ছিলেন এমন কি যখন তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেলেন, তখন মহিলারা কান্নাকাটি শুরু করে দেয় সেই মারাত্মক মুহূর্তেও ক্ষণিকের জন্য চেতনা ফিরে পেয়ে বলে ওঠেনঃ যে জিনিস থেকে রাসূল স্বীয় দায়িত্বমুক্তির কথা ঘোষণা করেছেন আমিও তা থেকে দায়িত্বমুক্ত রাসূল সা. এমন বিলাপকারিনীদের থেকে দায়িত্ব মুক্তির কথা বলেছেন

প্রথম জীবনে দারিদ্র ছিল তাঁর নিত্য সঙ্গী কিন্তু পরবর্তী জীবন সচ্ছলতায় কেটেছে হযরত উমার রা. তাঁর ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন

রাসূলুল্লাহর সা. বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য যাদের হয়েছিল হযরত আবু মুসা রা. সেই সব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন রাসূলুল্লাহর সা. জীবদ্দশায় যে ছয় ব্যক্তি ফাতওয়া দানের অনুমতি পেয়েছিলেন, তিনি তাঁদের অন্যতম (তাজকিরাতুল হুফ্‌ফাজ) আসওয়াদ নামক একজন বিশিষ্ট তাবেয়ী বলেন, আমি কুফায় হযরত আলী ও হযরত আবু মুসা রা. অপেক্ষা অধিক জ্ঞানী ব্যক্তি আর দেখিনি হযরত আলী রা. বলতেনঃ মাথা থেকে পা পর্যন্ত আবু মুসা ইলমের রঙে রঞ্জিত তিনি সব সময় জ্ঞানী ব্যক্তিবর্গের সাহচর্য্যে থাকতেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এ আলোচনা কখনও কখনও বাহাস-মুনাজিরা পর্যন্ত পৌঁছে যেত বিশেষতঃ আবদুল্লাহ ইবন মাসউদ ও মুয়াজ বিন জাবালের রা. সাথে তাঁর বিশেষ তর্ক বাহাস হতো একবার তায়াম্মুমের মাসয়ালার ব্যাপারে আবদুল্লাহ ইবন মাসউদ ও আবু মূসার রা. মধ্যে বিতর্ক হয় ইমাম বুখারী-‘তায়াম্মুম’ অধ্যায়ে এ বিতর্ক বর্ণনা করেছেন

তিনি যে শুধু জ্ঞান পিপাসু ছিলেন তাইনা, জ্ঞানের প্রচার ও প্রসারের জন্যও আপ্রাণ চেষ্টা করতেন তিনি মনে করতেন, যতটুকু তিনি জানবেন অন্যকে তা জানানো ফরয একবার এক ভাষণে বলেনঃ যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেছেন, তার উচিত অন্য ভাইদের তা জানানো তবে যে বিষয়ে তার কোন জ্ঞান নেই সে সম্পর্কে একটি শব্দও মুখ থেকে বের করবে না তাঁর দারসের পদ্ধতিও ছিল বিভিন্ন ধরনের যথারীতি হালকায়ে দারস ছাড়াও কখনও কখনও লোকজন জড়ো করে তাদের সামনে ভাষন দিতেন পথে-ঘাটে কোথাও এক স্থানে কিছু লোকের দেখা পেলে তাদের কাছে রাসুলুল্লাহর সা. দুএকটি বাণী পৌঁছে দিতেন শিক্ষাদানের ক্ষেত্রে তিনি খুব কোমল আচরণ করতেন কেউ অজ্ঞতা বশতঃ বোকার মত যদি কোন প্রশ্ন করে বসতো, তিনি উত্তেজিত হতেন না অত্যন্ত নরম সুরে তাকে বুঝিয়ে দিতেন

পবিত্র কুরআনের সাথে আবু মূসার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর রাত-দিনের প্রায় প্রতিটি মুহূর্ত কুরআন তিলাওয়াত ও কুরআন শিক্ষাদানের মাধ্যমে ব্যয় করতেন ইয়ামনের ওয়ালী থাকাকালে একবার মুয়াজ বিন জাবাল জিজ্ঞেস করেছিলেন, আপনি কিভাবে কুরআন তিলাওয়াত করেন? বললেনঃ রাত্র দিনে যখনই সুযোগ পাই একটু করে তিলাওয়াত করে নিই তিনি সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করতেন রাসূল সা. বলতেনঃ আবু মুসা দাউদের আ. লাহানের কিছু অংশ লাভ করেছে

তাঁর তিলাওয়াত রাসূলের সা. খুবই পছন্দ ছিল তার কুরআন তিলাওয়াত শুনতে পেলেই রাসূল সা. দাঁড়িয়ে যেতেন একবার হযরত আশিয়াকে রা. সংগে করে রাসূল সা. কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে আবু মূসার কুরআন তিলাওয়াত শুনতে পেয়ে সেখানেই দাঁড়িয়ে যান কিছুক্ষণ শোনার পর আবার সামনে অগ্রসর হন একবার মসজিদে নববীতে আবু মুসা জোর আওয়াযে ইশার নামাযে কুরআন তিলাওয়াত করছিলেন সুমধুর আওয়ায শুনে উন্মুহাতুল মুমিনীন হুজরার পর্দার কাছে এসে কান লাগিয়ে কুরআন তিলাওয়াত শুনতে থাকেন সকালে যখন এ কথা জানতে পারলেন, বললেন, আমি যদি তখন একথা জানতে পারতাম তাহলে আরো চিত্তাকর্ষক আওয়াযে তিলাওয়াত করে তাদেরকে কুরআনের আশেক বানিয়ে দিতাম তাঁর এই অসাধারণ খোশ লাহানের কারণেই রাসূল সা. মুয়াজ বিন জাবালের সাথে তাকেও নওমুসলিমদের কুরআনের তালীম দানের জন্য ইয়ামনে পাঠান

পবিত্র কুরআনের সাথে সাথে হাদীসের খিদমতেও তাঁর অবদান কোন অংশে কম ছিলনা কুফায় তার স্বতন্ত্র হালকায়ে দারসে হাদীস ছিল এই দরসের মাধ্যমে বড় বড় মুহাদ্দিসীন সৃষ্টি হয়েছে তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ৩৬০ তন্মধ্যে ৫০ টি মুত্তফাক আলাইহি, ৪৫টি বুখারী এবং ২৫টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন

কুরআন ও হাদীসে তার প্রভূত দখল থাকা সত্বেও নিজের ভুল-ভ্রান্তি সম্পর্কে তিনি সচেতন ছিলেন তেমনিভাবে অন্যের জ্ঞানের কদরও করতেন একবার তিনি মীরাস সংক্রান্ত একটি মাসয়ালায় ফাতওয়া দিলেন ফাতওয়া জিজ্ঞেসকারী আবদুল্লাহ ইবন মাসউদের কাছেও বিষয়টি জিজ্ঞেস করে আবদুল্লাহ বিন মাসউদ অন্য রকম ফাতওয়া দিলেন আবু মূসা নিজের ভুল স্বীকার করে মন্তব্য করেন, আবদুল্লাহ বিন মাসউদ জীবিত থাকা পর্যন্ত তোমাদের আমার কাছে আসা উচিত নয়

হযরত আবু মূসার জীবনটি ছিল রাসূলে পাকের জীবনের বাস্তব প্রতিচ্ছবি সর্বদা তিনি চেষ্টা করতেন রাসূলুল্লাহর সা. প্রতিটি কথা, কাজ, চলন, বলন ইত্যাদি হুবহু অনুকরণ ও অনুসরণ করতে একবার তিনি মককা থেকে মদীনা যাচ্ছিলেন পথে ইশার নামায দুই রাকায়াত আদায় করলেন তারপর আবার দাঁড়িয়ে সূরা আন নিসার ১০০টি আয়াত পাঠের মাধ্যমে এক রাকায়াত আদায় করলেন লোকেরা প্রতিবাদ করলে তিনি বললেন, আমি সব সময় চেষ্টা করি, যেখানে যেখানে সুল সা. কদম রেখেছেন সেখানে সেখানে কদম রাখার এবং তিনি যে কাজ করেছেন, হুবহু তাই, করার

রামাদানের রোযা ছাড়াও নফল রোযা এ জন্য রাখতেন যে, রাসূল সা. তা রেখেছেন আশূরার রোযা তিনি বরাবর রাখতেন এবং মানুষকে তা রাখার জন্য বলতেন সুন্নাত ছাড়া মুস্তাহাবেরও তিনি ভীষণ পাবন্দ ছিলেন কুরবানীর পশু নিজ হাতে জবেহ করা মুস্তাহাব শুধু এ কারণে তিনি তার নিজ কন্যাদেরকেও হুকুম দিতেন নিজ হাতে পশু জবেহ করার জন্য

রাসূলুল্লাহর সা. নির্দেশ ছিল কোন ব্যক্তি যখন কারো বাড়ীতে যাবে তখন ভিতরে প্রবেশ করার আগে যেন অনুমতি নেয় যদি তিনবার অনুমতি চাওয়ার পরেও অনুমতি না পাওয়া যায় তাহলে সে যেন ফিরে আসে একবার আবু মূসা গেলেন খলীফা উমারের সাথে দেখা করতে এক এক করে তিনবার তিনি অনুমতি চাইলেন, কিন্তু খলীফা অন্য কোন কাজে ব্যস্ত থাকায় সাড়া দিতে পারলেন না আবু মূসা ফিরে আসলেন অন্য এক সময় খলীফা জিজ্ঞেস করলেন আবু মূসা ফিরে গেলে কেন? বললেন, আমি তিনবার অনুমতি চাওয়ার পরেও সাড়া পাইনি তাই ফিরে গেছি এই কথার পর তিনি এ সম্পর্কিত রাসূলুল্লাহ্ সা. হাদীসটি বর্ণনা করে শুনালেন উমার রা. বললেন, হাদীসটি তুমি ছাড়া অন্যকেউ শুনেছে এমন একজন সাক্ষী নিয়ে এসো আবু মূসা ভয়ে কাঁপতে কাপতে আনসারীদের এক মজলিসে উপস্থিত হলেন সেখানে উপস্থিত উবাই বিন কা'বও হাদীসটি শুনেছিলেন তিনি উমারের রা. কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন

শাবী বলেনঃ ছয়জনের নিকট থেকে ইলম গ্রহণ করা হয়ঃ উমার, আলী, উবাই ইবন মাসউদ, যায়িদ ও আবু মূসা

খলীফা উমার রা. তাঁকে বসরার ওয়ালী নিযুক্ত করে পাঠালেন বসরায় পৌঁছে তিনি সমবেত জনতার সামনে ভাষণ দিতে গিয়ে বলেন, আমীরুল মুমিনীন আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন আমি আপনাদেরকে আপনাদের রবের কিতাব ও তার নবীর সুন্নাত শিক্ষা দেব এবং আপনাদের পথ ঘাট সমূহ আপনাদের কল্যাণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভাষণ শুনে জনতাতো অবাক জনগণকে সংস্কৃতিবান করে তোলা, তাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করাতো শাসকের দায়িত্বের আওতায় পড়তে পারে কিন্তু তাদের পথ ঘাটসমূহ পরিচ্ছন্ন করার দায়িত্ব তিনি কেমন করে পালন করতে পারেন? ব্যাপারটি তাদের কাছে ভীষণ আশ্চর্য্যের মনে হলো তাই হযরত হাসান রা. তাঁর সম্পর্কে মন্তব্য করেছেনঃ তার চেয়ে উত্তম আরোহী বসরাবাসীদের জন্য আর কেউ আসেনি (রিজালুন হালার রাসূল) রাসূল সা. তাঁর সম্পর্কে বলতেনঃ আবু মূসা অশ্বারোহীদের নেতা

হযরত আবু মুসার সামনে উম্মাতের কল্যাণ চিন্তাটাই ছিল সবচেয়ে বড় এজন্য সারাজীবন ব্যক্তিগত সব লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন আলী ও মুয়াবিয়ার রা. মধ্যে যখন যুদ্ধ চলছে, তখন একদিন মুয়াবিয়া আবু মূসাকে বলেছেন, যদি তিনি মুয়াবিয়াকে সমর্থন করেন, তাহলে তার দুছেলেকে যথাক্রমে বসরা ও কুফার ওয়ালী নিয়োগ করবেন এবং তাঁর সুযোগ-সুবিধার প্রতিও যত্নবান হবেন জবাবে আবু মূসা লিখলেন, আপনি উম্মাতে মুহাম্মাদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখেছেন যে জিনিস আপনি আমার সামনে পেশ করেছেন, তার প্রয়োজন আমার নেই

লজ্জা শরম ঈমানের অঙ্গ আবু মুসার মধ্যে এই উপাদানটি পরিপূর্ণরূপে ছিল রাতে ঘুমানোর সময়ও বিশেষ ধরনের পোশাক পরে নিতেন, যাতে সতর উন্মুক্ত হয়ে না যায় একবার কিছু লোককে তিনি দেখলেন, তারা পানির মধ্যে উলঙ্গ হয়ে গোসল করছে তিনি বললেন, বার বার মরে জীবিত হওয়া আমার মনঃপূত, তবুও একাজ আমার পছন্দ নয়

No comments:

Post a Comment

আমার প্রিয় বাংলা বই-এর যে কোন লেখাতে যে কোন ত্রুটি বা অসংগতি পরিলক্ষিত হলে দয়া করে আমাদের লিখুন।